নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

একচ্ছত্র কোটা তুমি আমার

১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৩





কি নামে তোমারে ডাকে?
তাতে কী যায় আসে?
পানকৌড়ীর মতন জলের বুকে
তোমাকে নিয়েই এ মন ডুবে থাকে।

তুমি শুধু মেপে দেখো নির্ভুল নিক্তিতে
কতটুকু ভালোবাসা মেশা সেই ডাকে।

কতটুকু মধুমাখা ভালোবাসার স্বপ্ন আঁকা
তবু কেন দূরে থাকা?

নাওনা টেনে তারে বুকে ভালোবাসার স্বর্গসুখে ।

মনের জানালা দাও ওগো খুলে
সুখের অসুখে অতীত বেদনা যাক ভুলে
তৃষিত এ হৃদয় - তোমার ছুঁয়ায়।

ডাকলে তারে পাবে কাছে
হৃদয়তার অসীম আকাশ
সেখানে ধ্রুবতারার মত কে আছে
গভীর চোখে একটু তাকাও।

নামে কী যায় আসে?
অনুভূতির নিক্তিতে শুধু মেপে দেখো
কতটুকু ভালোবেসে তোমায় ডাকে সে।


ভালোবাসার অমোঘ নিয়মে
চল মেতে উঠি প্রাণের খেলায়
তুমি আমার গণতান্ত্রিক অধিকার
তুমি আমার স্বাধীনতা ফাগুনের আগুন মেলায়।

একচ্ছত্র কোটা তুমি আমার হবে না যার কোন সংস্কার
আমি ১৬ই ডিসেম্বর তোমার।



মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর লাগলো।

শুভেচ্ছা নিয়েন।

১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা থাকলো আপনার জন্য ।

২| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১২:০১

অচেনা হৃদি বলেছেন: :)


আহ! হু ইজ দ্যাট এনোনিমাস ?

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: বিষাক্ত বটিকা। #:-S

৩| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১২:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে বস।
কিন্তু একটা কথা -

সরকারি চাকুরি জন্য এত মাথা খারাপ কেন?
চাকুরির বাজারে সরকারি চাকুরি (সচিব থেকে পিয়ন পর্যন্ত) ৪% মাত্র।
বিসিএস বাদে শুন্যপদ .০১% এর কম হবে। আজকাল পদ শুন্য হলেও নতুন নিয়োগ হয় না, কারন মাথাভারি প্রশাসন। বিশ্বব্যাঙ্ক বলেছে বাংলাদেশে সরকারি জনবল প্রয়জনের চেয়ে অনেক বেশী। মাথাভারি প্রশাসন। নিয়োগ দুচার বছর বন্ধ রেখে কিছু ছাটাই করা উচিত।
এই আট-দশটা চাকরির জন্য লাখ লাখ মেধাবীরা এইভাবে মুল্যবান মেধা নষ্ট করতেছে ..

এবার দেখলাম বুয়েটের ট্রিপলই প্রথম হওয়া এক ছাত্র বিসিএস প্রসাসন ক্যাডারে!
বুয়েটের ট্রিপলই প্রথম হওয়া এই ছাত্রের পিছে রাষ্ট্রের কমপক্ষে ১০ কোটি টাকা খরচ হয়েছে।
এই মেধা বিসর্জন দিয়ে উপজেলা চেয়ারম্যানের ক্যারানিগিরি তল্পিবহন।
এরা কোন মেধাবী?
এরা বছরের পর বছর সরকারি পদের (ঘুষের চাকুরি) জন্য বসে থাকে, অন্য চাকুরি খোজে না।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: এখন সরকারি চাকুরী বেশ লাভজনক। বেতনও অনেক বেশি। সম্মান বেশি। নিরাপত্তা বেশি। তাই ডাক্তার ইনজিনিয়ার সবা্ই বিসিএস যব করতে চায়।

সুদ ঘুষও অনেকে খায়। তবে সবাই নয়। সরকারি চাকুরী করি বলে কোন অহংকার করি না।

৪| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন ++++

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৫| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



কঠিন কবিতা গুরু! দুর্দান্ত হয়েছে!

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

৬| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৩:২২

জাহিদ অনিক বলেছেন:

চমৎকার - নতুন থিম

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক কৃতজ্ঞতা।

৭| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩৫

সিগন্যাস বলেছেন: বলেছিলাম না আপনার কবিতার মজাই আলাদা । পড়ে কত ভাল লাগলো ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা্ ।

৮| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: মা বলে--- লংকায় গেলে সবাই রাবন হয়।

এতদিন বুঝি নাই, এখন বুঝতেছি।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক ঠিক । অমনটাই হয় ।

৯| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

রাকু হাসান বলেছেন: ভাল লাগলো ভাইয়া +++......।ব্যস্ত নাকি আজকাল ভাই ?

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সোহানী বলেছেন: কবিভাই, যথারীতি ভালো লাগা। তবে কোটাতো আমার একার এটি সংস্কার কেন হবে................. সহমত!

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: এটা প্রিয়ার ক্ষেত্রে। কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

১১| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় সোহানী আপু দারুন কমেন্ট খুব ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.