নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আশাজাগানিয়া আমাদের আরজুপনি আপু

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

আরজুপনি আপুর সঙ্গে আমার ব্লগ ডে অনুষ্ঠানে দেখা। বলবো কি তার রূপের কথা। আমার কবিতা তার উৎসাহ প্রেরণায় অনেকদূর এগিয়েছিলো। তিনি অনেক ব্লগারের প্রিয় ব্লগার হয়ে ওঠেছিলেন। তার ২য় নিক আশা জাগানিয়া। যে পোস্ট কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে গেছে সেটি তার আশাজাগানিয়া আইডিতে পোস্ট করতে বলতেন। সেখানে পোস্ট করা পোস্টগুলো ভালো হলে নির্বাচিততে জায়গা করে নিত। এভাবে অনেকে তার মাধ্যমে উপকৃত হয়েছিলেন। তার ব্লগ ছিল অনেকের জন্য শিক্ষণীয়। পরে তিনি ইসহাক খানের গল্পে উদ্বুদ্ধ হয়ে ছোট গল্প লিখতে থাকেন। তার একটি ছোট গল্পর বইও প্রকাশিত হয়েছে। তিনি ব্লগার ফিউশন ফাইভের দারুন রকম ফ্যান। ব্লগে তাকে আর আগের মত পাওয়া যায় না। আমার আজকের কবিতা সুপ্রিয় আরজু নাছরিন পনি ওরফে পনিপুকে নিয়ে। পনি আপু ব্লগে ফিরে আসুন। আবার আগের মতন। আমি আবার লিখতে পারিনা নতুন কোন কবিতা। আপুর হাতে শক্তিশালী বজ্রমুষ্ঠি । কি যেন বলতেন নহি নারী নহি ব্লা ব্লা ব্লা ভয়ানক শক্তিশালী কথা বার্তা আমি তেমনটা লিখতে পারি না।



শুভকামনায় সুপ্রিয় আরজুপনিকে নিয়ে আমার কবিতা


আশাজাগানিয়া

হে স্বপ্নচারী ! হে স্বপ্নদ্রষ্টা তোমারে স্মরি
তুমি যে আশার জিয়নকাঠি,
আশার ডানায় উড্ডিন চাতিকা.
তুমি হাসি ফোটাও মানুষের মুখে
নারী হয়েও তুমি অবলা নও
আমরা আশাবাধি বুকে
তুমি দেখাবে আলোর পথ
খুলে দেবে দ্বার নতুন সম্ভাবনার।
জ্ঞানের আলো বিলোবে এইখানে বার বার
তুমি যেন গন্ধরাজ ফুল
সুঘ্রানে তোমার হয়েছে আকুল
জ্ঞান পিয়াসী মন ।
তুমি নারীজাগরণের বহ্ণি শিখা
তোমাকে পেয়েছি পাশে
বন্ধুর পথে চলাতে, হে মানবিকা!
অন্যের বিরহ উপশমে
তুমি অনন্য অসাধারণ
তোমার পদচারণায় মুখরিত হোক
এই প্রাঙ্গন আগের মতন ।
আরজু পনি
বিঃ দ্রঃ কবিতাটি তার ব্লগে কমেন্টে পোস্ট করেছিলাম। কিঞ্চিত পরিবর্তন করেছি।

মন্তব্য ৩৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কে বলেরে সেলিম ভাই
নিন্মমানের কবি??X(
আমার কাছে তিনি ব্লগের
উজ্জ্বল এক রবি।।:)


পুনশ্চঃ
আমি কবিতা পড়ি না।।:P

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার এই নিকটা বেশি ভালো সুপ্রিয় ব্লগার। ভাল থাকবেন সবসময় নিরন্তর শুভকামনা।

আর একটা কথা মনে রাখবেন চকচক করলেই সোনা নয়, খাঁটি সোনা চিনে নিতে হয় । :)

২| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৮

কাবিল বলেছেন: ঠিক বলেছেন, পনি আপুকে অনেক দিন ব্লগে দেখছি না।
পনি আপুকে নিয়ে কবিতাটি ভালো লাগলো।


ধন্যবাদ প্রিয় কবি।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: পনি আপু ব্লগে দারুন সব কমেন্ট করতেন। তার অনুপস্থিতি পীড়াদায়ক। কর্মজীবন সংসার জীবন নিয়ে ব্যস্ত আছেন। তিনি তো আকাশে থাকেন না। আমাদের মর্তের লোক। তার পরিচয় তিনি আমাদেরই লোক।

৩| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আশাই জীবন। আশাই জীবনের শ্রী

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: উল্লেখ্য তিনি কবিতাটির প্রশংসা করেছিলেন।

দারুন বলেছেন।

ছোট্ট জীবনের আশা
ছোট্ট নায়ে নদীর বুকে থেকে থেকে ভাসা

৪| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

সাহসী সন্তান বলেছেন: পনি আপারে অনেক মিস করি! নিঃসন্দেহে তিনি একজন দ্বায়িত্বশীল ব্লগারের উজ্জল দৃষ্টান্ত। তবে বহুদিন উনাকে ব্লগে দেখি না। হয়তো ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসতে পারতেছেন না... :(

কিন্তু তারপরেও অনুরোধ রইলো, শত ব্যস্ততার মাঝেও যেন মাঝেমাঝে এসে উনার পরিবারের লোকদের সাথে দেখা করে যান!

আপনাকে ধন্যবাদ উনাকে নিয়ে পোস্ট করার জন্য! কবিতা ভাল হইছে! শুভ কামনা জানবেন!

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

কয়েকজন ব্লগারকে খুব মিস করি। ব্লগার কান্ডারী অথর্ব, মামুনুর রশিদ ভাই , একজন আরমান. শিপু ভাই, ঘড্ডির পাইলট প্রমুখ ।

৫| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯

মিথী_মারজান বলেছেন: আরজু পনি আপু আমারো খুব পছন্দের ব্লগার।
এবং পনি আপু সত্যিই অনেক কিউট!
খুব করে চাই আপু ব্লগে নিয়মিত হোক।
কবিতা সুন্দর হয়েছে।
আর যেটা বললেন, আপনি নিম্নমানের কবি এই কথাটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।:)

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আমিও কম কিউট না। শুধু কবিত লেখার জন্য প্রেরণা দিতেন না। আমাকে ভালো লাগত বলেই আমাকে সাপোর্ট দিতেন ।

আল্লাহ তার অনেক মঙ্গল করুক ।

৬| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগের প্রথম দিকে ওনার পোস্ট মাঝে মাঝে দেখতাম ।

এখন পুরাই হাওয়া।

দুজনার জন্য শুভকামনা।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এখন তিনি আসেন না। অভিমানও তার কিছুটা ছিল। তিনি চাইতেন তার পোস্ট যেন নির্বাচিত তে না থাকে। এমন কি প্রথম পাতায়ও নয় । :(

মানুষ তার ভালোবাসায় জায়গাটি কখনো ছাড়েন না। #:-S বা ছাড়তে চান না।

অবশ্য ব্যতিক্রমও থাকতে পারে।

৭| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: আমিও কম কিউট না।

- সেলিম ভাই সুপারিশের দরকার লাগলে বলবেন! আমি আছি আপনার জন্য! ইয়ে মানে আমি জানি আপনি কিউটের ডিব্বা... ;)

=p~ =p~ =p~

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: না আমি কিউটের ডিব্বার আব্বা। মানে সালমানের আব্বা । ;) মুখে দাড়ি নিয়ে এই অবস্থা না রাখেলে বুঝতেন। B-)

আমার আবার পরীক্ষা দেয়া লাগে। #:-S

৮| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

সিগন্যাস বলেছেন: আরজু পনিকে চিনি না । আপনি কেমন আছেন?

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: আরজুপনি আপু নাম করা ব্লগারদের একজন। প্রফেশনে একজন সম্মানিত শিক্ষক।
আমি খুব ভালো। আল্লাহ খুব ভালো রেখেছেন।

৯| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

সূচরিতা সেন বলেছেন: সুন্দর লেখেছেন।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আরজুনি যেমন তার চেয়ে কমই লিখেছি ।

১০| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আরজুপনি আপুর প্রতি একই আবেদন- ফিরে আসুন!
আপনাকে সবাই মিস করছি।

নিবেদন কাব্যে +++

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। আপনি একজন অনেক সিনিয়র ব্লগার। আপনার কমেন্ট আরজুপনির কর্ণকুহরে প্রবেশ করবে বলে আমার বিশ্বাস। তিনি আহবানে সারা না দিয়ে পারবেন না ।

১১| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: হারিয়ে যাওয়া সমস্ত ভালো ব্লগারদের ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১২

সেলিম আনোয়ার বলেছেন: তারা আসলে আর নতুনরা লিখতে থাকলে দারুন রমরমা ব্লগ হবে ।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আরজু পনির আসল গুণ
তিনি সবার আপন জন।

সবাইকে তুমি বলে সম্বোধন না করলেও অহংকারের চূড়ার বাস করেন না ।

১২| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৭

লাবণ্য ২ বলেছেন: আপুকে চিনি না।তবে কবিতা সুন্দর হয়েছে।চমৎকার সব কবিতা লিখে ও কেউ ক্যামনে নিজেরে নিম্নমানের কবি হিসাবে দাবি করে।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। একটু সংশোধন করে দিলাম। নিম্নমানের কবি আর দাবী করছি না।

১৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৫২

ওমেরা বলেছেন: কবিতা খানা ভালই হয়েছে ।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৩:০৬

রাকু হাসান বলেছেন: ফিরে আসুক ,আমিও ভাল লেখা পড়তে পারবো

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই । তার ব্লগ পড়ে এখনো শিখতে পারবেন। :)

১৫| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওনার তুলনা হয়না।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: তিনি অনন্য ব্যক্তিত্বের অধিকারী ।অতুলনিয়া । :)

১৬| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৮

আরজু পনি বলেছেন: গতকাল সকালে চেষ্টা করেছিলাম মন্তব্য করতে। তখন আবেগ ছিল।
অনেক চেষ্টা করেও মন্তব্য করতে পারিনি।
এখন আর সেই আবেগাক্রান্ত মন্তব্য আসছে না।
শুধু বলবো...কৃতজ্ঞতা রইলো, সেলিম।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার আবেগ সুপ্ত থেকে গেল। তাই জানা হলো না। সব কিছু কি আর প্রকাশ হয়।

যতটুকু কমেন্ট করেছেন সেটাই আবেগ ভরে সানন্দে গ্রহণ করা হলো।

আপনি কমেন্ট করাতে এই কবিতার স্বার্থকতা অনেক খানি বেড়ে গেল।
আপনি ব্লগারদের মনে দেশের মানুষের মনে আশা জাগাবেন
আর নিজেও ভালো থাকবেন এই কামনা থাকলো ।

১৭| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬

সৈকত জোহা বলেছেন: তার অবদমিত অভিমান বইটি পড়েছি । ভাল লেগেছে। তাকে দূর থেকে দেখার ইচ্ছে আছে।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ইচ্ছা পূরণ হোক । আরজু নাছরিন পনি অমায়িক মানুষ । সাক্ষাতে বুঝতে পারবেন।

আমার অকৃত্রিম বন্ধুদের একজন তিনি। প্রয়োজনের সময় ঠিকই পাশে পেয়েছি। তারা পোস্ট গুলো পড়লে উপকৃত হবেন।

আপনার জন্য শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.