নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মোর হৃদয়ভরা কোমলতাগো মোর নয়নভরা জল
প্রতীক্ষার অনলে পুড়ে শুকিয়ে তারে কি লাভ সখি বল?
আমার দুই নদী অক্ষি আছে তুমি তাতে বহাও বর্ষা জল।
তুমিতো অনন্ত সাগর—জলের তিয়াস তাতে লেগেই থাকে
সফেদ শাদা রজনীগন্ধা ফুল হয়ে ঘুমিয়ে থাকো তিমির রাতে।
আমি জেগে থাকি—নিশি জেগে থাকা প্রহরীর মতো
এই প্রজাপতি মন প্রেয়সীর ওষ্ঠ খুঁজে তখন মহুয়ার বনে।
তোমার বুকের জমিন যেন কবিতার খাতা হয়ে আল্পনা আঁকে মনে।
ঐ কাজল কালোচোখ যেন পূর্ণশশির মতো নিপূণ কারিগর
যৌবনরাগে ওঠে রেগে পূর্ণিমা তিথির জোয়ারের মতন
আমার এই মনে—ভিজবো কখন জলে?
অবিচল প্রেমে দুইজনে—কখন হবে তুমি বৃষ্টিস্নাত ফুল।
আমার শ্রবনানঙ্গেও লেগেছে পিয়াস ফাগুনের গুঞ্জনে
শুনিয়ে দাও ওগো মধুর কোন গান তারে— অনেক যতন করে।
জীবনটাতো বড়ো নয়—তার চেয়ে ঢের বড়ো ভালোবাসা
যার লাগি সব করা যায়—যার লাগি যায়গো বেঁচে থাকা;
অনন্ত কাল কবিতা হয়ে গান হয়ে তা—থাকুক মানসপটে আঁকা।
২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
২| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
নতুন আংগিকে
২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা নতুন আংগিকে। ভালোবাসাতো অনেক প্রাচীন।
৩| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একটু অন্যরকম।
২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সব ধরণের লিখতে পারি। নিজের একটা স্বতন্ত্র ধরণও সৃষ্টি করেছি। এটা একটু অন্যরকম না হয় হলো। কেমন লাগলো বললেন না। আমি তো আধুনিক কবি। রবিন্দ্র-নজরুল বলয়ের না । আমি নিজে একট বলয় । সেটা তো বুঝতে হবে ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
ব্লগ পোষ্ট পড়া আমার দায়িত্ব।
২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ও এজন্য পড়েছেন । দায়িত্বপালনে অনেক কৃতজ্ঞতা জানবেন। আজকাল অনেকেই তো দায়িত্ব পালন করে না ।
৫| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৭
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! যেন নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল-
২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৬
সিগন্যাস বলেছেন: ঘুঘু দেখেছ বাচা কিন্ত ফাঁদ দেখনি
২০ শে জুন, ২০১৮ রাত ৮:১০
সেলিম আনোয়ার বলেছেন: ঘুঘুরে ফাদ আর দেখতে চাই না। ভালবাসার ফাঁদ হলে ভয় পাইনা। ভালোবাসার ফাঁদে মরণেও ভয় নেই ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: এই পৃথিবীর প্রাকৃতিক সম্পদের কত ভাগ এখনো প্রকৃতির দখলে আছে?
মানুষ মোটামোটি সকল প্রাকৃতিক সম্পদগুলোকে দখল করে নিয়েছে। সেই সম্পদ এখন সামাজিক পন্য হিসাবে বিক্রি হচ্ছে। কিন্তু প্রকৃতির নিয়মে প্রাকৃতিক সম্পদ কখনই বাজার যোগ্য পন্য নয়। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের কোন ব্যাক্তি মালিকানা থাকার কথা নয়। কিন্তু প্রাকৃতিক সম্পদ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বিভক্ত হচ্ছে। ফলে মানুষ প্রকৃতি থেকে অনেক দুরে চলে গেছে। মানুষকে ফিরতেই হবে, অন্তত মৃতু্তে।