নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
জন্মদিনে নতুন তোমার জন্ম হলে
অতীতের গ্লানি মুছে ফেলে—
জীবনের নবযাত্রায়—উৎসবমুখর পরিবেশে
ভালোবাসার অর্ঘ্য করিতে পারো দান,
তারে—চলার পথে যে প্রেরণা দিয়েছে
অনাকাঙ্খিত বিড়ম্বণা সঙ্গী করে
তোমার ব্যথায় সমব্যথীত হয়েছেন যে।
হৃদয়ের কোটরে যে রেখেছে তোমারে আদরে।
ভালোবাসি বলে পৃথিবীটা কাঁপিয়ে দিলে
কী লাভ বলো? নিরবতায় ভালোবাসেন স্রষ্টা
তাঁর চেয়ে বেশি ভালোবাসা বলো কে বাসিতে পারে?
প্রতিদানে কতটুকু ভালবাসা তুমি বাসিলে তাঁরে
তার হিসেব কী আছে—তোমার কাছে?
দুঃখ সয়ে যে ভালোবাসা সুদীর্ঘদিন
তীর্থের কাকের মত কেবল প্রতীক্ষায়!
তারে ফিরিয়ে তবে নিয়েছো কাছে টেনে কারে?
সব বিলাসিতা প্রেম নয়,
অনেক বিলাসিতা কেবল সময়ের অপচয়।
সমতাবিধান প্রকৃতির অমোঘ নিয়ম।
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেতে পারো সখা,
ঘৃণার বিনিময়ে ঘৃণা—কী চাও স্রষ্টার কাছে?
কর্মগুণে অর্জিতে পারো তা— ভালোবাসার সাত রঙা চা
একটি ফুল, চারটি ফুল, তিনটি ফুল
সঁপিলাম তোমার তরে—
সেখান থেকে নিয়োগো সুবাস সারাজনম ভরে।
না চাহিতে পেয়ে গেছো ঢের— অনাঙ্খিত ভোরে
অমূল্য ভালোবাসার মূল্য কতো পারোনি তা বুঝিতে
বুঝিলে তুমি তার কামনায় যুঝিতেগো— যুঝিতে।
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২
সেলিম আনোয়ার বলেছেন: যুদ্ধ করিতে।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭
বিজন রয় বলেছেন: কার জন্মদিন কবি?
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সবার। যদি বলি বউয়ের। বউ তো রেগে যাবে। ধরে নিন সবার জন্য প্রযোজ্য। সঠিক ভালোবাসা বেছে নিতে হয় ।
৩| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেলিম ভাই জিন্দাবাদ।
আমার জন্মদিনে একটা কবিতা লিখে দিয়েন তো।
(আমি কন্যা রাশির মানুষ!!!)
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে নিয়েতো কন্যারা লিখবে । ।
আপনার জন্মদিন কবে ??
কন্যা রাশি না হলে লেখার দায় বেড়ে যেত।
আমি কিন্তু কন্যা রাশি নই।
আমি বোধহয় কৃষ্ণ রাশি।
৪| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪
বাকপ্রবাস বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা যার জন্য এই কবিতা
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
৫| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
রাজীব নুর বলেছেন: যার ই জন্মদিন হোক-
শুভ জন্মদিন।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আমি আবার এখন লিখি আগে।
সপ্তাহ খানেক মাসখানেক বছর খানেক হতে পারে।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৬| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
কাওসার চৌধুরী বলেছেন:
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার
বাতাসে সুবাসিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার জন্যই সব !
জন্মদিন শুভ জন্মদিন !!
প্রিয় কবির কবিতায় +++
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন ব্যাপারটা কেমন উৎসব উৎসব ।
উৎসব কার না ভালো লাগে??
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন:
অগ্রিম কেক। অথবা অনেক বাসি কেক।
৭| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১
কথার ফুলঝুরি! বলেছেন: বরাবরের মত আমি ভাষা হারিয়ে ফেলেছি যাই হোক, সবচেয়ে ভাল লাগার কথা "ভালোবাসি বলে পৃথিবীটা কাঁপিয়ে দিলে কি লাভ বলো? নিরবতায় ভালোবাসেন স্রষ্টা, তাঁর চেয়ে বেশী ভালোবাসা বলো কে বাসিতে পারে"
কথা তো একদমই খাঁটি ।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
সেলিম আনোয়ার বলেছেন:
আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা ।
৮| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
কাওসার চৌধুরী বলেছেন: গত ৮ তারিখে দিনটি চলে গেছে.......!! ভাষী হয়নি, এখনো টাটকা আছে...... ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো কেকের জন্য।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন। জন্মদিনের শুভেচ্ছা ।
৯| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষ না চাইতেই যে ভালবাসা পায় তার মূল্যায়ন করেনা। কবিতা ভাল হয়েছে।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন:
আপনাকেও বাসী জন্মদিনের শুভেচ্ছা সুপ্রিয় গিয়াস উদ্দিন লিটন ভাই ।
১০| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
ল বলেছেন: নীরবতায় ভালবাসেন স্রষ্ট
তাঁর চেয়ে বেশি ভালোবাসা বল কে বাসীতে পারে?
অসাধারণ এক্সপ্রেশন
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও জন্মদির অগ্রিম শুভেচ্ছা ।
১১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪০
রাকু হাসান বলেছেন:
ভালবাসার সাত রাঙা চা ,কবিতা মুগ্ধতা রেখে গেলাম ।কিবি এখন আসা মূলত কবিতা পড়বে । আপনার এই কবিতা ভাল লাগলো । +++
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন কবি।
ভাল লাগল কবিতা +++
যুঝিতে শব্দার্থ কি বলবেন একটু।