নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তেমন খেলা আমার সাথে খেলবে সখি কবে?

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭


শুধু কি ধরলাই জানে —বাসিতে ভালোবাসা
সুশীতল বাতায়নে ছলাৎ ছলাৎ
কল্লোলে — উদাসী পথিকের গায়ে পড়ে,
বিলিয়ে দেয় যেন মনের সুপ্ত আশা।

অপরূপা যৌবন তার নয়নের সমুখে
মেলে ধরে — ভালোবাসার প্রস্তাবনা
জ্ঞাপন কায়দা করে।

নৌকা মাঝি গায় ভাটিয়ালি- মুর্শেদী গান
মাছের ঝাঁকদল বেঁধে কার প্রেমে ভাসমান?
পানকৌড়ি নদীর জলে ডুবসাঁতারে
হাঁসের দল নদীর বাঁকা জলে ভেসে
করিতেছে আমাদের প্রণয় আহবান।


আমিও ভাসাবো আমার ছোট্ট নাও
তোমার মাঝ দরিয়ার অথৈ জলে—
তোমার কি গো ভয় আছে আমার সে
ছোট্ট তরী --চুমুয় চুমুয় দিওগো ভরি
নায়ের তলা, আমার সঙ্গে প্রেম করিতে
সখি হইও গো উতলা।

আমার এই ছোট্ট নাও --- ছোট্ট তোমার নদী
স্বর্গ সুখ নামিবে ধরায় বহিতে দাও যদি।

একটি নৌকো একটি নদী
দৃঢ় প্রতিজ্ঞ থাকো যদি—কে পারে আটকাতে?
মনে রেখো এমনতরো সুখের খেলা
আর নাহি এই ভবে,
তেমন খেলা আমার সাথে
খেলবে সখী কবে?





মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:




আহা! কত প্রেম, কত গান! শুধু ধরলাই জানে....

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য।

২| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: একদম ঠিক কথা।

৩| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ফুরাবে দিন, আলো হবে ক্ষীণ; এ আশা কি পূরণ হবে?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: দিন ফুরিয়ে যাওয়ার আগেই
আসবে আমার কাছে
অন্যরা হবার কোন উপায় নেই
অপেক্ষার প্রহর ফুরোবে অচিরেই।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: খেলা হউক!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনায় ধন্যবাদ।

৫| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: নৌকায় ভরসা রাখুন।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন।

৬| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! মন যে উঠলো নেচে । কথা ও কাব্যে সুন্দর কবিতা।

ঈদ মুবারক,সঙ্গে অফুরান শুভেচ্ছাও।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ঈদ মুবারক,সঙ্গে অফুরান শুভেচ্ছাও।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৭| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

বাকপ্রবাস বলেছেন: ধরলা তোর বুকে তুলে দেব পাল
হেলেদোলে নাচবে তরী
কোমরে ঢেউয়ের তাল
-
কবিতা ভাল লেগেছে।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ দারুন লিখেছেন বাকপ্রকাস ।

৮| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: লাইক

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.