নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মন বসে না কাজে

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪





মন বসে না কাজে খোকন সোনা থাকে অনেক দূরে
তারে দেখার লাগি আমার প্রাণ যে আনচান করে।

এখনো মুখে তার ফোটেনি কথা
তবু অবসর কী আর তার আছে?
অবিরাম কহিছে কথা কতো না কায়দা করে
হাতের ইশারায় -
মুখে তার হায়ারোগ্লাফিক্স বুঝিতে নাহি পাই।

তার কাছে বাবা মানেই হাঁটতে যাওয়া- ধরলার তীরে
দু’জন মিলে মনের সুখে পথ চলা শত মানুষের ভীড়ে।

কবে যে বলবে কথা- আমার প্রিয় প্রাণ-পাখিটা
বাংলা ভাষায় উঠবে বলে

“বাবা চলো বটের মূলে নদীর কূলে,
পার হবো ঐ ধরলা নদী কৌতুহলে
খেয়াপাড়ের ঐ নৌকো চড়ে,
তোমার সঙ্গে করবো খেলা বালুরচরে।”

মন বসে না কাজে খোকন সোনা বলবে কথা কবে?
তারই প্রতীক্ষায় –
মন বসে না কাজে খোকন সোনা থাকে অনেক দূরে
তারে দেখার লাগি আমার প্রাণ যে আনচান করে।


মন্তব্য ৬৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: একজন স্নেহকাতর পিতার মনের আকুতি প্রকাশ পেয়েছে কবিতায়। ভাল লেগেছে। + +
খোকন সোনার জন্য শুভকামনা রইলো, তার মুখে প্রথম প্রথম কথার বোল ফুটুক, তার পরে খই ফুটুক!
ধরলার তীর বলতে কি কুড়িগ্রামের ধরলা নদীর তীর বুঝিয়েছেন?

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা খায়রুল আহসান ভাই। ছবিটি একটি রাবার ড্যামের যেটি ধরালা নদীর উপর । নদীটি পাটগ্রামের উপর দিয়েও প্রবাহিত হয়েছে। :)

২| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: ধরলা নদী আমার ছোটবেলা থেকে শোনা একটি নদীর নাম। আমার নানা-দাদাবাড়ীর লোকজনের মুখে প্রায়ই ঐ নামটা শুনতাম। মুক্তিযুদ্ধের সময়েও নামটা অনেক শুনেছি।

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার। আপনার ভাগ্যবান আপনার মুক্তিযুদ্ধ দেখেছেন । আর ্আমরা ভাগ্যবান আমরা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহন করেছি।

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। এইসব নদী দিয়েই মানুষ দেশ ত্যাগ করেছে আবার আসেছে যুদ্ধ করেছে। সেসব স্মৃতি বুকে নিয়ে ছুটে চলেছে নদী। আর আমরা নদীর বুকে খুঁজি বিশুদ্ধ বাতাস। ধরলার ঘ্রাণে প্রাণ জুড়িয়ে যায়। ধরলার বাতাসে মুগ্ধ হই সতেজ হয়ে উঠি কখনো হারিয়ে যাই কল্পনায়।

নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি ।

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ। মুগ্ধ হলাম পড়ে।

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

কবিতা লিখে সন্তানের স্মৃতিচারণ করেছি মাত্র। ওকে কাছে পেলে পৃথিবীর সব দুঃখ আমি ভুলে যাই। অনেক দিন বেঁচে থাকার স্বপ্ন জাগে মনে।

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এটাই তাহলে আমার শত্রু, সেলিম ভাই!!!!:P (অনেকদিন আগে লেখকের ছবি দেখেছিলুম, চেহারাটা ভুলে গিয়েছিলুম..:()

কবিতার ভেতরের কথাগুলো, মানে এক বাবার আকুতি পাঠকের মনে নাড়া দিয়েছে। কি নিরেট কথা মাইরি....;)
সামনের ঈদে বাপ-ব্যাটার আড্ডা জমে উঠুক। :)


পুনশ্চঃ
হিরো ভাতিজার জন্য শুভ কামনা। আফসোস একটাই নতুন প্রজন্মের জন্য দেশকে এখনও নিরাপদ করে গড়ে তোলা গেল না।

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ছবি আমার তার গ্যারান্টি কে দিল??

শুনেছি আমি নাকি এক ইটের ভাটার মালিকের শত্রু। আমি আসলে অনেকের ভাবনায় শত্রু। যারা দেশের জন্য ক্ষতিকর কার্যকলাপে নিয়োজিত আমাকে তারা শত্রু ভাবেন।

কিন্তু আমার কলমতো লিখে যায় দেশের মানুষের কথা ভেবে।

বঙ্গবন্ধুর মৃত্যুদিনে আমি কিন্তু পুস্প বিতড়ন করেছি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে। সেখানে আনন্দমুখর পরিবেশ আমার ভাল লাগেনি।
একটি শোকানুষ্ঠানে আনন্দের কি আছে বুঝলাম না।

আমি কোন ব্যক্তির শত্রু নই।

৫| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

অচেনা হৃদি বলেছেন: ওমা, শায়মাপুর জন্মদিনে
সবাই দেখি খুশি,
চলছে ছড়া গান কোবতে
হাসি রাশি রাশি!

জানি না আমি গান কবিতা
চাপাবাজিই সার,
গদ্য দিয়ে ভরবে কি আজ
মনটা শায়মাপার?

তাই বসেছি লিখতে ছড়া
অপ্সরাদির তরে,
করো ক্ষমা ভুল যদি হয়
ছড়ার মাত্রা স্বরে!

অপ্সরাদি শায়মা আপু
দেখতে তুমি বেশ,
যতই দেখি মন ভরে না
কাটে না তার রেশ।

আজকে তোমার জন্মদিনে
লিখছি ছড়া দেখো,
কে বলেছে পারি না আমি
এই যে মনে রেখো।

সুখে থেকো রাণীর মত
হেসো দেবীর ঠোটে,
দিলাম সকল ইচ্ছা শুভ
হৃদির যত জোটে।

থাকলে খুশি তুমি আপু
আমরা সুখি তাতে,
জীবন তোমার নির্মলা হোক
মেকানিকের সাথে। ;)

তোমার জন্য হৃদির আছে
হৃদয়টুকুই সার,
তাই নিয়ে নাও জন্মদিনে
এই প্রীতি উপহার।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অচেনা হৃদি বেশ লিখেছেন। দারুন।

আপনি ভালো ছড়া কবিতা লিখতে। মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

রাকু হাসান বলেছেন: বাহ চমৎকার কবিতা ।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । আপনার প্রোপিকটা আমার খুব পছন্দ। বিদ্রোহী কবি ছিলেন সাম্যের কবি প্রেমের কবি।

৭| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

সনেট কবি বলেছেন: অনেক ভাল লেগেছে কবিতা।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি আপনিও তরুনপ্রাণ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। আপনার পদচারনায় ব্লগ সদা মুখরিত। আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করছি ।

৮| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭

অচেনা হৃদি বলেছেন: উপস!

স্যরি ভাইয়া, ৫ নং কমেন্ট এবং এই কমেন্ট, আমার এই দুটো মন্তব্য মুছে দিন প্লিজ! কপি পেস্ট ককরতে গিয়ে একটু ভুল হয়ে গেছে।

আমি লজ্জিত এবং দু:খিত! :(

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন হয়েছে। লজ্জিত ও দুঃখিত হওয়ার কিছু নেই। থাকুক কমেন্ট দুটো।

আমি আনন্দিত । :)

একজন নবীশ কবির ব্লগে এত বড়ো মানুষ নিয়ে লেখা ব্লগকে আকাশের উচ্চতায় উঠিয়ে দেবে নিশ্চয়ই ।

৯| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

অচেনা হৃদি বলেছেন: কিউট পিতা, কিউট পুত্র!
:)

বাবুটাকে একটু আদর করে দিতে ইচ্ছে করছে। নেক্সট টাইম ওকে দেখার পর আমার পক্ষ থেকে একটু আদর দেবেন প্লিজ।

আপনার দুজনের জন্য প্রাণঢালা শুভেচ্ছা রইল ভাইয়া।

(কমেন্টটা আগে একবার লিখেছিলাম, কিন্তু জমা দেবার সময় ভুলে অন্য একটা কমেন্ট কপি পেস্ট হয়ে গিয়েছিল। মোবাইল থেকে কমেন্ট করছি, তাই ভুল হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না প্লিজ। :) )

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কিউট মানে কিউটের ডিব্বা। ও বোধ হয় আমকে খুশি হরার জন্য আমাকে দেখা মাত্রই আমার কোলে এসে বাইরে চলে যায়। তার একটাই আকুতি বাবা কেন দূরে থাকো। প্রয়োজনে আমি তোমার সঙ্গে সারাদিন থাকবো ।তবু আমার কাছে থাকো।

১০| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

আখেনাটেন বলেছেন: চমৎকার ছবি ও লেখা।

গুলুগুলু জাদুসোনার জন্য রইল কোটি কোটি ভালোবাসা।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য কোটি কোটি ভালোবাসা।

বাবার ভালোবাসার উপরে ভালোবাসা হতে পারে না ।

ওকে দেখলে কঠিনতম দুঃখ ভুলে যাই ।মনটা আনন্দে নেচে উঠে।

ওদের জন্যই পৃথিবীটা এত সুন্দর !!!

১১| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫

নতুন নকিব বলেছেন:



কবিতা হৃদয় ছুঁয়ে গেল।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

করুণাধারা বলেছেন: সালমানের হাসিমুখ দেখে খুব ভালো লাগলো। ভালো থাকুক সালমান।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২

আরণ্যক রাখাল বলেছেন: আপনার বাচ্চাটা হেব্বি কিউট!
ও যখন বড় হবে, তখন আপনার লেখাগুলো পড়লে কেঁদে ফেলবে হয়ত

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: হয়তো কাঁদবে। আবেগাপ্লত হবে। ওকে ভেবে আমি আবেগাপ্লুত হই।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেলিম ভাই,
শত্রু কথাটা আমি মজা করে বললাম, ইমোও দিলাম, তারপরও বুঝলেন না!!!:(
জুম্মাবারে আমায় হতাশ করলেন....:(


কিছু কমেন্টে আমি ইচ্ছে করেই ওসব শব্দ লিখি। (একটা শব্দের হের ফেরে কার কেমন প্রতিক্রিয়া হয়, সেটা দেখার জন্য....)
এবার পড়ুন দেখিঃ
এটাই তাহলে(.... .....) সেলিম ভাই!!!! (অনেকদিন আগে লেখকের ছবি দেখেছিলুম, চেহারাটা ভুলে গিয়েছিলুম..)

কবিতার ভেতরের কথাগুলো, মানে এক বাবার আকুতি পাঠকের মনে নাড়া দিয়েছে। কি নিরেট কথা মাইরি....
সামনের ঈদে বাপ-ব্যাটার আড্ডা জমে উঠুক।

পুনশ্চঃ
হিরো ভাতিজার জন্য শুভ কামনা। আফসোস একটাই নতুন প্রজন্মের জন্য দেশকে এখনও নিরাপদ করে গড়ে তোলা গেল না।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

শুভকামনায় অভিনন্দন ।

আমার কথা গুলো আরোপিত বা চাপিয়ে দেয়া নয়।
কবিতা হয়ে যায়।


ভালো থাকবেন সবসময় ।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৮

কাওসার চৌধুরী বলেছেন:



অবশেষে প্রিয় কবির সাথে দেখাটা হয়েই গেল; সাথে নতুন প্রজন্মের সাথেও সাক্ষাৎ ৷এটি বাড়তি পাওয়না ৷বাবুর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ৷

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো।


একদিন হয়তো সরাসরি দেখা হয়ে যাবে ।
আপনি দারুন সব পোস্ট করছেন। দারুন পটেনশিয়াল ব্লগার্
একদিন অনেক নামকরা ব্লগার হবেন।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

বাকপ্রবাস বলেছেন: কবিতাটা আমার লেখা উচিত ছিল কিন্তু আমার পক্ষে সম্ভব না, আরো কিছু ব্যাপার নিজের কাছেই রাখলাম। চিত্রটা আমার হওয়ার কথা কিন্তু তাও সম্ভবনা, আরো কিছু ব্যাপার নিজের কাছে রাখলাম।

কবিতাটা তোলপাড় করে দিল মনকে

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ভাল থাকুন অনেক এই শুভকামনা থাকলো।

কবিতা আপনার আবেগকে নাড়া দিতে পেরেছে এতেই কবিতার স্বার্থকতা ।

১৭| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা মনোমুগ্ধকর।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৮| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনার ছেলে দুরে কেন?

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ছেলের মা দূরে থাকে চাকুরিসূত্রে তাই ।

১৯| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: সালমান কেমন আছে? কবিতা বেশ হয়েছে।
+।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছে ।

কমেন্টে অনেক ধন্যবাদ ।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর আমিই খারাপ আছি। আমার জ্বর ।কিছুটা কমেছে।

২০| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৪

ওমেরা বলেছেন: বাবার মনের আকুলতা ভরা কবিতা মন ছুয়ে গেল ।

ভাইয়া এটাই কি আমাদের সালমান বাবু । খুব সুন্দর! আল্লাহ সালমানকে হেফাজত করুন ।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা এটাই সালমান। কালকেই রওয়ানা দেবো লালমনিরহাট। ওর কাছে থাকলে আমি ব্যথা ভুলে যাই অনেক ভলো থাকি। আপনার মন খারাপ বোধ হয়।

আমাকে দেখুন ইস্পাত কঠিন মানুষ আমি। আমার চেহারার সফটনেস দেখে ভুল ভাববেন না। আমি যা বলি তা করি। আল্লাহ তাালা আমার সহায়ক।

ভালো থাকবেন সবসময় ।নিরন্তর শুভকামনা । অগ্রিম ঈদ মোবারক।করণ লালমনিরহাট গেলে ব্লগে আসবো না ।

২১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬

ওমেরা বলেছেন: ভাইয়া মন অনেক খারাপ ছিল আজকে অনেকটাই ভাল । সালমানের ছবি দেখে আমার খুব ভাল লাগছে ( একটু ও মিথ্যা বলি নাই ভাইয়া ) আপনি সালমানের কাছে যাচ্ছেন এটা শুনে ভাললাগাটা দ্বিগুন হল । আমি নয় বছর বয়স থেকে বাবা, মা ছারা । আমি জানি বাবা মা দুরে থাকলে কেমন লাগে ।

অনেক ধন্যবাদ ভাইয়া ।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: আর ও তো এখন শিশু। ও দারুন টেলেন্ট হবে। দৗরে কেউ কাদলে তার কান্না শব্দ অনুকরণ করে। ঠিক আমার মতো। আমি ছোট বেলায় যেমন ছিলাম । শুধু খাওয়া দাওয়া আমার মতো করে না। খওয়াতে অনীহা। এক আইটেম একবার খাবে। তারপর ফেলে দেয়। ওর কাছে ওর মা আছে। নানা নানি আছে। বাট আমার অনুপস্থিতি কে উ মেক আপ করতে পারবে না। আমি গেলেই কোলে ওঠে বাহিরে নিয়ে যেতে বলবে। আর কেউ আমার কাছ থেকে নিতে পারবে না ।

২২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খোকার জন্য শুভকামনা। ভাবছি হতভাগ্য খোকার কথা।আমরা ওদের জন্য একটা বাসযোগ্য বাংলাদেশ গড়তে পারবো কি ?
সরি ইমোশোনাল হয়ে গেছি কিছু মনে করবেন না সেলিম ভাই।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: পারতেই হবে।সুকান্ত বাবু সেই কবে প্রতিশ্রুতি দিয়েছিলেন ছাড়পত্র কবিতায়। আমি ট্রেনে যাছ্ছি। আর ভাবছি জীবন বাবুর ট্রাম দূর্ঘটনার কথা ।

আমরা সবাই প্রচেষ্টা নিলে সম্ভব। সবই সম্ভব। গণতন্ত্র নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব এর জন্য কঠোর আন্দোলন হওয়া দরকার।

২৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ভালো লাগলো, সেলিম ভাই। বাবা-মায়ের মত নিঃস্বার্থ ও পবিত্র ভালোবাসা আর নেই। সন্তানের কাছে থাকার জন্য আপনার এই আকুতি মন ছুঁয়ে গেলো। আপনার ছবি দেখলাম, বাবুর নামও জানলাম :)

অনেক শুভকামনা রইলো আপনার, সালমানের ও তার মায়ের জন্য।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আমি একটু বেশিই করি। সালমান আমার আবেগ। আপনার ভাবি তাকে শাসন করলে আমার কস্ট লাগে।

২৪| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৯

নীল আকাশ বলেছেন: সন্তানের প্রথম কথা শেখা আর তার আধো আধো ভাষা যে কি সুন্দর লাগে তা একমাত্র সেই বাবা মা ই জানে !!! তারপর যদি সেটা প্রথম সন্তান হয় ? সেই সময় টা কোন পার্থিব অনুভুতি মনে হয় না! অপার্থিব ভালোবাসা নিয়ে বাবা মা সারাটা জীবন সন্তান দের জরিয়ে রাখে। কবিতার ভাষায় বাবার অনুভুতি প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ চমৎকার কমেন্ট ও পাঠে।

২৫| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ।

২৬| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮

এ.এস বাশার বলেছেন:



যদিও এখনো বাবা হইনি..তবে বাবার আকুতি ফিল করি! ১৪ বছর পড়াশুনা ও চাকরির তাগিদে নিজের গ্রাম ছেড়ে ইট পাথরের শহরে, বাবা মা পরিবার কে নিজের সর্বস্ব উজাড় করে ভালোবাসি.....

দোয়া করি দুনিয়ার সকল বাবা মা ভালো থাকুক এবং সন্তানেরাও বাবা মাকে ভালোবাসুক.....

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

২৭| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আমি আপনার কবিতা আগ্রহ নিয়ে পড়ি।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ আপনাকে।

২৮| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: @অগ্রিম ঈদ মোবারক।করণ লালমনিরহাট গেলে ব্লগে আসবো না ।
কেন জানতে পারি প্রিয় কবি।


কবিতায় মুগ্ধতা প্রকাশ।

বাবু আর আপনার জন্য শুভকামনা।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: মুঠো ফোনে র সকল প্রকার সীমাবদ্ধতা নিয়ে ও লিখে চলেছি।
১০০০ পোস্ট দ্রুত করে ফেলবো।

২৯| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৩

ভ্রমরের ডানা বলেছেন: পিতার প্রেম সন্তানের অমূল্য সম্পদ! সন্তানের জন্যে পিতা এক অসীম আশ্রয় নক্ষত্র!




কবিতায় ভালো লাগা সুপ্রিয় কবি!!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।

৩০| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

অপ্রকাশিত কাব্য বলেছেন: বাহ, চমৎকার লেখনী

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে।

৩১| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

বিজন রয় বলেছেন: ছবিতে কে কে?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সালমান আর আবু সালমান।

৩২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: আপনার শ্বশুরবাড়ী কি লালমনিরহাটে? হলে কোথায়? নাকি নিজের বাড়ীই লালমনিরহাটে?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শ্বশুর বাড়ি পাটগ্রাম সদর লালমনিরহাট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.