নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মহাখালী থেকে যাত্রা শুরু
শেষ হবে সীমান্তবর্তী এলাকায়
সুদীর্ঘ পথ ক্লান্ত দেহ
তবু আটকাতে পারবে না কেহ আমায়।
আমি বলেছিলাম প্রেমিক হিসেবে
আমার অনুপযুক্ততা সুষ্পষ্ট হলেও
বাবা হিসেবে আমি হবো সবার সেরা
অনিরাপদ সড়ক আমাকে ফেরাতে পারবে না।
অফিসে কাজের প্রচণ্ড ব্যাস্ততা
আমাকে দমাতে পারবে না।
আমি যাবো আমার সন্তানের কাছে
আমার ব্যাকুলতা আকাশ ছুঁয়েছে
আমি যাবো তার কাছে
আমি সহিতে পারি যাতনা পাহাড় সমান
আমি সহিতে পারি না তার যাতনা
তিল পরিমান।
আমি প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবো
তবু এদেশ ওর বাসযোগ্য করে যাবো।
এ আমার দৃপ্ত অঙ্গীকার !!
ওর মাঝেই সুখ খুঁজে বেড়াই
ও হাসলে পৃথিবীর বুকে
আমার চেয়ে সুখী কেহ নাই
ওর চোখের জলে আমি যাই গো মরে।
কতদিন দেখিনা ওকে!
কত সুদীর্ঘ সময় মনে হয় ,
হাটিনা ওর পাশে।
স্রষ্টা তোমার নামে করিলাম যাত্রা শুরু
তওফিক দাও খোদা এই ফরিয়াদ করি
আমি যেন নিরাপদে পৌঁছতে পারি
সন্তানের কাছে।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৬
কাওসার চৌধুরী বলেছেন:
বড়দের দায়িত্ব নতুন প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যাওয়া; এদেশে এটা বড়ই দরকার। নতুন প্রজন্মের জন্য আছে একরাশ হতাশা।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো ।
৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৭
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন কবি।
কবিতায় মুগ্ধতা +++
সব বাবারাই চাই সন্তানের নিরাপদ জীবন।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: মাত্র উত্তরা পৌঁছেছি। হঠাৎ মনে হলো কিছু একটা লিখতে।
সালমান কে নিয়ে ই লিখলাম।
নিরাপদ সড়ক চাই।
৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ফরিয়াদ কবুল হোক! আমীন!
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আমীন । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪০
চাঁদগাজী বলেছেন:
সামান্য রাস্তা, তাও ঠক মতো ম্যানেজ করতে পারে না; পুটিমাছ নদীর রাণী হয়েছে!
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক ঠিক।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: সন্তানের প্রতি প্রতিটা বাবা মায়ের ব্যাকুলতা অপরিসীম।
আপনার কবিতায়ও সেই অপরিসীম ব্যাকুলতাই প্রকাশ পেয়েছে। ভালো লেগেছে।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪২
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে এবং পাঠে ।
নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।
৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৫
বাকপ্রবাস বলেছেন: কোন ঘাতক চাকা যেন মাড়িয়ে না যায় ফুলকে। পিতার আকুতি সন্তানের প্রতি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।
৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৫
অচেনা হৃদি বলেছেন: আপনার যাত্রা নির্বিঘ্ন হোক এই কামনা করছি ভাইয়া!
১০| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২৩
সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন কবি।
১১| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আজকে ও সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রিকশা ওয়ালা ও দুই জন আরোহী মারা গেছেন। বাসের/ট্রাকের ড্রাইভার তাদের চলার পথে গাড়ি চাপা দিয়ে মেরেছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা তে।
১৩| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।