নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এখন আর সম্ভব নয় হে, কবিতা

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৬


এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত
কবিতা কেবল আমারি হতো।
আর কেউ পারতো না লিখতে এক বর্ণও কোনো।

আমার অগ্রজরা লিখতেন----
আমার কবিতার জন্মের আগে ,
কবিতার চর্চা অন্যরাও করেছেন কবিতার যৌবনের প্রারম্ভাগে।
আমার কবিতা লেখার আগে,
এখন আর সম্ভব নয় হে, কবিতা
মুখে যতই বলো- চোখে যতই দাও ধূলো
কোন স্পেস নেই- ভরে গেছে সবিতা
যৌবনের অনুরাগে।

এতটুকু পারোগো বলিতে
পড়ে গেছি পড়ে গেছি ভালবাসার অতল গহবরে
ডুবে গেছি অবশেষে মরে গেছি যমুনার অতল জলে
পড়িবোনা পড়িবোনা বলে
পড়ে গেছি জীবনের আর সব লেনেদেন দ্বিধা ঝেড়ে ফেলে।

নিজেকে সঁপেছি সাদা কাগজের মতো
লিখে দাও প্রিয়তম তাতে অনবদ্য পদ্য
যেন এক সদ্য ফোটা পদ্ম,
সতেজ পূত পবিত্র ।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

২| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

সামিয়া বলেছেন: বাহ চমৎকার প্রেমিক মনের প্রকাশ।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০১

অর্থনীতিবিদ বলেছেন: কবিতা নিয়ে সুন্দর একটি কবিতা। কবিতায় ভালোলাগা রইলো।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! এমন এক সতেজ পূত পবিত্র পদ্মের জন্য না হয় যমুনায় হাবুডুবু খেলাম। অমর হোক প্রেম। ++

সুন্দর লেখনি।

শুভেচ্ছা প্রিয় কবিভাইকে।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৫| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০২

সাদাফ কামরুল হাসান বলেছেন: ভাল কবিতা

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৬| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০২

বাকপ্রবাস বলেছেন: কবিতা লেগে থাক বুকে, ঠোটে গালে সর্বাঙ্গে। সুন্দর........

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

৭| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

বিথী আক্তার বলেছেন: সুন্দর কবিতা

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৮| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



কবির মনের কথাগুলো ফুটে উঠেছে অকপটে। জয় হোক ভাল মানের কবিতার। +++++

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। কবিতা এতো অপসন উল্লেখ করবে কেন? আমার তুল্য কাউকে কে সে জীবনে দেখেছে???

৯| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া, আজ সকালে ব্লগে ঢুকেই যখন আপনার কবিতাটা দেখলাম তখনই ভেবেছিলাম মন্তব্য করবো কিন্তু একটু দেরী হয়ে গেল আসতে।
যাই হোক, ভাইয়া কি জানেন আমি আপনার কবিতার একজন ভক্ত :P সত্যি বলছি ভাইয়া একবিন্দুও মিথ্যা না । আপনার প্রতিটা কবিতা অসম্ভব সুন্দর। প্রেম, আবেগ, ভালোবাসা অনেকের কবিতায়ই আছে কিন্তু আপনার কবিতাগুলো কেন জানি একটু বেশী অন্যরকম ভালো লাগে।
আমি হয়তো প্রতিটা কবিতায় মন্তব্য করিনা কিন্তু আপনার প্রতিটা কবিতা পড়ি, একদম লাইন বাই লাইন। আর মন্তব্য করলেও কি করবো ভেবে পাইনা, কারন সবগুলোই যে ভালো লাগে, তাই একইরকমভাবে খুব ভালো লেগেছে, চমৎকার, মুগ্ধ হলাম এমন মন্তব্বই তো করতে হবে, তখন আবার মনে হবে মন্তব্যগুলো একঘেয়ে কিংবা লেখা না পড়েই মন্তব্য করেছি। তাই বেশীরভাগ কবিতা শুধু মুগ্ধতা নিয়ে পড়ি । আর আজকের মন্তব্বে সব ভালোলাগা মুগ্ধতা একসাথে দিয়ে গেলাম ।

বিঃ দ্রঃ আপনার প্রোফাইল পিক এর ভদ্রলোক কে আমার অসম্ভব ভালো লাগে। আমি তারও বিশাল ভক্ত।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে আবার অনেকদিন বিরতি দিয়ে কমেন্ট করবেন না কি?

১০| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: @ লেখক বলেছেন: তাহলে আবার অনেকদিন বিরতি দিয়ে কমেন্ট করবেন না কি? ----হাহা =p~ আসলে ভাইয়া আমিযে কি মন্তব্য করবো তাইতো বুঝিনা :P যখন কাউকে বা কোনকিছু অনেক বেশী ভালো লাগে তখন যেমন মানুষ সেই ভালোলাগা প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলে আপনার কবিতার ক্ষেত্রে আমারও সেই অবস্থা হয় :P

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: তাই না কি? দারুন খুশি হলাম।

আমি নাকি ব্লগের বিশ্বকবি।

আমার আছে একটা কবিতা। ঢঙ্গে সে যেন ববিতা । :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.