নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিতা অপরাজিতাজনতার প্রিজমে

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

কবিতা অপরাজিতা



কাঠফাটা রোদেও অবশেষে বৃষ্টি নামিলো
কবিতার আহবানে যেন প্রকৃতি সাড়া দানিলো।

প্রিয়তমা তুমি কী দেখনি ভালোবাসার বৃষ্টি ?
এর চেয়ে ঢের মধুর পারে কী হতে কোন দৃষ্টি?

তাই বলি অহংবোধের আভরণ খুলে ফেল
তোমার ঐ দেহ থেকে—
এখনি মুক্ত হও পার্থিব সব ম্যুহ থেকে।

জীবনটা যেন ক্ষুদ্র এক জলবিন্দু পদ্মপাতার বুকে
টলোমলো করিতেছে কখন যে যায় তা ফুরিয়ে।

বুকের বাঁপাশটায় ঢিব ঢিব করে জ্বলে ভালোবাসার বাতি
তুমিহীনা মৃত যেন তা— শত সাধনার নিরব সমাধি।

জানি না কেন যে তোমাকে চাই
তবু তোমাকে কবিতায় বলে যাই

তুমিহীনা পৃথিবীতে বেঁচে থাকাই যেন দায়
যদিও তুমি নাই নয়নের সমুখে
তবু কীভাবে যে গড়ো বসত—আমার এই অবলা বুকে।

কাছে এসে দেখে যাও—সতত মোরে ভালোবেসে যাও।

এই নাও লাল গোলাপ—এই নাও শাদা রজনীগন্ধা
ভালবাসা মোর বুকে নিয়ে কাটাও ওগো প্রতিটি সন্ধ্যা।



জনতার প্রিজমে

আদালত প্রাঙ্গণ হয়ে গেল রণাঙ্গন
মানবাতার লংঘনে লাগিলো সেথা—গনগনে আগুন।
একখানি লড়াকু কলম
স্বৈরাচারের বিরুদ্ধে আছে সতত সোচ্চার
এই ছিল মূলত দোষতার
সঙ্গে তার করা কিছু ভুল ডালপালা ছড়ালো
ব্লগার হত্যার উষ্কানী সেই নাকি দিয়েছিলো।
অবশেষে তাকে এসে ছাত্রলীগ বল্লম আর
পাথরের বৃষ্টিতে —রক্তাক্ত করে দিলো।
কেহ একে বলে দিলো
ব্লগার হত্যার উষ্কানী দাতার
থোতা মুখ ভোঁতা হলো।
কেহ বলে আইনের অপলাপ
আদালত অবমাননার চূড়ান্ত একধাপ।

আদতে স্বৈরাচার অবলীলায় দিলো দেখিয়ে।
পুলিশ নির্বিকার চিত্তে দেখলো দাঁড়িয়ে
বিবেকের ঝান্ডা গেল কোথা হারিয়ে!

যার ফলে রক্তের বৃষ্টি ঝরিলো বাংলার আঙিনায়
এখন আর এখানে মানবতার—লেশমাত্র বাকী নাই।

যে যাহাই ভাবুক —ভিন্নমত থাকতেই পারে
ত্রিমাত্রিক প্রিজমে কতকিছু ধরা পড়ে ।
আমরা মুক্তমনা দাবী মোদের ন্যায় বিচারের
ঘটনার প্রেক্ষিতে উপসংহার হতে পারে একটাই
এই সব জালিমের —এইবার শেষ চাই ।
ওরা নহে কোন মানবের সন্তান
বীর জনতা জাগো হে এইবার দানো গো মুক্তির শ্লোগান।

নিনাদে প্রকম্পিত হোক সারা বিশ্ব
স্বৈরাচারের ক্ষমতার উৎস হয়ে যাক নিঃস্ব।
নব্য রাজাকার রাজাকারী আর করিস না
রাজাকারী করিলে পিঠের চামড়া থাকবেনা।
স্বৈরাচার নব্য রাজাকার এখনই বাংলা ছাড়।

মন্তব্য ৩৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:
কবি সাহেব কেমন আছেন???
কবিতা দুটো এখনো পড়েনি, পড়ব। তার আগে বলুনতো এতদিন কয় ছিলেন।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহর অশেষ রহমতে ভাল আছি। আপনি কেমন আছেন সুপ্রিয় ব্লগার।

কয়দিন লুকিয়ে ছিলাম। মানুষের থেকে।সবার থেকে। আবারো লুকোবো আর ফিরবো না । :(

২| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো। চমৎকার ছবি।

৩| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫

স্রাঞ্জি সে বলেছেন: পথরের বৃষ্টিতে- রক্তাক্ত করে দিল এটা মনে হয় পাথর হবে।

কবিতা দুটো মন্দ লাগেনি। +++

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: মন্দ লাগেনি তাতেই আমি খুশি। কোন একদিন ভাললাগার কবিতা লিখে ফেলবো ।

৪| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: দুটো ভিন্ন স্বাদের কবিতা । ভালো লাগলো । ++

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ও ১ম ভালোলাগায় অনেক ধন্যবাদ নীলপরি।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সনেট কবি বলেছেন: কবিতা বেশ ভাল হয়েছে।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

৬| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

বলেছেন: ১) চমৎকার কবিতার স্বাদ পেলাম।

২) অভিবাদন সাহসীকতাপূর্ণ লেখার জন্য ।
সাবাস!!! এ রকম সৎ কথা বলার মত সৎ সাহস সবার থাকা উচিৎ ।।
সভ্য সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাদের ভন্ডামি আর প্রতারণার স্বরুপটা কতটা নির্লজ্জ।
হে মহান, তোমাকে জানাই সংগ্রামী ‌‌‌‌ ‘কুর্ণিশ’

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ল বলেছেন: ১) চমৎকার কবিতার স্বাদ পেলাম।

ধন্যবাদ। চমৎকার কমেন্টে।
কবিতা এমনই হওয়া উচিৎ। বৃষ্টিতে ভিজতে দেখে দূর থেকে দেখলে কি ভাল কিছু হয়? কাছে এসে বৃষ্টিতে ভিজে তবেই ভাল বাসতে হয় ।

২) অভিবাদন সাহসীকতাপূর্ণ লেখার জন্য ।
সাবাস!!! এ রকম সৎ কথা বলার মত সৎ সাহস সবার থাকা উচিৎ ।।
সভ্য সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাদের ভন্ডামি আর প্রতারণার স্বরুপটা কতটা নির্লজ্জ।
হে মহান, তোমাকে জানাই সংগ্রামী ‌‌‌‌ ‘কুর্ণিশ’

পরাজয়ে ডরে না বীর।
বিপ্লবে আগুয়ান হয়েছেন যে শির,
বীরজনতা তাহারে করো হে কুর্নিশ ।
সেই তো ধ্রুবতারা আধাঁরের আকাশে
সেই পারে দেখাতে আলোকিত অব্যর্থ পথ
যুগে যুগে সাহসীরা হয়েছেন বরণীয়
চেতনার ধ্বজা ধরে
আগুনের পরশমণি তারা মৃত ধরণীতে
সিংহাসন দেয়নি সম্মান কোন প্রবঞ্চকের ললাটে
যুগে যুগে সম্মান জুটেছেগো বিপ্লবে রাজপথে
মেন্দেলা জীবনভর থেকেছেন কারাগারে
সম্মান তার কমেনি কোন— দিনে দিনে গিয়েছে বেড়ে।
বীরভোগ্যা বসুন্ধরা আর রূপসী রমণী

বীরজনতা শুনরে বাঁশি
মনে কী আছে তোর ক্ষুধেরামের ফাঁসি
আর সাহসী বীর সূর্যসেন।
মহান একাত্তরের বীর বাঙালি—
আর সুকান্তের কথা আছে কী মনে?
মুক্তিকামী মানুষের মনে।

ঐ যে দেখ বিদ্রোহী কবি কাজী নজরুল
বিদ্যোহ আর সাম্যের গান গেয়ে বাংলার বুলবুল।
নতুন এক রবি বাংলা আকাশে ঠিকই উঠিলো
কলম তাঁর অব্যর্থ তলোয়ার
তলোয়ারের গর্জনে তার পৃথিবীটা কাঁপিলো।

আবারো তোমরা হওরে উত্তাল
স্বৈরাচারের মসনদে প্রলয়নাচনে
করো হে লয় —সকল জঞ্জাল।

কালবৈশাখি ঝড়ের মতো।
করো হে ক্ষত বিক্ষত
স্বৈরাচারের বিছানো ষড়যন্ত্রের সকল জাল।

ল কেমন হলো এবারের কবিতা???

৭| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়কবিভাই,

চমৎকার কবিতাদুটিকে এক কথায় বলবো, কবির মনে আজ রক্তের দাগ। ++

শুভকামনা জানবেন ।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: পরাজয়ে ডরে না বীর।
বিপ্লবে আগুয়ান হয়েছেন যে শির,
বীরজনতা তাহারে করো হে কুর্নিশ ।
সেই তো ধ্রুবতারা আধাঁরের আকাশে
সেই পারে দেখাতে আলোকিত অব্যর্থ পথ
যুগে যুগে সাহসীরা হয়েছেন বরণীয়
চেতনার ধ্বজা ধরে
আগুনের পরশমণি তারা মৃত ধরণীতে
সিংহাসন দেয়নি সম্মান কোন প্রবঞ্চকের ললাটে
যুগে যুগে সম্মান জুটেছেগো বিপ্লবে রাজপথে
মেন্দেলা জীবনভর থেকেছেন কারাগারে
সম্মান তার কমেনি কোন— দিনে দিনে গিয়েছে বেড়ে।
বীরভোগ্যা বসুন্ধরা আর রূপসী রমণী

বীরজনতা শুনরে বাঁশি
মনে কী আছে তোর ক্ষুধেরামের ফাঁসি
আর সাহসী বীর সূর্যসেন।
মহান একাত্তরের বীর বাঙালি—
আর সুকান্তের কথা আছে কী মনে?
মুক্তিকামী মানুষের মনে।

ঐ যে দেখ বিদ্রোহী কবি কাজী নজরুল
বিদ্রোহ আর সাম্যের গান গেয়ে বাংলার বুলবুল।
নতুন এক রবি বাংলা আকাশে ঠিকই উঠিলো
কলম তাঁর অব্যর্থ তলোয়ার
তলোয়ারের গর্জনে তার পৃথিবীটা কাঁপিলো।

আবারো তোমরা হওরে উত্তাল
স্বৈরাচারের মসনদে প্রলয়নাচনে
করো হে লয় —সকল জঞ্জাল।

কালবৈশাখি ঝড়ের মতো।
করো হে ক্ষত বিক্ষত
স্বৈরাচারের বিছানো ষড়যন্ত্রের সকল জাল।

সুপ্রিয় ব্লগার রক্তের দাগ এখানেও আছে #:-S

৮| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: দু'টা কবিতাই খুব সুন্দর হয়েছে।
ভাষা সুন্দর। প্রানবন্ত।
আচ্ছা, এলিজি এবং মৃত্যু এলিজি শব্দটার মানে কী জানেন?


আজ আমিও একটা কবিতা লিখেছি।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: দুটো একি অর্থ বহন করে। খ্রিস্টানদের মৃত্যু কে কেন্দ্র করে শোকগাঁথা সেটা এলিজি বা মৃত্যু এলিজি।


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৯| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৬

কাওসার চৌধুরী বলেছেন:
পাশাপাশি দুজনা বসে-
চোখে চোখে কত কথা আজ নীরবে।
কত রাত নির্ঘুমতার পরে-
কত অলস দুপুরে ঝলসে যাবার পরে,
আজ কাছাকাছি দুজনায়-
এই মেঘলা বেলার শেষে।
ঝুমু বৃষ্টি যেন আজ আর না থামে,
একটু মেঘের ভেলা আসবে কাছে?

কবিতা দু'টিতে ভাল লাগা+B-)

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন। :)

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

১০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০৩

এখওয়ানআখী বলেছেন: কবিতার বিষয়বস্তু ভাল লাগল। সাধুভাষায় লেখা কবিতা পড়তে বেশ মজা লাগল।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
ওটা আসলে সাধু নয়। কবিতার ভাষা।কবিতায় সাধু ভাষর আংশিক প্রয়োগ দোষের নয় ।

১১| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

মোহাম্মদ আনোয়ার বলেছেন: অনেক দিন পর ব্লগে আসলাম। আপনার কথা কেন জানি মনে পড়ে। বোধহয় ব্লগে সবচেয়ে সভ্য ব্লগারদের মধ্যে আপনি অন্যতম।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর ব্লগে সুস্বাগতম।

ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময়।
এই কামনা থাকলো।

আপনি হয়তো অনেক সভ্য তাই আমাকেও তেমন মনে হয়েছে। এটা আপনার বদান্যতা ।

১২| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

অচেনা হৃদি বলেছেন: দুটো কবিতাই ভালো লেগেছে।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আমাকে কেমন লাগে??? :)

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

ভাল থাকবেন সবসময়। এই শুভকামনা থাকলো ।

১৩| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: বস্
ভালোবাসার কবিতার সাথে দেশের ক্রান্তিকালের রক্তাত্ব কবিতা ! মন খারাপ কেনো ? এটা তো নতুন না এই দেশে, এই দেশে সম্ভবত অনেক রক্তের প্রয়োজন আর তা মিটাচ্ছে কেউ না কেউ !!! !!!

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: মন ভালো থাকা অনেক কঠিন। দেশের পরিস্থিতি ভয়াবহ। মানুষের অধিকার নেই। দেশে গণতন্ত্র নেই, কয়লা চুরি সোনা চুরি, সব কিছু চুড়ি। সব কিছু থামানো গেলেও নির্বাচনে কালো টাকার দৌরাত্ন কে থামাবে?

১৪| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

সামিয়া বলেছেন: ভালো লাগলো

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৫| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

অচেনা হৃদি বলেছেন: আপনাকে হুমায়ুন ফরিদীর মত লাগে!
=p~

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন।

প্রয়াত ফরীদি এই নিকের মাধ্যমে জীবন্ত থাকবে সেটাই কামনা করি ।

ভাল কিছু কবিতা লিখতে পারলে আর কয়েকটা গল্প লিখতে পারলে নিকের যথার্থতা প্রমান করা যাবে।

আমিতো অভিনয় করি না।কবিতা লিখি।

আপনার তো চেহারা দেখা যায় না। !:#P

১৬| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

প্রথম কবিতায় অশেষ ভাললাগা!

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

ওমেরা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।
ভাইয়া আপনার মন খারাপ কি এখনো ভাল হয়নি ?

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: এখন একটু হলো । :)
আপনার কমেন্টের পর মনটা বোধ হয় ভালই হলো।

কেন হলো??? :P

১৮| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ওমেরা বলেছেন: ভাইয়া সালমানবাবু ,ভাবী এখনো ফিরে নি ? না ফিরে থাকলে আপনি যান ওদের নিয়ে আসেন তাহলেই সব ভাল লাগবে আপনার ।

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সালমান বাবু তো একা আমার সঙ্গে থাকতে পারবে না। বয়স মোটে দেড় বছর। ভাবী বোধ হয় আর আসবেনা। অভিমান করে চলে গেছে। আমাকে কাছে না পেয়ে সালমানের অবস্থা ভাল নয়। ওকে বাদশাহ মনে হলো না। মনে হলো খাচায় বন্দী একজন। আমাকে না পেয়ে তার খাওয়া দাওয়া অনিয়মিত হয়ে গেছে। আমার কোল থেকে কারো কাছে যেতে চায়না। ওখানে আবার বিদ্যুৎ থাকে না।ভ্যাবসা গরমে আমার সালমান অনেক কষ্টে আছে । :(

১৯| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কুঁড়ের_বাদশা বলেছেন: ভালো লিখেছেন !!!!!

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ কুঁড়ের_বাদশা ।

আপনার জন্য নিরন্তর শুভকামনা ।

২০| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:





কবিতা দু'টো ভাল লেগেছে। ভালবাসা প্রেম এবং অরাজকতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.