নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভোটাধিকার নেই বিশ্বকাপ ফুটবল নিয়ে
আছে মেতে সবেই-
নিজোদেশে বাস করে প্রবাসীদের মতো
তবু মনে নেই তাদের গভীর কোন ক্ষত।
যুদ্ধার্জিত স্বাধীনতারে কত দামে বিক্রি করে
আমরা সবে আজ এমন মস্তিষ্ক বিকৃত।
স্বৈরাচারের উপাসনায় নিয়ত গণতন্ত্র করছি বলিদান
আমাদের আবার নাক উঁচু আছে পাহাড়সম আত্নসম্মান।
গণতন্ত্রের পতাকা হাতে খালেদা আছেন জেলে
তথাকথিত মুক্তিসেনা তাবেদারিতে ন্যস্ত
স্বৈরাচারের পদতলে ফুলের মালা ঢেলে।
দাসত্ব করবি যখন তোরা যুদ্ধে কেন গেলি
অত্যাচারীর ভয়ে কী তোরা তবে এমন সাজে এলি?
মৃত্যুশাসিত জীবনেতো মৃত্যুই শেষ নয়
আখেরাতে হবে কঠিন হিসেব নেই কি তার ভয়?
শব যদি নিষ্পাপ হয় তা জ্বলবে কেনো কবরে
পাপপূণ্যের হিসাব কেন হবে রোজ হাশরে?
যাদের পদলেহন করে গণতন্ত্র বিকিয়ে দিলি
রোজহাশরে তাদের নসীবে কি খবর তুই পেলি।
সত্যের পথে চলতে হবে এটাই শেষ কথা
সেপথেই মিলবে কেবল দু’জাহানের সফলতা।
১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।কমেন্ট আসুক তারপর যথা সময়ে উত্তর দেবার চেষ্টা করা হবে।
২| ১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যযে বড় আপেক্ষীক!
তাইতো নুবিধাবাদীরা বারবার রং পাল্টায়
গিরগিটিও লজ্জ্বা পায়
অর্থ আর সম্পদ মোহ
ফিরেও দেখৈনা কেহ
ন্যায়-নীতির হয়েছে কবর
বিবেক নির্বাসনে-
আপনি কবি করছেন ক্রন্দন
একাকী নির্জনে!
+++
১৯ শে জুন, ২০১৮ রাত ৮:০১
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই আমি একাকী আছে। কে বুঝে মোর ব্যথা। কোথায় আজ বীরজনতা???
৩| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: সুন্দর এবং অর্থবহ। +।
১৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা সুমন কর ।
৪| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মেজরের গনতন্ত্রের চেয়ে শেখ সাহেবের বাকশাল ভালো!
আর আপা, ম্যাডাম তো গণতন্ত্রই বোঝে না!
১৯ শে জুন, ২০১৮ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: শেখ ইতিহাস গড়তে চেয়েছেন আর ইতিহাস বারবার মেজর জিয়াকে নিয়ে এসেছে। স্বাধীনতার ঘোষণাপাঠ অন্য কেউ করতে পারতো কিন্তু করলেন জিয়া....আর বড়ো কমান্ডার কোথায় ছিলো, সেনা প্রধান হলেন, প্রেসিডেন্ট হলেন, বহুদলীয় গণ্তন্ত্র উপহার দিলেন বাকশাল হটিয়ে, তলাবিহীন ঝুড়ি তলা পেল তার নেতৃত্বে, বাংলাদেশী জাতীয়তাবাদ উপহার দিলেন, শহীদ হলেন তার জানাজায় মানুষের ঢল লক্ষ লক্ষ মানুষ শেখ সাহেবের মরার পরে তুফায়েল ইদুরের গর্তে লুকিয়েছিল উলে্টা মানুষ রোজা রেখেছে শেমফুল। আবার হাছিনা স্বৈরাচার হয়েছে, খালেদা ঠিকই গনতন্ত্রের পতাকা হাতে জেলে আছেন। মাইল্ড স্ট্রোক হয়েছে বড়ো স্ট্রোকের সম্ভাবনা। তার মানে মৃত্যু হলে হতে পারে। তবু ডিজিএফ আই এর প্রস্তাবনায় আপোষ করেন নি । মরতে হলে মরবেন। আখেরাত বলে একটা ব্যাপার থেকেই গেল ।
৫| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জাপানের খেলা দেখেছেন??
রেফারিদের সিদ্ধান্তে সমস্যা হচ্ছে!!
১৯ শে জুন, ২০১৮ রাত ৮:২৫
সেলিম আনোয়ার বলেছেন: দেখলাম । জাপান ভালো খেলেছে ।
৬| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুনতে খারাপ লাগলেও এ
১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কি????
৭| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুনতে খারাপ লাগলেও এটা সত্য যে, বাঙালিরা আদরে নয় লাঠিতে সোজা! আর আমাদের জন্য গণতন্ত্র নয় কঠোর স্বভাবের দেশপ্রেমিক স্বৈরচারী শাষক দরকার! অনেকটা মেজরের মত। তবে মেজরের সমস্যা ছিল, কারণ তিনি কোন রকম নেতার কাতারেই পড়েন না!
@"শেখ সাহেবের মরার পরে তুফায়েল ইদুরের গর্তে লুকিয়েছিল উলে্টা মানুষ রোজা রেখেছে শেমফুল।"
-- ৭৫নিয়ে আপনি একটা পোস্ট দিয়েন! তার আগে কিছু বলছি না!
শেখ সাহেবের সবচেয়ে বড় ভুল ছিল, তিনি সবাইকে বিশ্বাস করতেন, বাঙালিদের বিশ্বাস করতেন!
১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিগুরু বলেছেন সাড়ে সাত কোটি বাঙালিরে মানুষ করোনি । বঙ্গ বন্ধু দাবী করেছিলেন বাঙালি মানুষ হয়েছে। আসলে কতটা হয়েছে কে জানে ।
শেখ সাহেব বাঙালিদের নয় খন্দকার মোশতাককে বিশ্বাস করেছিলেন রক্ষিবাহিনী, লাল বাহিনী বাঙালিদের জন্য করেছিলেন ।
৮| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অলি আহাদ সাহেবকে কেমন লাগে??
"তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা" বইটি পড়েছেন?
১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: না বইটি পড়া হযনি। প্রকৃত ইতিহাস কোনটায় আছে জানা নেই। জিয়াউর রহমানকে বাকশালীরা মুক্তিযোদ্ধা মানে না বলে পাকিস্তানের চল সুতরাং তাদের ইতিহাস কতটা জঘন্য হতে পারে সহজেই অনুমেয় ।
৯| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৪৬
ওমেরা বলেছেন: সত্য পথে চলতে হবে এটাই শেষ কথা।
১৯ শে জুন, ২০১৮ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।তাহলেই মরলে শহীদ বাঁচলে গাজী ।
১০| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:৪২
করুণাধারা বলেছেন: ইদানিং আপনি ভয়ংকর সব কবিতা লিখছেন!!! কোন লাভ আছে এসব করে? শুধু শুধু নিজেকে বিপদে ফেলবেন!
ভালো থাকুন, শুভকামনা রইল।
১৯ শে জুন, ২০১৮ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সত্য সাধনা হলো কবিতা ।
১১| ২০ শে জুন, ২০১৮ রাত ২:২১
কাওসার চৌধুরী বলেছেন: আমরা সিরিয়াস বিষয়গুলো নিয়ে ফান করি; আর ফানের বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস হই। যেমন- নির্বাচনের মত সিরিয়াস একটি বিষয়কে 'উৎসব' মনে করি। কেউ কেউ তো উৎসব উপলক্ষে নিজের ভোট বেঁচে দেই; আর পারলে ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের উৎসব করি, নির্বাচনের নামে টাকা ছিটিয়ে দিয়ে ভোট কিনি, নমিনেশন কিনি। অপরদিকে ফুটবল বিশ্বকাপের মতো একটি ফানকে সিরিয়াসলি নেই। অন্য দেশের পতাকা উড়িয়ে, গলাবাজি করে, মারামারি করে, ফেইসবুকে গালি দিয়ে রংবাজি করি।
২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটি দুঃখজনক। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আহত নিহত হওয়া কিন্তু ন্যাক্কার জনক । লজ্জাজনক ।পরিত্যাজ্য। খেলাধূলায় থেকে বেদনা ভুলে থাকে। গণতন্ত্র থাকলে হয়তো সবাই সুষ্ঠু নির্বাচন নিয়ে আলাপ করতো ।ভোটাধিকার নিয়ে আলাপ করতো ।
১২| ২০ শে জুন, ২০১৮ সকাল ৭:২৪
সিগন্যাস বলেছেন: ঠিক বলেছেন।আমরা সবাই মস্তিষ্কহীন।
২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা চাটুকারিতার জন্য নয়। মাথা উচু করে বেঁচে থাকার জন্য। বিবেকের স্বাধীনতা, বলার স্বাধীনতা ভোটের স্বাধীনতা, বৈষম্য দূরকরার জন্য । স্বৈরাচারকে প্রত্যাখান করার জন্য। দূর্ণীতির কোটি কোটি টাকা পায়ে ঠেলে নিজের সততা ধরে যোগ্য প্রার্থীকে ভোটদেয়ার জন্য ।
১৩| ২০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৯
নতুন নকিব বলেছেন:
শুভকামনা। কবিতায় প্লাস দিলুম।
২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। ভাল থাকবেন নিরন্তর ।
১৪| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:২৭
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া 'গণতন্ত্র' শব্দটা বানান করতে পারবেন তো? পারলে ভালো!
২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: এটাতো প্রাইমারি স্কুলের মাস্টারের মতো কমেন্ট। তিনি তো তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্র সমুন্নতা রেখেছেন। একবার শুধু নির্বাচিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে আবদার আলী হাছিনাকে নির্বচারে এনছিলেন। হাছিনা তখন জোব্বা আর তসবীহ পড়ে ভোট ভিক্ষা করেছিলো । এখন তিনি রোজার দিনে ভারতে গিয়ে মোদির সঙ্গে পূজা করেন। শ্রীমতি হয়ে তার জোব্বা পড়া বন্ধ হয়েছে পাছে ভারতে সমর্থন হাতছাড়া হয় । তিনি বোধ গণতন্ত্রের বানান জানার পড়ও গুয়েবলসীয় কায়দায় স্বৈরতন্ত্র পরিচালনা করে থাকেন। বানান দিয়ে কি করবেন????? দারকার দেশ প্রেম সততা আর গণতান্ত্রিক মন মানসিকতা ।তা তার আছে।
১৫| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটাই শেষ কথা -সত্য কথা বল, সত্য পথে চল।
+++
২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২০
সেলিম আনোয়ার বলেছেন: আমিও তাই বলি। সত্য কথা বল সত্য পথে চল।
১৬| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
কালোপরী বলেছেন: কবিতা পড়তে ভাল লাগে না
২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কি পড়তে ভালো লাগে? অনেক দিন পড়ে ব্লগে এলেন। ব্লগে সুস্বাগতম ।
১৭| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: মিথ্যা দিয়েই যাদের জীবন গড়া
তাদের আবার সত্য কিসের ?
২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: এখন মিথ্যের রাজত্ব চলছে। স্বাধীনতা নিয়ে মিথ্যে।মুক্তিযুদ্ধাদের নিয়ে মিথ্যে। নিজেকে বড়ো করে অপরকে ছোট করে শুধু মিথ্যে। একদিন মানুষ মরে যায়। সেদিন মিথ্যেও শেষ হয়ে যায় । একজন সত্যবাদিকে মিথ্যেবাদী বলার চেয়ে খারাপ কিছু হতে পারে না ।কিরামুন কাতেবিন লিখতে থাকে আমল নামা।
মিথ্যে দিয়ে যাদের জীবন গড়া তাদের সামনে একটাই চর্চা থাকা উচিৎ সেট হলো সত্যচর্চা । যেন সব মিথ্যা চাপা পড়ে যায়। সত্য চলতে থাকে ।
১৮| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:২০
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: বাঙালি আনন্দপ্রিয়! ভাই, সত্য বলে কি হবে!
২০ শে জুন, ২০১৮ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সত্য বলার চেয়ে আনন্দের কিছু হতে পারে না। খেলা আমিও উপভোগ করি বা করছি। সেটা বিষয় নয়। যেটা গুরুত্বপেূর্ণ সেটা নিয়ে ভাবতে হবে তো। বঙ্গবন্ধুরে ভালোবাসলে হবে না শুধু। বঙ্গ বন্ধু স্বপ্ন কি ছিল সেটা নিয়েও ভাবতে হবে ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীরা ফুটবল নিয়ে মেতে থাক। কিছুদিন আণন্দে থাক।