নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জয়তু বিশ্বকাপ ফুটবলঃ জয়তু ব্রাজিল দল (আজ কে কি নেইমার খেলবে?) এবং বাবা দিবসে

১৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৩



আজকে অনেকদিন পর আবার ব্রাজিলের খেলা, নান্দনিক ফুটবল শব্দটি বোধহয় ব্রাজিলের ফুটশৈলী থেকে উদ্ভুত। তাদের বল পাসিং, ড্রিবলিং, বডি মুভমেন্ট, ছোট ছোট পাসে খেলা, গোল করা, গোল উদযাপন করা দেখার মতো। উপভূগ করার মতো। সব কেমন সাম্বার তালে তালে উন্মাদনায় ঠাসা।
ফুটবল সম্রাট পেলে
ঈশ্বর বোধহয় তাদের ফুটবল খেলার বর দিয়ে ধূলির ধরায় পাঠিয়েছেন। তাইতো বিশ্ববিখ্যাত পেলে, গারিঞ্চা, জিকো, সক্রেটিস, রোমারিও, রোনালডো, রবার্টো কার্লোস, রোনাল্ডিনহো প্রমুখ খেলোয়াড় বের হয়েছেন ব্রাজিল থেকে।


রোমারিও’৯৪
সর্বাধিক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নও তারা। বলপায়ে তাদের ক্ষিপ্রতা প্রবাদপ্রতিম। তাদের একের পর এক আক্রমনে বিপক্ষের গোলকিপার আর গোলবার বিধ্বস্ত। আর দর্শকরা হয় মুগ্ধ। সারাবিশ্বে তাদের সমর্থকও সর্বাধিক। ফুটবল খেলা তাদের শিল্পীর তুলির আচড়ে সৃষ্ট যেন ফুটবল খেলা শুধু ম্যানলি গেম নয় এটা যে একটা শিল্প তা প্রতিটি খেলায় ব্রাজিল ফুটবল টিম প্রমান করে থাকেন। আজকের দলে পেলে নেই, রোমারিও, রোনাল্ডো নেই কিন্তু তাদের যোগ্য উত্তরসুরীরা সেই একই ক্ষিপ্রতা, নান্দিনিকতা নিয়ে ঠিকই অনন্য ফুটবল শৈলী দিয়ে মাঠ মাতাবেন।

এবারের ব্রাজিল দলের প্রাণ ভ্রমরা নেইমার জুনিয়ার যিনি বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়। তাকে সঙ্গ দিবেন গ্যাব্রিয়েল জেসুস, পাউলিনহো আর কোটিনহোরা।

নেইমার পুরোপুরি ফিট না হলেও প্রস্তুতি ম্যাচে খেলে গোলও পেয়েছেন এবং আজকে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল ফুটবল দলের আক্রমন বিনির্মানের মূল দায়িত্ব পালন করবেন নেইমার জুনিয়র।

আজকের সম্ভাব্য একাদশ এলিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, কাসিমিরো, পাওলিনহো, ফিলিপে কুতিনহো, উইলিয়ান, নেইমার ও গ্যাব্রিয়েল জেসুস। এমন খেলা উৎসবমুখর পরিবেশে প্রিয়মুখদের সঙ্গে নিয়ে দেখার মজাই আলাদা ।

আজ সুইসদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।


অনুপ্রেরণার নেইমার

একেবারে উচ্ছ্বল প্রাণ চঞ্চল তরুণ
রঙিন চুলে উৎসবমুখর বরুন;
নিজেকে সাজিয়েছেন কত রঙে
ফুটবলকেও রঙিন করেছেন
পায়ের জাদুতে নিত্য নতুন ঢঙে।
সদা বিনয়ী তিনি অহংকার নেই কোন
খেলার মাঠে খেলেই গিয়েছেন পশুত্ব দেখাননি কোন।
রুখতেই হবে তাকে —নাহলে সুনিশ্চিৎ হার
দিকবিজয়ী বীর যে তিনি নামটি —নেইমার।
দুষ্ট লোকে আঘাতে আঘাতে করেছে তাকে শেষ
তাকে হারিয়ে ফুটবল যেন হারালো সৌন্দর্য অশেষ।
রাজ্যের বোঝা চেপে ছিল তার ঘাড়ে
মেরুদন্ডের ভীষণ ব্যথা অবসর দিল তারে।
এবারের আসরে আর —খেলা হবেনা তার
না খেলেও তিনি হয়ে যেতে পারেন শিরোপার দাবীদার
তেমনটি যেন হয় —যদিও সহজ নয়
তিনি এখন দলের প্রেরণা —কথাটি মিছে নয়
সেই প্রেরণাতে উজ্জীবিত হলে হবে নিশ্চিৎ জয়।
হলুদের রূপ মেখে সবুজ মাঠে সাম্বা নৃত্য একে
বার্লিন প্রচীর ভেঙে বিজয় আনো ছিনিয়ে —অনুপ্রেরণার নেইমার
তোমার প্রেরনায় সেলেসাওরা হয়ে ওঠে যেন অপ্রতিরুদ্ধ দূর্বার।

কবিতাটি জার্মানির সঙ্গে ব্রাজিলের সেমিফাইনাল( বিশ্বকাপ ২০১৪) খেলার উপর লেখা । নেইমার আহত হয়ে দল থেকে ছিটকে পড়েন। ব্রাজিল ম্যাচটি হেরে ছিলো ৭-১ গোলে। সেখান থেকেই আজকের ব্রাজিলের নবসূচনা বলা চলে। আজ ব্রাজিল বিশাল ব্যবধানে জিতে জয়ের রাজসিক নবযাত্রা শুরু করবে বলেই আমার বিশ্বাস ।

আজকের কবিতা

নেইবার এইবার হবে বিশ্বসেরা ফুটবলে
পারবেনা কেহ তারে আটকাতে আর কোন মন্ত্রবলে
ব্রাজিল জিতে যাবে এবারের বিশ্বকাপ
আটলান্টিক পাড়ি দিয়ে আগেও নিয়েছে ঘরে তারা
ফুটবলের বিশ্বকাপ জয়ে সেরার মুকুট
ইতিহাস তাদের করে থেকে , থেকে যাক অটুট।
ব্রাজিল বিশ্বকাঁপ জিতবে সব দল হারিয়ে
সেই বারতা পৌছি দিলাম সীমানা ছাড়িয়ে


বাবা দিবসে

আজকে সারাদিন আমি আর বাবা
একসাথে থেকেছি,
গ্রামের বাড়িতে গিয়ে গাছে থেকে
কাঁঠাল-ডাব পেড়েছি।

এভাবে কতোদিন আমাদের দুজনার
একসাথে পথচলা,
ভালোবাসার অটুটু বন্ধনে
দুজনার কত কথা বলা।

কতো বড় হয়েছি
বাবার কাছে তবু যেন
ছোট্টটি আছি-
বাবা আমার মাথার ছায়া
বাবা আমার প্রিয়মুখ,
বাবাকে দেখিলে হজ্জ্বের ছওয়াব
বাবাকে দেখলে জুড়ায় বুক।

ছবি -গুগল

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


এখন খেলা সুন্দর স্পেনের; ব্রাজিল আগে তাদের স্টাইলে খেলে জিতেছে, সেটা যে খুবই সুন্দর খেলা ছিল, তাহা কিন্তু সত্য নয়। ব্রাজিলের পরিবেশ বিখ্যাত বিখ্যাত ফুটবলারের জন্ম দিয়েছে, সেসব খেলোয়াড় জাতিকে শিরোপা এনেদিয়েছেন।

নেইমার আহত হওয়ার বিরাট সম্ভাবনা আছে।

১৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: নেইমার কে আশীর্বাদ দিয়ে দিলাম

জোড়া গোল দিয়ে করে যেন শুরু
শেষ হয় যে বিশ্বকাপ জয়ে
প্রতিপক্ষে চোখে ধূলো দিয়ে
একের পর এক বিজয়
নেয় যেন ছিনিয়ে ।

২| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নির্ঘুম সৈকত বলেছেন: নেইমার ও ব্রাজিলিয়ানদের জন্য প্রচুর শুভকামনা

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনায় ।

৩| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

সিগন্যাস বলেছেন: লম্বা কবিতা লিখেছেন।প্লাস নেন।

১৭ ই জুন, ২০১৮ রাত ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

তারেক_মাহমুদ বলেছেন: ব্রাজিল দলের জন্য ভালবাসা ও শুভ কামনা।

১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনায়।

৫| ১৭ ই জুন, ২০১৮ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: আমি মনে প্রানে চাই আজ ব্রাজিল হারুক।

১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: হারেনি ড্র করেছে রাজীব নূর । ;)

৬| ১৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @রাজীব নুর,
১০০% সহমত

ল্যাংড়া নেইমার কে নিয়ে সবার এত লম্ফঝম্ফ কেন??
সালা একসাথে দুটো প্রেম করে!!!X(

১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এক হালি প্রেম করুক সে তো আমার প্রেমিকা নয় যেেএকাধিক করলে সমস্যা।

ল্যাংড়া নেইমার এক নম্বর মডেল খেলোয়াড়। তার ভক্তের সংখাও তাই বেশ্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.