নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অতৃপ্তি- তৃপ্তি

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১


অতৃপ্তিতে আচ্ছন্ন আমার চারিপাশ
লিখতে গেলে অতৃপ্তি —
আমায় করে নিত্য পরিহাস।

কেবল সময় বয়ে চলে— তটিনীর মতো
গন্তব্যহীন জীবননৌকো তাতে ছুটছে দিকবিদিক
সুদীর্ঘ এক পথে যেনো —সে এক দিকভ্রান্ত পাথিক।

তোমার দিকে ভাসছিল তা দারুন মায়া বুকে
ভেসে ভেসে দিকহারা সে — তুমিহারা শোকে।


এখনো সে ভাসছে কেবল অসীম দরিয়ায়
কোথায় যাবার কথা ছিল
ছুটছে কোথা হায়—

এবার না হয় তুমি ছুটে এসো
নৃত্যের তালে আপন মহিমায়।

জড়িয়ে ধরো গলে—জড়িয়ে ধরে দেখো
এই হৃদয় কী বলে—অনেক তো বলা হলো
কাব্য লিখে লিখে—এবার না হয় বলুক হৃদয় অপার নিরবতায়।
কথা দিতে পারি অতৃপ্তি থাকবেনা আর তোমার আঙিনায়

ছলনা করো না আর— এবার কাছে এসো।

মৌমাছির গুঞ্জরণে ভালবাসার নিকুঞ্জবনে
আঙুলে আঙুলে ঝড় তোলা।
কেশবতী- লজ্জাবতী-লতা ঠুঁটে ঠুঁটে মন বিনিময়
অতীতের অতৃপ্তি ভুলে তৃপ্তির ঢেকুর তোলা।

ছলনা করো না আর —এবার ভালোবেসো।



মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

জাহিদ অনিক বলেছেন: দ্বিজেন্দ্রলাল রায়'কে মনে পড়ে গেল-


বেলা বয়ে যায়,
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: আমার মনে নেই কোন তৃপ্তি। লিখছি তো লিখছি ।দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা ভেবে লিখিনি। কমেন্টে এক রাশ শুভেচ্ছা ।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: ২০১৯ এ বই বের হবে?

******

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: বের করা যেতে পারে। বইয়ের নাম দেবো "এই লও কলম ।"

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

ফেনা বলেছেন: মুগ্ধ হলাম।
সাথে ভাল লাগাও রেখে গেলাম।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম। এটা নিছক একটা কবিতা ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:



ছলনা যিনি করেছেন একবার, ভালোবাসা নেই সেখানে

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কথায় আছে নারী ছলনাময়ী, নারী মমতাময়ী, ব্লা ব্লা ব্লা, ওটাতো অভিসারের চলনা। জলে ভেজা পদ্মের মত জবজবে ভেজা রমনী।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে কবিতা ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালোলাগাতে ধন্যবাদ্।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: গত কয়েকদিন আপনার কবিতা খুব মিস করেছি।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আমিও আপনার কমেন্ট মিস করেছি।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের মানে জানে না!

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। কবে যে চিনবে জানবে। গণিতে কাঁচা অনুর্বর মাথা ।

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৩

কাওসার চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা +++

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আর মাত্র ৫টা পোস্ট । তাহলে ১০০০ পোস্ট হয়ে যাবে। পারবো কি লিখতে আর পাচখানা। এখন সবার মানা ব্লগিং করতে। :(

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৫

বাকপ্রবাস বলেছেন: লেখা তুমি ধরা দাও প্রিয়া হলে
সেলিম ভাই তোমার অপেক্ষায়
সময় যাচ্ছে ক্ষয়ে।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

প্রথমকথা বলেছেন: মুগ্ধ কবি । খুব সুন্দর লিখেছেন।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, শুভেচ্ছা জানবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা্ ।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য।
'এই লও কলমের' জন্য অগ্রিম শুভ কামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

অব্যক্ত কাব্য বলেছেন: খুব ভালো লেগেছে কবি।" এই লও কলম" এর জন্য শুভ কামনা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ও পাঠে অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.