নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
লাল শাপলার বিল সাদা শাপলার বিল
তার উপর উড়ছিল এক ডানাভাঙা গাঙচিল।
সারি সারি সাদা বক ধূসর বক,
মাছের অন্বেষনে এক পায়ে দাঁড়িয়ে ,
ধ্যানমগ্ন সন্ন্যাসী যেন দধীচির চেয়ে
বড়ো সাধক- সাধনা করিতেছে।
পিনপতন নীরবতায় নৌকো করে ভাসছে কে রে?
গাইছে গান হেরে গলা ছেড়ে
প্রখরো রৌদ্রে হৃদয়টা পুড়িয়ে।
মনে তার কীসের ব্যথা?
প্রিয়া কি তার কহেনা কথা?
তার সঙ্গে কি পেতেছে আড়ি?
বহিছে কি তাই বিরহ বাতাস ভারি।
ওগো ভালোবাসার দমকা হাওয়া
এসো ছোটে এক পলকে
ভাসিয়ে দিয়ে যাও সব যাতনা
মিলন কাব্য করো হে রচনা-এক ঝলকে।
লাল-সাদা ফুল কালোজলে,
করিতেছে খেলা কৌতূহলে।।
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: পদ্ম ফোঁটা দুপুরে
মনটা নাচে আহা রে!
প্রকৃতির এমন রূপ আমি দেখি না ই কোথাও আর।
২| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪
সনেট কবি বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিতা।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: মন ছুঁয়ে যাওয়া বাঙলার রূপ
আমার করার কিচ্ছু নাই।
৩| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭
অক্পটে বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম কবি। আমার দেশ এবং এর প্রকৃতি এর প্রতিটি ধুলি কণায় আমার মন মিশে আছে বড় মমতায়। এই অস্থির সময় এবং কাবুলিওয়ালাদের হাতে আমার দেশ মাতৃকা এখন লুটের মাল হয়ে গেলেও, দেশ মাতার মোহময় সৌন্ধর্যে মন পড়ে থাকে সদা ঘরে ফেরার তাড়নায়। তাই যখনই কোন গুনমুগ্ধ কবির লেখায় বাংলার রূপের বণর্ণা থাকে তখন মন কেমন যেন করে উঠে।
আপনার এই কবিতা পাঠে আজ প্রথমেই আমার স্মৃতির অর্গল খুলে যে তানটি বেজে উঠল তা হলো নিচের এই গানটি। ওহ!কতগুলো দীর্ঘ বছর পরে প্রিয় গানটি স্মৃতিপটে ভেসে উঠল।
"যদি আমাকে জানতে স্বাধ হয় বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায় এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়।"
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: অকপটে চমৎকার কমেন্ট। সত্যি এই দেশের রূপের নেই কোন শেষ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো
।
৪| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯
বিজন রয় বলেছেন: 'দধীচি' সম্পর্কে কি জানেন?
২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: দধীচি ছিলেন অনেক বড় সাধক।
৫| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭
জাহিদ অনিক বলেছেন: বিজন রয় বলেছেন: 'দধীচি' সম্পর্কে কি জানেন?
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়? পুণ্য অত হবে নাক সব করিলে জড়।
কবিতা ভালো লাগলো কবি
২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে।
৬| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: রাতে ঢাকার বাইরে যাচ্ছি।
আগামী কয়েকদিন আপনার কবিতা মিস করবো।
২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনা রইলো আপনার জন্য।
৭| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০
ল বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিত----
২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
৮| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৭
বাকপ্রবাস বলেছেন: প্রকৃতি আর প্রেম মিলেমিশে একাকার
কার সাধ্য মনকে রুধিবার
২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
৯| ২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১০
সিগন্যাস বলেছেন: কি অবস্থা সেলিম ভাই?
২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: অবস্থা আল্ হামদুলিল্লাহ। বৃষ্টি হচ্ছে মাইক্রোতে ঢাকা ফিরছি।
১০| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১
খায়রুল আহসান বলেছেন: আপনি কি এ কবিতাটি ধরলার পাড়ে বশে লিখেছেন? কবিতায় সুন্দর একটা দৃৃশ্য ফুটে উঠেছে। তবে সবচেয়ে ভাল লেগেছে শেষের দু'চরণ।
দধীচি -- ১। পৌরাণিক মুনিবিশেষ-যিনি অসুর নিধনে সাহায্যের জন্য স্বীয় অস্হি দিয়ে বজ্র নির্মাণকল্পে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন; ২। অন্যের মঙ্গলের জন্য আত্মদানকারী সাধক পুরুষ। [সং. √ দধ্ + ঈচ, ঈচি]।
কবিতায় প্লাস + +
২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় কবিতা টি লালমনিরহাট পাটগ্রাম রেলভ্রমনের সময় চেপে বসেছে। লাল শাপলা সাদা শাপলার বিল আর বাকি সব অনাবিল।
পাটগ্রামের ঠিক আগের দু স্টেশনে র মাঝখানে এমন দৃশ্য পাবেন। বর্ষাকালে।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯
স্রাঞ্জি সে বলেছেন:
কবিতায়+++