নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভগ্নহৃদয় বন্ধু আমার
থাকিতাম তারি সঙ্গে হয়ে সমব্যথি
পাখি তার উড়ে গেছে সকল বাধন ছিন্ন করে।
বুকে তার শূণ্যতার সমাহার বাঁধনহারা
এমন সময় মৃত্তিকাবিজ্ঞানের এক সহপাঠি-জিয়নকাঠি
ভালোবাসার আকাশ থেকে—ডেকেছিল তাকে
দু’জনার সাথে যেতাম খেতে—চানখার পুলের রেস্তোরাতে
হৃদয় তাঁর একটি সাগর— বন্ধুর ব্যথা কোথায় হারালো?
ভালোবাসার কোমল পরশে তার সকল ব্যথার সমাধি হলো।
আমি ছিলাম সবার উপর—
তাকে নিলাম মাথার উপর—
বন্ধু হলো দুলাভাই শিমুল হলো বোন
রুটিনমাফিক বন্ধুরে মোর করি জ্বালাতন।
মাথার উপর যেন পেলাম ছায়া— কঠিন খরতাপে
সুযোগ পেলে কি যে করি
বোনটা আমার –পায়না ভেবে কূল-কথার চক্রবাঁকে।
একটাই কষ্ট তার পায়না সে কোন ট্রিট
আমার কাছ থেকে—
অপেক্ষার দিন তার—কতো কষ্টে কাটে
সবার সামনেই তিনি করিবেন অভিযোগ
আমিও নাছোড়বান্দা-খাওয়াবোনা খাওয়াবোনা
তারে না খাওয়াতে লাগে ভীষণ সুখ।
ট্রিট না পেয়ে আমাকে সে— নিবে একহাত
রাগলে তাকে লাগে ভালো –সে ট্রিট অপেক্ষায় থাক।
বন্ধু আমার অনেক সুখি-
মনে তার এখন আর ব্যথার নেই কোন লেশ
আমার বোনটাও আহলাদে বাঁচেনা.....
আমার আজিকার কবিতা এইখানে শেষ ।
She didn't come
She didn't come
Though I have waited a lot!
She always lives in— my thought
But She doubts me a lot!
No doubt she is heartless and cruel!
She hurts me a lot;
She is my sunshine— she is my love
In this dark earth she is my white dove
Without her love I feel I am not alive
If she want I can give her an ocean of love.
সে আসেনি—
সে আসেনি—
তাই অনন্ত প্রতীক্ষার হয়নি অবসান।
তার আবাস আমার ভাবনার গভীরে,
আমায় ঘিরে —তার এক সাগর মিথ্যে সন্দেহ
সে এক হৃদয়হীনা—পাষাণী!
অনেক বেদনার অনলে পুড়িয়েছে এ হৃদয়।
সেই সূর্যোদয়— সেই ভালোবাসা
অশান্তির ধরণীতে সেই আমার শান্তির শাদা পায়রা
ভালবাসাহীন জীবন মরণসম
চাইলেই তাকে দিতে পারি ভালোবাসার এক সাগর।
আমার ভালোবাসা আর কারো নয় - আমার ভালোবাসা সূর্য প্রখর ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধুর একটা একটা মেয়ে হয়েছে ফুলের মতন পরীর মতন। তার এখন তিনটি সন্তান ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আজিকার কবিতাটা পড়িয়া করিলাম শেষ।
বন্দু হইল দুলাভাই, শিমুল হইলো বোন
খাওয়া দাওয়ার জন্য নিয়মিত তাদের কইরা যান জ্বালাতন
আমাদের ভালো লাগলো কবিতাটি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: একটি সফল কবিতা । বন্ধু স্লামবার্জারের কান্ট্রি ডিরেকটর । তিন সন্তান আর আহলাদি বউ মানে আমার বড় বোন। বেশ ভালো আছে।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
কিছু পদ্য গাঁথা হয়, যেগুলো মানুষ কখনো মনে রাখবে না
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। মাথা কাজ করছিল না। কবিতা লেখে মাথার জট ছোটালাম । এখন আবার কাজ। বন্ধু আমার অল রা উন্ডার ফুটবল গোলকিপার ক্রিকেটার মেধাবি ছাত্র ভালো কবিতা আবৃত্তিকার দেখতেও শাহরুখ খানের মত। এখানে বুঝা যাচ্ছে না । এক কথায় সেগুন।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর ছন্দে ছন্দে বন্ধুর প্রতি ভালোবাসা বুঝিয়েছেন, ভালো লাগলো কবিতা
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: তাতো থাকবেই। বন্ধু বলে কথা ।কমেন্ট এ অশেষ কৃতজ্ঞতা ।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
ঢাবিয়ান বলেছেন: চাংখারপুলের কোন রেস্তরায়?
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: মিতালী,নিরব,আরেকটা কিজানি ছিল সোহাগ মনে হয়।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতায় কবিতায় গল্প ভালো লাগলো ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা্
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা্ সনেট কবি
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
সোহানী বলেছেন: আপনার বোনকে নিয়ে লিখা সাথে সি ডিডন্ট কাম একসাথে লিখায় কনফিউশান তৈরী হয়েছে...........
ভালো লাগলো কবি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: পরেরটি পরে লিখা । ইংরেজীতে লেখা মানে মনের অবস্থা ভয়ানক রকমের খারাপ। মেজাজ খারাপ হয়ে গেলে েইংরেজিতে কথা বলার মতো।
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
ওমেরা বলেছেন: শুধু দুলাভাই এর কাছ থেকে খাবেন, খাওয়াবেন না !!
এমনি এমনি কি আর সন্ধেহ হয়!!
কবিতা ভাল হয়েছে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: দুলা ভাইয়ের বেতন অনেক বেশি!!! সরকারি চাকুরীতে এত বেতন নেই । অভিভাবকরা খাওয়াবে। আমি কেন??
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
বড় বোন সুখে থাক । তবে তাকে ট্রিট না দিয়ে কেপ্পনী করা ঠিক নয় !
শী উইল নট কাম কজ শী কান্ট হোল্ড অল দ্য ওসেন ইন আ গ্লাস ।
শান্তির সাদা পায়রা উড়িয়ে দিতে হয় , খাঁচায় বন্দী করা অশান্তি নিয়ে আসতে পারে ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আসলে ভালবাসার গভীরতা উপলব্ধি করতে পারে না। পারলে নালিশ দিয়ে বেড়াতো না ।
বন্দি করা হয়নি। মুক্ত বিহঙ্গ !!! আকাশে উড়ছে ।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭
সৈয়দ ইসলাম বলেছেন:
বড়বোন পরিবারসহ সুখে থাক। আর কবিতারা প্রতিদিন নতুন জীবন পাক।
প্রিয় সেলিম ভাই, আপনি কেমন আছেন?
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাল আছি। একটি পোস্ট ডাফট হয়ে যাওয়ার পর আর উদ্ধার করতে পারিনি। তাই মন খারাপ।
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৮
সৈয়দ ইসলাম বলেছেন:
হয়ে যাবে ঠিক ইনশাআল্লাহ। চিন্তা করবেন না।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আর হয়েছে। তার আজীবন আমার চরণদাসী হয়ে থাকা উচিৎ। এত ভালোবাসা কেউ কি বেসেছে কাহারে কোন কালে???
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
শিখা রহমান বলেছেন: "She didn't come-সে আসেনি" এই অংশটুকু ভালো লেগেছে।
আপনার বোনকে ও তার পরিবারকে শুভকামনা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অভিনন্দন। আর একরাশ শুভকামনা
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
ইব্রাহীম আই কে বলেছেন: আমার ভালোবাসাও সূর্য প্রখর, শুধু দেখানোর অপেক্ষায়!!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: হা হা দারুন কমেন্ট ।
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
জাহিদ অনিক বলেছেন:
ইংরেজী ও বাংলা -- ভালো লেগেছে।
প্রথম কবিতা না পড়ে শুধু শিরোনাম পড়ে ভেবেছিলাম, আপনার বড় বোনেও কোথাও আসার কথা ছিল সে আসে নাই।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা না। বাঙালি রেগে গেলে ইংরেজী বলে ।ইংরেজীতে গালি দেয়া মানে উপযুক্ত শাসন। তেমনি ্ইংরেজীতে কবিতা মানে ভয়ঙ্কর প্রেম!!!!!
না ঠিক তা না ।
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
এ.এস বাশার বলেছেন: অসাধারন হয়েছে কবিতা দুটি.....ইংরেজি অনুবাদটিও সুন্দর ।
হলুদ গোলাপের শুভেচ্ছা নিবেন...
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
হলুদ ফুলের আবেশমাখা শুভেচ্ছা বারতা
লেগেছে খুব ভালো
তোমার তরে সাদা গোলাপ ঘর করিয়া আলো ।
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
খায়রুল আহসান বলেছেন: She hurts me a lot - এই ছোট্ট কথাটায় অনেক ব্যথা লুকিয়ে আছে!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: একটার পর একটা শব্দ বসিয়ে সুন্দর কবিতা লিখেছেন।