নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবি কহেন

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭



জেগেছে মানুষ— বাংলার মানুষ
কূর্ণিশ করো তারে—ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে
মানুষের বিপ্লবী রক্তে আগুন লেগেছে
বাঁধভাঙা জোয়ারের মতো।
জেগেছে বাংলার মানুষ!!!

সাবধান হুশিয়ার
ছল চাতুরী প্রবঞ্চণা নয় আর।

মানুষেরে আর নহে তির্যক বাক্যবান
জুলুমের প্রতিবাদে মজলুমের চোখে
লেলিহান বহ্নিশিখা আজ ভাস্বর ।

অমোঘ শক্তির উত্থানে
আজ কহিছেন স্বয়ং ঈশ্বর।

এবার থামতে হবে— এবার নামতে হবে
ক্ষমতার মসনদ থেকে—

সময় ঘনিয়ে এসেছে
মহেন্দ্র ক্ষণ আসিতেছে।

কোন পথে যাবে—
কোন পথ দিয়ে নেমে যেতে হবে অথৈ সমুদ্রে
ভেবে নিতে পারো

প্রহসনের বিচার অনেক করেছো
এবার শীঘ্রই তোমাদের বিচার হবে,
বিবেকের ধ্বজা ধরে
কড়ায় গন্ডায় হিসেব চুকোতে হবে।

তোমরা বিচার করতে ভালোবাসো
জনতার কাঠগড়ায় সুপ্রিয় নির্মম বিচার
তোমাদের দরজায় প্রতীক্ষার কড়া নাড়ে।

শুনতে কী পাও ?
বাংলার বাতাসে—বর্ষার মেঘলা আকাশে

ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে
সুনামির মতো ফুঁসলিয়া উঠিতেছে বাংলার মানুষ।

এবার হবে গণ অভ্যুত্থান,
এবার হবে গণতন্ত্রের পুনরুত্থান—
চেতনার ধ্বজা ধরে।










মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ +

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ
যদি তুমি রুখে দাড়াও তবে তুমি বাংলাদেশ।

২| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫

রাকু হাসান বলেছেন: এমন কবিতা কবি আরও আগে দিলে বেশি খুশি হতাম । যাক ,পড়লাম আপনার কবিতা কিন্তু শেষ টায় এসে যে অাশাবাদ ব্যক্ত করেছেন ,সেটা হতে সময় লাগার কথা ,আর বলাও যায় না ,যদি বাঙালি ক্ষেপে যায় ,আন্দোলনের ঢালপালা ছড়ায় অসম্ভব কিছূ না ,কবিরা আশাবাদী হই , এ কবিতাও তা পেলাম । লিখুন ,পড়বো ,মতামত তো জানাতে পারবো

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ দায়িত্ব নিয়েছে। বাংলার মানুষ আবারো মানুষ হয়েছে।

এটাই সূচনা । আর বড়জোড় মাস খানেক । রাস্তায় পুলিশ পেটানো দৃশ্য দেখার অপেক্ষায় থাকেন। কিছু জ্ঞান পাপী বিএনপির বিষোদগার আর আওয়ামীলীগের তোষামদ করে গণঅভ্যুত্থানে বিলম্ব ঘটিয়েছে মাত্র। ফলে মানুষ নিগৃহীত নিপীড়িত অত্যাচারিত। সেই পাপিষ্ঠদের ললাটে দায় অবশ্যই বর্তায়।
এখনো করছে তারা। মানুষ মরছে গুম হচ্ছে লুট হচ্ছে তবু করছে। তারা কলম রাজাকার। :(
এখন মুক্তিযুদ্ধা স্বাধীনতা র ঘোষণা পাঠ কারীকে তারা হেয় করে। যে কলমের স্বাধীনতা দিয়েছিলো যে বঙ্গবন্ধুর সংবাদপত্র উপর অযাচিত হস্তক্ষেপ থেকে মুক্তি দিয়েছিল তাকে হেয় করে। মুক্তিযুদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান।

মাওলানা ভাসানীর মতো মহৎ হৃদয় নেতা ইতিহাসে দূষ্প্রাপ্য । একদিন বাঙালী বুঝবে।

৩| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও কবিতায় প্রথম ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৫| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

বলেছেন: মনে হচ্ছে কিছুই হবে না

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ছাত্র নামাতে যে অবস্থা । জনসাধারণ নামলে পালানোর রাস্তা থাকবে না।
মনে রাখতে হবে। জনসাধারণ তার ভুলের খেসারত দিচ্ছে। একচেটিয়া নৌকাবাজী করে।
এবার ধানের শিষ কে এক চেটিয়া করতে হবে । তাহলে সংবিধানের দুস্ট ক্ষত সারানো যাবে । না হলে গোলাম হয়ে থাকতে হবে ।এবার হাছিনা লীগ ক্ষমতায় আসেলে দেশে ম্যাচাকার হয়ে যাবে ।

৬| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

বলেছেন: বিরোধি দল তো এখন --প্রতিবন্ধী পার্টি

I tremble for my country when I reflect that God is just; that his justice cannot sleep forever.

Thomas Jefferson

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই মানুষ ফুসছে। নাহলে চলমান নিরাপদ সড়ক চাই আন্দোলন এমনটা হতো না। মাঠে মারা যেত। বিপ্লবের গন্ধ পওয়া যাচ্ছে। মানুষ জাগছে। গোলাম থাকবে না এদেশের মানুষ। ফেসবুকও এখন নিয়ন্ত্রিত।

৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০২

বলেছেন: প্রাণনাশের এই মিছিল শেষে
সত্যে ভাসুক এই শহর।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ইতোমধ্যে খুনি লীগ সারাদেশে প্রচার করেছে বিএনপি ক্ষমতায় আসলে শুধু লাশ আর লাশ। বিএনপি কট্ট র নয় আওয়ামীলীগের মতো। বরঞ্চ আওয়ামীলীগ আমার ক্ষমতায় আসলে রক্তের বন্যা বয়ে দিবে। ওদের রুখতে হবে । এদেশের মানুষের নিজে দায়িত্ব কাধে তুলে নিতে হবে। এ সরকারের মতো বেফাস মন্তব্য কোন সরকারের ইতিহাসে নাই । মানুষ বিপ্লবের মাধ্যমে তাদের ক্ষমতা কেড়ে নিয়ে বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে। না হলে এদের দূর্ণীতির বিচার হবে না কোন দিন। তাদের বিচার কেমন হলো তার জবাবদিহিতা হবে না কোন দিন । নিজের দেশে দাশ হয়ে বাস কে করিতে চায় হে কে করিতে চায় ।

৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

বলেছেন: আহ--নিজের দেশে দাশ হয়ে বাস কে করিতে চায় হে কে করিতে চায় ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা মুক্তি চাই। সকল প্রকার অনিয়ম থেকে। সকল প্রকার বৈষম্য থেকে।

আমরা আমাদের পূর্বপুরুষ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ।

৯| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৩:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বল উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'
ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর ।।


০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: বল বীর চির উন্নত মম শির ।

১০| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৮

সোহানী বলেছেন: অসাধারন কবি......। চলুক কলম.....।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: চলছে সুপ্রিয় সোহানী আপু.......

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০

জাহিদ অনিক বলেছেন:

সুন্দর +

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১২| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: দেশের যা অবস্থা এবং যেভাবে প্রতিহিংসার বিষবাষ্প ছড়িয়ে দেয়া হচ্ছে, তাতে নির্দ্বিধায় বলা যায় যে সামনের দিনগুলোতে অবস্থা এর চেয়েও খারাপ বই ভাল হবেনা। বিপ্লবের যে পদধ্বনি আপনি শুনতে পাচ্ছেন তা হয়তো এখনো সুদূরপরাহত, তবে এভাবে চলতে থাকলে আপনার স্বপ্ন নিজেই হাজির হয়ে একদিন দুয়ারে কড়া নাড়তে পারে।
কবিতার আবেগ এবং উচ্ছ্বাস প্রাণোদ্দীপক, বিশেষ করে নির্যাতিতদের কাছে। কবিতায় ভাল লাগা + +

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আজ দেশের আপামর জনসাধারণ নির্যাতিত। কারো দেহ ক্ষতবিক্ষত কারো হৃদয়। এরই মাঝে স্রষ্টা কহিছেন কথা নিরবতায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.