নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিতা কী যেনো লিখি

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬


কবিতা কী যে লিখি —চোখে
কেবল মেঘ বৃষ্টি আলো দেখি;
এই লাগে ঠান্ডা এই ভ্যাবসা গরম
তারছেড়া বর্ষার যেন নেই কোন শরম।

করজুড়ে মিনতি করি
মুষলধারে বৃষ্টি দেনা
আমার প্রিয়ার মনে ঢেলে দে কামনা
একেলা অধীর হয়ে আছি হেথা
প্রিয়া মোরে ডাকবে কখন লক্ষীসোনা।

ভালোবাসার পরশ মেখে
ভিজিয়ে দে মোর দেহখানা ।

রঙধনুর সাতরঙা সব স্বপ্ন এঁকে
মনময়ূরী নেচে উঠুক মনের সুখে
হাসি ফুটুক প্রিয়ার ঐ গোমরা মুখে
বাদলমুখর নবধারা কাব্য লিখে

মুখগম্ভীর ভ্যাবসাগরম মেঘলা বেলা
বৃষ্টির নূপুর পায়ে পড়ে বর্ষারে তুই
রিমঝিম ঝিম কর রে খেলা ।

কবিতা কী যেনো লিখি!
মুগ্ধ দুই নয়নেতে—মেঘবৃষ্টি আলো দেখি।

মন্তব্য ৪৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: মধু মধু।
অসাধারন লেখনী।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: মনের দুঃখ মনে রইলো গো.............

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

২| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাই সেলিম আনোয়ার।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতায় সেতার বাজে
মেঘে মেঘে বেলা সাঝে
দুঃখ আমার বুকে বাধে
কবিতার বিষের সাধে !!!

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন ।

এই যা আবার ভীষণ রোদ। দিনটাই কেমন জানি
ভ্যাপসা গরমে জানে নাই পানি ।

৪| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা ।।
ভালো লাগলো কবির ভালোবাসার কাব্য চয়ন।।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগলেই স্বার্থকতা ।

৫| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২১

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

বিদ্যুৎ বলেছেন: অনিন্দ্য কাব্য। কবিকে অভিবাদন জানাই।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অভিবাদন সুন্দর কমেন্ট এবং পাঠে । ভাল থাকবেন সবসময় ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০

এ.এস বাশার বলেছেন: কবিতা মাদকতায় পরিপূর্ণ ।

কবিতা কি যেন লিখি!
মুগ্ধ দুই নয়নেতে-----মেঘবৃষ্টি আলো দেখি।
অসাধারণ.......

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: বেদনার এক পেয়ালা পিয়ে
সাধনা আমার কাব্য নিয়ে

কি যে লিখি কেনো লিখি
বিরহের দুচোখ আমার
কায়দা করে লুকিয়ে রাখি।


কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।ভালো থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

৮| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতার বিষয়বস্তু, মনন, গঠন ইত্যাদি যেন এক লেভেলে এসে থমকে গেছে; গতির দরকার, নতুন লেভেলে যেতে হবে!

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।


আসুক নতুন শক্তি
মিলে যদি তাতে মুক্তি
তা ছাড়া আর নাহি উপায়
এক লেভেলে জীবন গেল
প্রিয়াতো মোর হলনা সহায় ।

৯| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

কাইকর বলেছেন: বরাবরের মতো এই কবিতা টাও ভাল লাগলো ।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। ভাল থাকবেনসবসময় এই শুভকামনা থাকলো ।

১০| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: দারুন। হয়েছে দেখলাম ;)

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টেেএবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

কাওসার চৌধুরী বলেছেন: কবি যা লেখেন তাই কবিতা। তাঁর ভাবনাটা কলমের কালির বদৌলতে উঠে আসে।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১২| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৪

সুমন কর বলেছেন: আহা, মিষ্টি কবিতা। ভালো লাগল।
+।

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার । কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো।

১৩| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার প্রেমেজর্জর কাব্যে খুব ভাল লাগা!

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার প্রেমেজর্জর কাব্যে খুব ভাল লাগা!

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৪

চঞ্চল হরিণী বলেছেন: আপনার কবিতা পড়ে মনে হয় আপনি ভালোবাসার রসেই ভিজে থাকেন সবসময় :> । আমারও ভাল্লাগে ভিজে থাকতে ;)

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসায় ভিজতে
কার না লাগে ভালো
ভালোবাসাই আঁধার পৃথিবীতে
দানে কেবল আলো।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

১৬| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:২৮

কুঁড়ের_বাদশা বলেছেন:

কবির কী নায়িকার দর্শণ এই জন্মে পাওয়ার সম্ভবণা আছে, না খালি কবিতা লিখে জীবন যাবে? ;) :P :)

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কপালে থাকলে ঠেকায় কে?

কবিতা লেখাই হলো সার
থেকে থেকে ব্যথাগুলো
করে তিরস্কার।

কোথায় থাকে মোর সখি
কাছে ডেকে ডেকে নিত্য হয়রান
মনে মনে প্রশ্ন করি
ভাবখানা তার এ কী?

১৭| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মনের দুঃখ মনে রইলো গো.............
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

বাংলার ৪(চার) আর ইংরেজি 8(আট)
জানতো কে বাঁধাবে
মহা বিভ্রাট!!

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: হয়ে গেছে বিভ্রাট
তারে কিভাবে শুধাই
ভুল গুলো ফুল হয়ে
মালা গেঁথে লাগুক তার গলায়।

১৮| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারন উপলদ্ধি।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৯| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! এতো শুধু কবিতা নয়, বর্ষার আগমনীতে কবির মনে কেকাধ্বনি বেজে উঠেছে। মুগ্ধতা রেখে গেলাম। ++

শুভকামনা জানবেন ।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সেই মনময়ূরী কোথায় থাকে
কোন সে সমুদ্দর
ভালোবেসে তারে কেবল
জীবতরী এসেছে এতদূর।

সে কী বুঝেনা ভালোবাসার জ্বালা।
তবু কেন তার এমন নিঠুর খেলা।
প্রাণে সহেনা মোর ভীষণ যন্ত্রণা।

২০| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

তারেক ফাহিম বলেছেন: চমৎকার।

কবিতা পাঠে ভালোলাগা।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে এবং কমেন্টে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।

২১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৩

এম এ কাশেম বলেছেন: কবিতার মত কবিতা - মুগ্ধপাঠ।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

২২| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

নীলসাধু বলেছেন: ভালো লেগেছে কবিতা।
শুভেচ্ছা জানবেন :)

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

২৩| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:০০

জাহিদ অনিক বলেছেন: বাহ !
কবিতায় কি যেন লিখি !

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.