নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সুখের আকর

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:১২



এখানে বসন্তের আগুণে পুড়ে তোমার তরে
অনন্ত প্রতীক্ষায় আমি-
জানে অন্তর্যামী- জানো তুমি,
তবু দূরে থাকো-
দুনয়নের মাঝখানে থেকে
নয়নের সমুখে পর্দা তুলে
বেদনা টেনে আনো হৃদয়ে আমার-
এই কি খেলা তব?
চোখের আড়ালে থেকে থেকে ঢালো এই প্রাণে
বেদনার ঝর্ণা ধারা নবো নবো-
যখন থাকবো না আর-
ক্ষণিকের ধরাধামে,
তুমি কি তবে তার প্রতীক্ষায় আছো?
তবে তাই হোক। তোমার প্রতীক্ষার শেষ হোক;
আমারো শেষ হবে –
মরণের পরে কে প্রতীক্ষা করে?
এভাবেই দুজনের প্রতীক্ষা হয়তো শেষ হবে।
ক্ষণিকের এই ভবে
শুধু তোমার কারণে। মনে রেখো
স্রষ্টার অমোঘ নিয়মে অবণীর বুকে বসন্ত আসিবে গাহিবে পাখি গান
কাননে ফুটিবে ফুল এইতো জগতের রীতি –তাই করিতেছি আহবান।
এখনো সময় আছে
তুমি প্রস্ফুটিত ফুল আমি ভ্রমর
ভালোবাসার নোঙর - সুখের আকর।




উৎসর্গ: তুমি

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:১৭

সৈয়দ ইসলাম বলেছেন: বাহ বাহ, প্রেয়সী সার্থক।

কবিতা ভাল লেগেছে খুব। অসম্ভব ভাল লেগেছে।
প্লাস+++

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি লিখে তৃপ্তি পেয়েছি । ১ ম কমেন্টে অশেষ ধন্যবাদ। পাঠ করার সময় অবশ্যই উপলব্ধি করতে পারেন কতটা তৃপ্তি নিয়ে লিখেছি ।

২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: তবে তাই হোক, সুখের আকর।

শুভ কামনা রইল।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কবিতা পাঠে । আপনার জন্য নিরন্তর শুভকামনা ।

৩| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৩২

সিগন্যাস বলেছেন: পোষ্টের সাথে ছবির কোন মিল দেখছিনা।

১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন মিল। চার পাখিতে ভালোবাসা ফাগুণের মোহনায়............আমি হয়তো অনেকদিন লিখবো না নতুন কবিতা। আবার লিখতেও পারি। আমি তো লিখি না কোন কবিতা । #:-S

৪| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: নাচের স্কুলে ভর্তি হলেন কবে ! ;)


কবিতা সুন্দর হয়েছে++

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পড়ে কাঁদা যাবে না । :( আর কবিতা আমি লিখিনা । কবিতা আমার রক্তে করে খেলা । ফাগুনের মোহনায় নাচটা কিন্তু আসলেই দারুন। :P

৫| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো অনেক প্রেমময় কাব্যকথা

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আমি আসলে প্রেম বিলায় কবিতা আমি লিখিনা । প্রেম কথা বলে যাই।অপ্রেমে আমি নাই।

৬| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৩:০২

সনেট কবি বলেছেন: কবিতা ভাল লেগেছে

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

৭| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৩

কাইকর বলেছেন: ভাল লাগলো

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো ।

৮| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


দেয়ালের আয়নার মত বলতে হচ্ছে, "আপনার কবিতা এখনও সুন্দর"; তবে, বিষয়বস্তুতে ভিন্নতা আনার দরকার।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: নো টেনশন । একটাই কবিতা তারে ভালোবেসে সময় পার করি ।

১০| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৫ ই জুন, ২০১৮ রাত ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর ব্লগে পেলাম সুমন কর। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

১১| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:





তপ্ত প্রেমের মিষ্টি অবগাহন!

কবিতা ভাল লেগেছে।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১২| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন আপনার জন্য রইল নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.