নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার ইতিকথা ও একটি বহ্নি শিখা

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭





সীতার বনবাসের মতো
গড়েছো আবাস—নগর থেকে দূরে
লোডশেডিংয়ের কঠিন নিপীড়নে-

কভু কী ভেবেছো ছোট্ট শিশুটির কথা?
নিষ্পাপ শিশুটি প্রচণ্ড উষ্ণার্দ্রতায়
কতো কষ্টে আছে।

ভেবেছো কেবল নিজের কষ্ট গাঁথা
মনে রেখো—
অর্থের দাসত্বে নেই বিলাসিতা।

ভালোবাসার কাছে পরাজয়েও সুখ আছে
এখানে পরাজিত হয়ে ওঠে বিজয়ী।

কারণ যে বিজয়ী হয়েছে সেতো
ভালবাসার পরীক্ষার উত্তীর্ণ একজন।

ভালোবেসে লিখে গেছে সে অপরাজেয় কবিতা
সূদীর্ঘ সময় ধরে।


কার সঙ্গে করেছো অভিমান?

ভিতরে যার একটা সুখোনদী ভালবাসার রূপে
আজো প্রবাহমান !!

মানুষ ভুলের উর্ধ্বে নয়,
মানুষের ভুলের মাশুল দিতে হয়
এটাই জগতের রীতি।

জীবনের ধারাপাতে
কতটুকু সময় আমাদের ললাটে
বরাদ্দ করেছেন বিধাতা ?

যৌবনতো ক্ষণস্থায়ী ।

অযথা বিরহানলে নিজেকে পোড়ে
কাটে যদি জনম ভরে-
সেই জীবন পতঙ্গের মত
আগুনের চারিধারে উড়ে অবশেষে
পুড়ে মরে।

পারিপর্শ্বিকতা নিয়ে ভাবতে হবে
ঐ যে শিশু রাজপথে দাঁড়িয়ে সেজেছিলো যিশু
পরোয়া করেনি রক্তচক্ষু কোন।

অথবা সেই মেয়েটি যে রাস্তায়
প্লাকার্ড নিয়ে প্রতিবাদ করেছিলো নিরাপদ সড়কের দাবীতে
গর্জে উঠেছিল মৃত্যুঞ্জয়ী হয়ে।

ওদের পরাজিত বলো না। ওরা বিজয়ী।
ওরা পরাজয় জানে না। ওরা বিজয়মন্ত্র বপন করে বাংলার বুকে
প্রত্যয়ের বহ্নিশিখা একদিন মহীরুহ হবে।
একদিন প্রত্যোয়োদ্দীপ্ত চেতনা প্রকম্পিত করে দেবে পার্থিব ম্যুহ।
একদিন জেগে উঠবে ধূমকেতু
পেজা তুলার মতো অহংকারের মসনদ একদিন খসে পড়বে

কর্মহীন জীবনটাতো ঘাসের উপর জমে থাকা একফোটা শিশির
অহংকার মিছেই করো।

পরের তরে বিলিয়ে দিয়ে ক্ষুদ্র জীবনও
হতে পারে অনেক বড়ো ।



---------
পাটগ্রাম থেকে রংপুর ট্রেন ভ্রমনকালীন সময়ে মুঠোফোনে লেখা।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২

বিজন রয় বলেছেন: ভালোবাসার ইতিকথা ও একটি বহ্নি শিখা........????

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: হা তাইতো। একটি কবিতার নাম । ভালোবাসার ইতিকথা ও একটি বহ্নি শিখা.

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।

২| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: কবিতার নামটি খুব ভাল লেগেছে। সেই জন্য প্রশ্ন রেখেছিলাম।

আর কত লিখবেন??

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: আমি তো লিখিনা কোন কবিতা ।কতবার বলবো ?? #:-S

৩| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বহ্নিশিখার মতো আপনার লেখা।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

কাওসার চৌধুরী বলেছেন:



বরাবরের মতো ভাল লাগলো। +++

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: এটা আংশিক রিপোস্ট। কিছুটা পরিবর্ধন ও পরিমার্জন করে পুনরায় পোস্ট করা হলো ।

৫| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

অচেনা হৃদি বলেছেন: ভালোবাসার কাছে পরাজয়েও সুখ আছে!
8-|
বড় অবাক লাগলো, এই সুখ অন উভব করতে হলে মে বি কবি হতে হবে। আমার ধারণা সাধারনের কাছে এই সুখের কথা পুরো মিছে। ;)

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার প্রতিযোগিতা যখন ছেলেমেয়ে দুজনের মধ্যে হয় তখন যে হারে সে বিজয়ী। মনে করে আমি যদি ৫০০টাকা গিফ্ট দেই আর যাকে দিলাম সে দিল ৫০০০ টাকার গিফট। কে হারলো আর কে জিতলো বলেন তো । ভালোবাসা কিন্তু একই থাকলো ।

৬| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ডার্ক ম্যান বলেছেন: সেলিম ভাই আপনার ভালোবাসারও শেষ নাই, কবিতারও শেষ নাই।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

বাকপ্রবাস বলেছেন: কোমল মতি স্টুডেন্টরা আমাদের নতুন করে ভাবাতে শুরু করেছে, ভালবাসতে হবে দেশটাকে, গড়তে হবে নতুন করে, প্রতিবাদ হল এবার প্রতিরোধের পালা

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি দেশটাকে ভালোবাসতে হবে নতুন করে গড়তে। প্রতারকদের বিতাড়িত করতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.