নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

১,২ ও ৩

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৪


১।
নিষ্পাপ শিশু,ফুলের মতো
ভালোবাসা তার পুতপবিত্র ।
এখনো সে পারেনা কথা বলতে
একটু আধটু যা বলে
অধীর আগ্রহে থাকি —
তার সেসব শুনতে।

পৃথিবীর সবাই যদি দূরে ঠেলে দেয়
তবু সে চায়না আমায় দূরে রাখতে;
সে তো দেখি ব্যস্ত সারাদিন
আমায় কাছে রাখতে।

ভালোবাসায় সে সবার সেরা
তার কাছে আর কিছু না চাই,
পৃথিবীটা ছেড়ে দিয়ে হলেও
তাঁরে আমার চাই।

তাঁর তরে মান সম্মান বিকিয়ে দেবো
বিকিয়ে দেবো অর্থ কড়ি সব;
সে যে আমার প্রাণ ভ্রমরা
তারে বুকে আলগে রেখে আগে
ললাটে যদি জুটে ভাবিবো অন্যসব।


২।
হে প্রতিপালক! সকল প্রশংসা তোমার
তুমি ছাড়া আর কেহ— নহে মহিয়ান।

সহজ সরল পথ দেখাও আমাদের
হে আল্লাহ! আর রহিম— রহমান।

তোমারই প্রার্থনা করি—তোমারই কৃপা চাই
তোমার সাহায্য থাকলে সাথে আর কিছু না চাই।

নফসের প্ররোচনায় ভুল যেন না করি কভু—
ওদের পথে পরিচালিত করো প্রভু;
যারা তোমার দয়ায় কামিয়াব।
ওদের পথে নয়; যারা পথ ভ্রষ্ট ও ব্যর্থ।


৩।
বন্ধু সেজে নিজের লাভে ঘুরছে প্রবঞ্চক
—কতো বাহানায়!!
পরের অনিষ্ট করে নিজের আখের গোছাতে
—তার তুলনা নাই।

অপরের পাতা ফাঁদে ফেলনা তোমার পা—
কার মনে কি ফন্দি আছে তা— তুমি জান না।

ভেবে দেখো সবই আছে — তোমার কাছে
রূপে গুণে অনন্যা তুমি—তোমার নেইকো তুলনা।


মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৭

সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা ও ছবি।

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা স্রপ্রিয় সনেট কবি ।

২| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১১

সোহাগ তানভীর সাকিব বলেছেন:
ভালো লাগলো। শুভ কামনা।

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও শুভকামনা ।

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২১

সিগন্যাস বলেছেন: ৩ নং কবিতা পড়ে অনেকক্ষণ হাসলাম । ভালোই লেগেছে

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: হাসতে হাসতে শেষ হননি তো। !:#P

এমনি এমনি লিখলাম এই কবিতা । হাসি আসাটাই স্বাভাবিক।

৪| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫

মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: ছবি কবিতা দুটোই সুন্দর

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: মনের রঙিন স্বপ্নগুলো আপনার নিকটাও সুন্দর মানে নামটা আরকি।

৫| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: অসাধারণ লিখেছেন সেলিম আনোয়ার ভাই।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪

সোহানী বলেছেন: এটা কি সালমানের ছবি??????/ ওরে বাপরে কিউটের ডিব্বা দেখি...........

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা সালমানের ছবি। ওতো আসতে দিবে না। খুব মায়া লাগে। একমাত্র ঐ আমাকে ভালোবাসে.......ও চায় আমি সবসময় ওর সঙ্গে থাকবো......

৭| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

কুঁড়ের_বাদশা বলেছেন: দারুন কবিতা।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।

৮| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর, পুত্রের প্রতি পিতার স্নেহ, আনন্দ, আকাঙ্খা সবই প্রতিফলিত

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১০| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

আকিব হাসান জাভেদ বলেছেন: আদরের বাবু টাকে করো ভাই যতন
দেশ টাকে ঠেকাবে বল আর মেধায় ।।

সুন্দর কবিতা ।মায়ার আদরে বেচেঁ থাকুক প্রিয় মানুষটি ।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

১১| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯

নতুন নকিব বলেছেন:



ভাল লিখেছেন। +++

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

করুণাধারা বলেছেন: ১,৩ ভালো লেগেছে, কিন্তু দ্বিতীয় টায় পড়তে পড়তে মাথায় আসছিলো,
"অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী............
-------------
দ‍্যুলোকে ভূলোকে সবারে ছাড়িয়া,
তোমারি চরণে পড়ি লুটাইয়া,
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী..........

মুক্ত প্রকৃতির মাঝে সালমানকে দেখে ভালো লাগলো। এই পরিবেশে বড় হলে তার মনের বিকাশ ভালো হবে। সালমানের জন্য শুভকামনা।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: তা ঠিক। তবে একটু কালো হয়ে গেছে। প্রচন্ড গরম। প্রাকৃতিক দৃশ্য ভালো আছে । দারুন বিশুদ্ধ বাতাস ।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ১। সন্তানদের জন্য পৃথিবীর সব কিছুই করা যায়, আর এতে মনের মাঝে তৃপ্তিও আসে।

২। স্রষ্টায় বিশ্বাস মনে শান্তি আনে।

৩। সদা সতর্ক থাকা ভালো, তবে বন্ধুদেরকে তো অবিশ্বাস করাও কঠিন।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ও পাঠে অশেষ ধন্যবাদ সাদা মনের মানুষ। আপনার দেয়া লটকন মনে আছে। দারুন টেস্টি ছিলো।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: তিনটিই সুন্দর লাগলো। ++

শুভেচ্ছা অফুরান।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা । ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

১৬| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭

জাহিদ অনিক বলেছেন:

সুন্দর + :)

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও বিষয়বস্তু ভাল লাগল ।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

১৮| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা তিনটেই ভাল লেগেছে। কবিতার ক্রমানুযায়ী ভাল লাগার ক্রমটাও দাঁড়িয়েছে।
কবিতায় প্লাস + +

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালোলাগা প্রেরণা হয়ে থাকলো খায়রুল আহসান ভাই।
আপনি সুন্দর কবিতা লিখেন। অভিজ্ঞতা আর বিচক্ষণতায় ঠাসা আপনি আর আপনার সৃষ্টি।

১৯| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তিন রকম কবিতায় তিন রকম অনুভূতি।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা তিনটি তিন ধরণের।কিন্তু লেখা হয়েছে এক সকালে।

কমেন্ট ভালোলাগা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২০| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৫

খালেদা শাম্মী বলেছেন: তিন ধরণের ভাল লাগা কাজ করছে। দারুণ!

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২১| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

ভ্রমরের ডানা বলেছেন:

সবগুলোই অসাধারণ!

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আমি দারুন অনূপ্রাণিত ।

২২| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু আপনার সাথে আমার পরিচয় হয়নি সেটা আমার অনেক বড় ব্যর্থতা :(

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আছরের নামায় পড়তে গিয়েছিলাম। আপনি বেশিক্ষণ ছিলেন না। আমারই মিস হলো। আপনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা হয়েছিল ।

২৩| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রার্থনা
গোলাম মোস্তফা

----------------------------------


অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।

দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।

সরল সঠিক পূণ্য পন্থা
মোদের দাও গো বলি,
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।

যে-পথে তোমার চির-অভিশাপ
যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ
হে মহাচালক,মোদের কখনও
করো না সে পথগামী।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: জানেন সুপ্রিয় ব্লগার আমার বাবুটা মানে সালমান যখন ওর মায়ের পেটে ওর মায়ের ব্লাড ডিফিসিয়েন্সি দেখা দিল সুপ্রিয় ব্লগার ঘুডি্ডর পাইলট মাগুর রুবাইয়াত বেশ কয়েক ব্যাগ রক্ত ম্যানেজ কলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন সম্মানিত শিক্ষকও এ বিষয়ে গর্ভকালীন সময়ে রক্ত সংগ্রহে ভূমিকা পালন করেছে। তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। বিশেষ করে মাগুর রুবাইয়াত ভাই তার অবদান মনে থাকবে অনেকদিন ।

২৪| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ছবি এবং কবিতা দারুণ লাগল। ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৫| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

নাঈম জাহাঙ্গীর® বলেছেন: ব্লগের প্রথম মন্তব্য সুন্দর তিনটি কবিতার পোষ্টে রাখতে পেরে ভালো লাগছে।

খুব ভালো লাগলো কবিতা গুলো, দারুণ কথামালা।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রথম কমেন্টে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। হ্যাপী ব্লগিং সুপ্রিয় ব্লগার ।

২৬| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

নীলপরি বলেছেন: তিনটে কবিতাই সুন্দর লিখেছেন । +++++
শুভকামনা

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।

২৭| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯

শিখা রহমান বলেছেন: সুন্দর কবিতাগুচ্ছ। ভালো লেগেছে কবি।

সালমান খুবই মিষ্টি, জান্টুশ একটা বাচ্চা।

সালমানকে অনেক আদর আর কবিকে শুভকামনা। ভালো থাকবেন।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২৮| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ছবির বাবুটার জন্য ভালোবাসা।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য অশেষ কৃতজ্ঞতা।

২৯| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, আপনার বাবু (সালমান) এর জন্য রইলো অনেত অনেক ভালোবাসা ও দোয়া ।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে লালগোলাপ শুভেচ্ছা। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.