নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিতার চাদরে ঘুমিয়েছি কতরাত
কবিতার সুধা নিত্য করেছি যে পান
চলার পথে কবিতা নিয়ে
সদা উন্মত্ত এ হৃদয়
চুম্বনে সিক্ত করেছি মম তৃষিতো অধরখান—
কতো যে ছলনা অমূলক রটনা
কৈফিয়ত দিতে দিতে গেছে কেটে
সুদীর্ঘরাত।
মনে মনে ভেবেছি ভালোবাসা ফুল নয়
কেবলই কাঁটার আঘাত।
তবু ভালোবেসে গেছি
মনে মনে সুখের সমাপন ভেবে গেছি
পাহাড়সম ব্যথা বুকে নিয়ে ভালোবাসার ঘর এঁকে গেছি।
এখন কেবল মনে হয় ভালোবাসা ভালো নয়
ভালোবাসা কেবলই বেদনাময়; ভালোবাসা মিথ্যে আশা
কবিতাতো কোন মানবী নয়।
এখন ভাবি কবিতা একটা স্থূল দেহ কেবল
সেখানে পাশবিকতা নিয়ে হিংস্র উল্লাসে প্রতিনিয়ত
মেতে ওঠে কোন এক হায়েনা।
আমার কবিতা পায়না ঠিকানা
এভাবেই দিনে দিনে কবিতার মরে যেতে হয়
কবিতার হয় শেষ ।
কবিতা মনে মনে স্বপ্নজাল বুনে
প্রেমিকের লাশ খোবলে খেয়ে
হিংস্র হায়েনা হয়ে ওঠে
স্বপ্রজাতি ছাড়া কি আর হয় —প্রণয়?
কবিতা আর কিছু নয় কিছুটা পাথর সময়
মিথ্যে অহংকারে এভাবেই কবিতার পতন হয়।
সে বুঝেনা কি হারালো
ভালোবাসার মানে কী দাঁড়ালো!
পথের ধূলির কবিতা কবিতা কি করে হয়?
সেতো এক অবজ্ঞার আবর্জনা স্তূপ
তাকে ঘৃণার আস্তাকুঁড়ে ফেলে
আত্নার প্রশান্তি মেলে
কবিতো কীট পতঙ্গ কেবলই— কবিতো মানব নয় ।
উৎসর্গঃ আমার কবিতা সে পাঠ এবং কমেন্ট না করার অনুরোধ করা হলো ।
১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ নিয়েই লিখলাম কবিতা ।
২| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
নীলপরি বলেছেন: আপনার নির্দেশ অমান্য করেই মন্তব্য করছি ।
মর্মস্পর্শী কবিতা ।
আপনার মতো একই পথের পথিক অনেকেই আছেন । আমি তো আছি ।
শুভকামনা
১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠ করে ক্রন্দন করা নিষেধ। আপনি আবার তাহা করেন নি তো ???
৩| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
লাবণ্য ২ বলেছেন: অসাধারন কাব্য!
১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরী লিখতে বললো তাই লিখতে হলো। অসাধারণ হয় নি বোধ নয় । তাহলে তো নির্বাচিত হতো?
আপনি বলছেন তাতেই আমি খুশি। আল্লাহ আপনার মঙ্গল করুক ।
৪| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
সিগন্যাস বলেছেন: কবিতা লেখা কঠিন কাজ । আমি অনেক চেষ্টা করেও দুলাইন লিখতে পারিনা
১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা খুব খারাপ জিনিস না লিখাই ভালো ।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৫| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
কথার ফুলঝুরি! বলেছেন: বরাবরের মত চমৎকার। কয়েকটা লাইন খুব বেশী ভালো লেগেছে। কিন্তু উৎসর্গ টা এমন কেন
১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: এর চেয়ে ভালো উৎসর্গ করতে পারি নি । তাই এমন হলো ।
উৎসর্গটা কেমন হতে পারতো বলে আপনি মনে করেন?
৬| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
নীলপরি বলেছেন: কিছু নদী অন্তঃসলিলার মতো বয়ে যায় কবি ।
১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: যাইহোক কি যে করি ।তিনি হায়েনার অট্টহাসি অট্টহাসলেই হলো ।
আবার কাঁদেন নাই তো ।
৭| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
স্রাঞ্জি সে বলেছেন: বেশ চমৎকার কাব্য।
একেবারে প্রাণবন্ত ।
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪
জুন বলেছেন: সেলিম আনোয়ার ইদানীং আপনার কবিতাগুলো অপরূপ হয়ে উঠছে ।
বিরহ না হলে নাকি কবিতা হয় না । এটা কি সত্যি ??
+
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি কি না আমি জানিনা। বিরহের কবিতা শ্রেষ্ঠ কবিতা। বিরহের গান শ্রেষ্ঠ গান। অন্যের সুখ কয়জনার লাগে ভালো।
অপরের বিরহ মনে প্রশান্তির পরশ বুলিয়ে দেয় ।
৯| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৪
ওমেরা বলেছেন: আচ্ছা ভাইয়া আপনার মন খারাপ কি এখনো আছে ? সালমানবাবু কেমন আছে ?
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সালমান আছে পাটগ্রামে। আশা করি ভালো আছে। আমি ভাল নাই ।
১০| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
দিগন্তহীন বিরহ?
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা
সীমাহীন বিরহ । কবিতা হলে এমন হবে ।
১১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবি মুখে কী কোনদিন হাসি ফুঠবে?
কবিতা ভলো হয়েছে+++
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ তায়ালা জানে ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
১২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা আমার কাছে কঠিন মনে হয়। আমি আশা রাখি, আমি একদিন কবি হবো।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার আশা পূর্ণতা লাভ করুক।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯
সুমন কর বলেছেন: আর কতো সে'কে/তাকে'কে নিয়ে কবিতা লিখবেন?? সালমানও বড় হয়ে গেল.....
তবে কবিতা ভালো হয়েছে। +।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো হলেই হলো।
সালমান বড় হয়েছে
আমীর এখনো তো হয় নাই।
আমীরের মা থাকে যে কোথায় ।
১৪| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
মন কাঁদানো কবিতা! বরফ গললেই নদী হবে কবি! ধৈর্য ধরুন!
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । আপনার জন্য ।
১৫| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দুঃখ নিয়েই লিখলাম কবিতা ।
ধন্যবাদ।
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আবারো কমেন্টে ।
১৬| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪
অচেনা হৃদি বলেছেন: কবিতার প্রতি কবির মায়া দেখে হৃদি মুগ্ধ!
এই কবিতার শিরোনামটাই অন্যরকম! কেমন যেন একটা অভিমাম লুকিয়ে আছে। +++
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা কি তারপরও বুঝবে না। কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: অপূর্ব পংতিমালা।