নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভয় রে করো জয়তবু উঠিবে ঈদের চাঁদ

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৩

ভয় রে করো জয়

ভয় রে করো জয়—আর নয় শঠের উপাসনা,
ওরা রক্ত খেকোর দল,
ওরা মানুষ মারার দল, দেখতে যতই লাগুক ভালো
ওদের আসলে সব ছল;
ওরা মানুষের সব রক্ত শুষে
করছে কেবল ভালোর অভিনয়।

এই দেশের সব অমিত সম্ভাবনা
করলো তারা লয়।

লুটে পুটে রাজ কোষাগার—করলো সাবার
আরো আছে যত পাপাচার তাতে ওরা সদালিপ্ত রয়।

ওরা মদিরার কারবারি,
সারা দেশে করেছে ওরা সর্বনেশে নেশার বিস্তার—
মাদকাসক্ত মারবে বলে করছে ওরা মিথ্যে আহাজারি।

আদতে ওরা মারবে দেশের মানুষ—এটাই ওদের নেশা
রাজনীতির নাম করে খুন-গুম হয়রানি ওদের পেশা
ওরা খুনিরে করে ক্ষমা—মানুষের কন্ঠ রূদ্ধ করে
আসলে কংস মামা।
মহান একাত্তরে –দেশের মানুষ লড়াই করে
উড়িয়েছিল স্বাধীনতার পতাকাটারে
ওরা স্বাধীনতার নাম ভাঙ্গিয়ে ক্ষমতা আকড়ে রয়;
আসলে ওরা ভোগ বিলাসে মত্ত হয়ে কেবল করেছে অপচয়—
সময়ের— সম্পদের— জীবনের ।
ওদের করো ক্ষয়, সুনামির শক্তি নিয়ে- সাইক্লোন টর্নেডোর মতো
কুরুক্ষেত্রের ময়দানে ওদের করো লয় ।
বীর জনতা
আবারো জাগো ফুসলে ওঠো
ভরা জোয়ারের মতো যৌবনের উন্মাদনায়
বিপ্লবের ঐ ঝাণ্ডা হাতে—
গণতন্ত্র খেকোদের আর ক্ষমা নাই
এদেশের সর্বনাশ করবে তারা,
ঐ দানবদের রুখতে হবে
মিছিলে—শ্লোগানে প্রলয়ের তান্ডবে
আকাশ-বাতাস প্রকম্পিত করে
গণতন্ত্রের হাতিয়ার—গর্জে ওঠো আরেকবার।
স্বৈরাচার বধ কাব্য লিখে আরবার ইতিহাস গড়তে হবে।
জনতার জোয়ারে—অপ্রতিরোধ্য বিপ্লবে।


তবু উঠিবে ঈদের চাঁদ


তবু উঠিবে ঈদের চাঁদ
খুশির আকাশে— চিরন্তন রীতি সে।
বাতাসে বহিবে আনন্দের মিষ্টি ঘ্রাণ
আবারো কোলাহলমুখর একটি দিন—
বেদনা করবে লীন।
ঈদগাহে নামাযের শেষে
আবারো হবে সমবেত প্রার্থনা—
ক্ষমা করো প্রভু—দাও সফলতা
ঈমানের আলোয় উজ্জীবিত করোগো মোদের প্রাণ
তারপর সম্প্রীতির বন্ধনে হবে খুশির আলিঙ্গন।
অবশেষে নিষ্পাপ হয়ে বাড়ি ফেরা—
ঐ যে অনাথ শিশু
ঐ যে কারাগারে প্রহসনে বন্দী
নির্মমতা তাদের করিতেছে প্রবঞ্চণা
তাদের করে ভালোবাসার অর্ঘ্য সঁপিলাম
ঈদ মোবারক ঈদ- খুশির প্লাবন উঠুক
সবার ঘরে ঘরে।
আর প্রিয়ার তরে করিতেছি নিবেদন
দু’জনে মিলে ভালোবাসার কবিতা যেন
করিতে পারি বিরচন ।

..........................................
সবাইকে অগ্র্রিম ঈদ মোবারক

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৮

সিগন্যাস বলেছেন: =p~ =p~ =p~

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: :)

২| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


নতুন বিষয়, নতুন ভাবনা

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: নতুন বিষয় , নতুন ভাবনা কিন্তু কবিতা একটাই।

৩| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কাইকর বলেছেন: বাহ....সুন্দর

১৪ ই জুন, ২০১৮ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৪| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

নীলপরি বলেছেন: দুটো কবিতাই ভালো লাগলো ।

আপনাকেও ঈদের শুভেচ্ছা ।

১৫ ই জুন, ২০১৮ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ঈদের শুভেচ্ছা । আমি কিন্তু আরও কবিতা লিখবো ঈদ নিয়ে ।

৫| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: মন ছুঁয়ে গেল।

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।


আপনার জন্য শুভকামনা রইলো । আজকে বোধ হয় শেষ রোজা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.