নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির চোখে জল ও অন্যান্য (হাজারতম পোস্ট)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

বৃষ্টির চোখে জল

অঘোর বৃষ্টিতে ভিজে গেছে মন— আকাশ কেঁদেছে
সূর্যটা হারিয়ে গেছে —ভিজে গেছে রাজপথ
ঝিরিঝিরি হাওয়া বহিছে—বৃষ্টি থেমে গেছে
তারো কী আছে আপন কক্ষপথ ?
হাওয়ায় মিশে আছে বৃষ্টির শীতলতা
আরো ক'ফোটা জল পড়বে বোধ হয়
ঢিমেতালে ঝরবে বোধ হয়-আর বেশি নয়।

বৃষ্টির আমেজে—মনটা উদাস
মনময়ূরী, উঠরে নেচে—বৃষ্টিস্নাত মেঘলাদিনে।
একেলা দিন কাটে কী করে ও সোনা বউ
বৃষ্টি ভেজা পাখির পালক—পাখির ঠোঁট, বৃষ্টিখেকো একটা চাতক!
বৃষ্টির জলে —কাব্য উঠুক—ময়ূরী তোর রূপের নেশা
লেগেছে মোর আজ দু'চোখে, একেলা আমি দারুন হতো
আসতে যদি সঙ্গোপনে —মধুর বিভোর অভিসারে
আরও ক’ফোটা জল চোখে আমার জমা আছে
এখনই ঝরবে বোধ হয়— ভালোবাসার অর্ঘ্য ঢেলে
প্রিয়তমা তোর চরণ তলে অথবা গলে
খুব বেশি না কফোটা জল ভালোবাসার রংমহলে।


নির্জনতা


আমি উত্তাল জনসমুদ্রে গিয়েছি
পঙ্গপালের মতো মানুষের শোরগোল
সেখানে আমি নির্জনার স্বাদ আস্বাদন করেছি।

অজস্র পথিকের ভীড়ে একাকিত্বের কড়ালগ্রাসে
নিজেকে এক ধ্যানমগ্ন একা মানুষ হিসেবে পেয়েছি।

মিছিলে শ্লোগানে—প্রচন্ড শোরগোলে
আমি নৈ:শব্দের নৈস্বর্গে ডুবে থেকেছি ।
সুদূর লঙ্কাবে কেবলকারে -পরিযাজকের
ভিড়ে নির্জনতা সঙ্গী করে হেটেছি বিস্তর পথ।

কবিতা আমাকে আবিষ্ট রাখো
আমাকে নদীর জলের মতো প্রবাহিত করো
ভাবনার ভেলায় চড়ে বিশ্বপরিভ্রমনে
কতবার শুধিয়েছি নিজের কাছে—তুমি কী!
অন্যসবের মাঝে সব আছে
সুঢৌল পাহাড়- উপত্যকা ফাটল ঝরণা
অহংকার করার মতো কিছু নও তুমি
খুব সাধারণ আর দশটা মানবীর মতন
অথচ সব সাধারণ নিয়ে তুমি অনন্যা
তুমি অতুলনীয়া— তুমিহীনা বিরাণ পৃথিবীতে
তুমি যেন ঐশ্বর্যের আধার দিয়েছো ঢেলে তাতে।
তুমি যেন মানবী নও আকাশের অপসরা
নিখুঁত কারুকাজ বুকে আমার সুপ্রিয় কলমদানি
এই লও কলম পান করো যমুনার দুধসাদা জল ।



অনুরোধ

একসাথে মরবি না হয় মরবি
তবু তোরা দে কথা দে
গণতন্ত্রের পালে লাগিয়ে হাওয়া
সোনার এক দেশ গড়বি।

একাত্তুরে মরেছিলি আবার না হয় মরবি
স্বৈরাচারের বিষদাঁত ভেঙে সোনার এক দেশ গড়বি।

মুজিব- জিয়া নাকি আইয়ুব খান-ইয়াহিয়া
কার ঘরে তোর পাশার দানটা রাখবি?


হিসেব নিকেশ খুবতো সোজা
সহজে তা যায়রে বুঝা ।
ভাসানি কি পদে ছিল? তার ভূমিকায় থাকবি।
সে কী কারো চেয়ে ছোট একটু ভেবে রাখবি।

মানুষ মারার যন্ত্র থেকে দেশমরার তন্ত্র থেকে
বাঁচিয়ে মোদের গনতন্ত্রের পতাকা উড়িয়ে
—ভালোবাসার নীলাকাশে ভাসবি।

....................................................
যিনি একজন ব্লগার সন্দেহাতীত ভাবেই তিনি একজন আধুনিক সৃজনশীল মানুষ। অনেক কিছু নিয়েই ব্লগিং হতে পারে ভ্রমন কাহিনী, গল্প, উপন্যাস কবিতা। আমি মূলত কবিতা লিখি। আমার কাছে কবিতাই সেরা। ব্লগ সৃজনশীলতা চর্চার সর্বোত্তম স্থান। এখানে লিখে লেখার মান সম্পর্কে তৎক্ষনাৎ ধারণা লাভ করা সম্ভব হয় । এটা নিজেকে ঝালাই করে নেয়ার দারুন একটা জায়গা। ফলে যে যাই লিখুক এখান থেকে তার গুণের সর্বোচ্চ উত্তরণ সম্ভব। ব্লগ আমাকে পরিচিত করেছে অনেক নতুন মুখ প্রিয়মুখের সঙ্গে। দারুন সব সৃজনশীল মানুষের সঙ্গে। মামুন রশিদ, কান্ডারী অথর্ব, নেক্সাস, অন্যমনস্ক শরৎ, জাদিদ, আমিনুর , ঘুড্ডির পাইলট, শিপু ভাই,
সুমন কর, স্বপ্নবাজ অভি, স্নিগ্ধ শোভন, জুন, সোহানী, আরজু পনি, জানা, শায়মা, গিয়াস লিটন, নীল সাধু, রোদেলা, রাজীব নূর, প্রামানিক, নীল পরি প্রমুখ ব্লগারের সঙ্গে।

বাকপ্রবাস, সনেট কবি, খায়রুল আহসান, কাউসার চৌধুরী,পদাতিক চৌধুরী ,ওমেরা ,শিখা, চাঁদগাজী, কাইকর, নিজাম মন্ডল আরও অনেক নতুন ব্লগারে সঙ্গে সখ্যতা গড়ে ওঠেছে তাদের দারুন সব পোস্ট পাঠ করে। তাদের কমেন্ট আমাকে উৎসাহ দিয়েছে প্রেরণা দিয়েছে, পথ দেখিয়েছে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে ।
তাদের উৎসাহ প্রেরণা কমেন্ট লাইক প্রভৃতি নিয়ে আমার এই হাজার পোস্টের মাইলফলক অতিক্রম করা। আমার যারা শুভাকাঙ্খি ব্লগার তাদের উদ্দেশ্যে এই পোস্ট খানি উৎসর্গ করা হলো ।

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

নজসু বলেছেন: শুভকামনা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

সেলিম আনোয়ার বলেছেন: হাজার তম পোস্ট করার জন্য আজকের চেয়ে ভাল আবহাওয়া আর পাওয়া যাবে না । এদিনটি বেছে নিলাম । হাজারতম পোস্টে আপনার ১ম কমেন্ট ।কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

পদ্মপুকুর বলেছেন: সহস্র অভিনন্দন।

আমি সাড়ে দশ বছরেও একশ পার করতে পারলাম না, আপনি হাজার মাইল চলে গেলেন...

থাউজ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ......

আবারো অভিনন্দন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আজকে আমার খুশির দিন। কবিতা আমার হাজারের ঘরে। আপনারও হাজার পোস্ট হোক। শুভকামনা জানবেন ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: আগে মিষ্টিমুখ করেন-

আগে মিষ্টিমুখ করেন-

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ অনেক। আসলে হাজার পোস্ট আমার কাছে একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। অবশেষে পেরেছি। অশেষ কৃতজ্ঞতা মন্তব্যে ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
হাজার কবিতা লিখেছেন, এটা একটি মাইল ফলক; হাজার ব্লগারের কাছে আপনি কবি

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনারও হয়ে যাবে একহাজার পোস্ট। অগ্রিম অভিনন্দন থাকলো।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

করুণাধারা বলেছেন: অভিনন্দন ও শুভকামনা। লিখে চলুন অবিরাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ ধন্যবাদ। আর কৃতজ্ঞতা। ভাল থাকুন সবসময় এই শুভকামনা থাকলো ।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: সহস্রতম পোস্ট! ফেসবুকের লিংক ধরে যেহেতু আসাই হলো, শুভেচ্ছা জানিয়ে যাই।
কবিতা ধারালো হচ্ছে।
আর সহস্র পোস্টে নিশ্চয় গোটা দেড় হাজার কবিতা! এক জীবন কবিতাময়, কম নয়।
কবিতায় থাকুন। ভালোবাসায় থাকুন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার সহস্রতম পোস্টে আপনার ব্লগে আগমন। এটা অনেক বড় একটা অর্জন।

মনে আছে আপনি দারুন কবিতা লিখতেন। সেগুলো পাঠ করতে ভুল করতাম না ।

সুপ্রিয় দূর্জয় ভাল থাকবেন অনেক এই শুভকামনা থাকলো ।

আপনার আগমন সুস্বাগতম ।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সূর্যালোক । বলেছেন: অভিনন্দন

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

বলেছেন: সুন্দর

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাজারতম পোস্টের জন্য অভিনন্দন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। ফুলে ফলে আপনার ব্লগ ভরে উঠুক।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: অফিসকক্ষ অন্ধকার হয়ে গিয়েছিল। প্রচুর বৃষ্টি হলো। কবিতা লেখার মুহূর্ত এল । ব্যাস লিখে ফেললাম হাজারতম পোস্ট। বাসার রাউটার বজ্রপাতে জ্বলে শেষ। বাসায় গিয়ে রিপ্লাই দেয়া হয়নি ।দুঃখিত।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই আপনার নাম উল্লেখ করতে ভুলে গেছি। আপনিও অনেক কিছু শিখিয়েছেন আমাকে । সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা ।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

কাওসার চৌধুরী বলেছেন:
সামুতে আপনার হাজারতম পোস্ট B-)!! দারুন অনুভূতি হলো; জেনে খুশি হলাম৷এমন গুণী মানুষের সাথে পরিচিত হয়ে সেতুবন্ধন হিসেবে সামুকে পেয়েছি; এজন্য সামু পরিবারকে ধন্যবাদ৷অনেক অনেক শুভ কামনা রইলো প্রিয় কবি ৷

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ফুল কলি দুটোই একসাথে পেলাম ।গোলাপ আমার সবচেয়ে প্রিয় ফুল। দারুন সুঘ্রাণ। আপনি ও ব্লগে সুঘ্রাণ ছড়িছেন ফুলের মত। আপনার জন্য শুভকামনা থাকলো। ভাল থাকবেন সবসময় ।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: বাসায় এসে দেখি রাউটার জ্বলে গেছে!!!!

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

সুমন কর বলেছেন: দারুণ এবং অভিনন্দন !!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ। আমার কাব্যিক ভ্রমনে সঙ্গী হওয়ার জন্য । এটা একটা মাইল স্টোন। হাজার পোস্টের মাইল ফলক টাচ না করে খ্যান্ত দিলে অপূর্ণতা থাকতো। এখন আমি থামতে পারি। ভূপৃষ্ঠে নামতে পারি ।পদের ধূলি পথেই পড়ে থাকতে পারি।


ভালো থাকবেন সবসময়। এই শুভকামনা থাকলো ।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

এখওয়ানআখী বলেছেন: হাজারতম পোস্টে কোটি কোটি অভিনন্দন হে প্রিয় কবি। হে কবিরাজন, আপনাকে অভিনন্দন টানা ফুলেল কার্ণিসে। কবিদের রাজাকে কবিরাজন বলা যায় নিশ্চয়।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রায় ১৫০০০ কবিতা লিখেছি। বেশিও হতে পারে। কবিতার কোয়ালিটি সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ। কবিতা লিখে এখনও তৃপ্তি পাইনি । অতৃপ্তি সবখানে।

আপনার প্রশংসায় ভাসতে পারছিনা ।

আমি হলাম নবীশ কবি। মনের কথা লিখে ফেলি । হয় কবিতা নয় কবিতা না।

আপনাকে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আশরাফুল ইসলাম দূর্জয় ব্লগে আমার অন্যতম প্রিয় কবি। দারুন লিখেতেন। তিনি কমেন্ট করেছেন ।শ্রদ্ধেয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই কমেন্ট করেছেন।ভালো লেগেছে তাদের কমেন্ট। রাজীব নূর ভাই উৎসাহ দিয়ে যাচ্ছে সব কিছুর উর্দ্ধে থেকে, চাদগাজীও আছেন, আর আছেন দীর্ঘ দিনের সহব্লগার সুমন কর । ভালো লেগেছে তাদের কমেন্ট ।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

জাহিদ অনিক বলেছেন:


ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়।। তটিণী-র হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। পিক কিবা কুঞ্জে কুঞ্জে।। কুউহু কুউহু কুউহু গায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।। ----------------

অভিনন্দন কবি ! হাজাররাত তম রাত আপনি জেগেছেন। হাজারটি কবিতা আপনি লিখেছেন। আপনি গড়েছেন নিজের আরব্য রজনী।
শুভেচ্ছা

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: হাজার রাত তো বছর তিনেকের কম। ৬বছরে ২. হাজারের উপর রাত হবে। কত কবিতা কমেন্টে আকারে আছে। যেগুলো হয়তো হারিয়ে গেছে। সেটি বলতে পারেন। আমার আরব্য রজনী----দারুন সমৃদ্ধ। কিংবদন্তী। আমি কিন্ত নবীশ কবি । কবিতা আমি লিখিনা। ওই লিখায়। আমার কি দোষ।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

জাহিদ অনিক বলেছেন:





১৫০০০ কবিতা লিখেছেন !!!!!!!!!!
মাই গড !!!
কি করেছেন আপনি মশাই !!!!!!!!!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: রিমঝিম বৃষ্টিতে তোমাকে মনে পড়ে
কি করছো—আমাকে কি ভেবেছো একবার
সারাদিন কেটে গেল-কবে হবে দেখা
আকাশের বুকটা যেন হাহাকার আমি যে একা
কিসের জড়তা? কিসের পাশ কাটানো
আকাশের বৃষ্টি দেখো ভালোবাসা মাখানো

কাছে যদি না পাই মনে মনে ভালোবাসিবো
দূরে থেকে সুখ পেলে দূরে দূরে রাখিবো।

ভেবোনা ভুলে গেছি ক্ষণিকের তরে
তোমাকে রেখেছি এই অন্তরে ।

একদিন হয়তো বুক চিড়ে দেখাবো
তুমি ছাড়া নেই কেহ সেখানে
আজ না হয় মুখে মুখে বলি সখি
ভালোবাসি ভালোবাসি-নহে লোক দেখানো।

আমার মত আদর পারবেনা কেহ করিতে
মনে রেখো পরাজয় মানে না কবি নশ্বর ধরাতে।
তুমিও অপরাজিতা রূপে আর গুণে
তোমাকেই ভালোবাসিগো আমি মনে মনে।

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিরোনাম পড়ে একটা গানের দুলাইন মনে পড়লো-
ঝুমঝুমাইয়া নামেরে বৃষ্টি
গাঙে আসে ঢল,
ঘুঙ্গুর পইরা নাচেরে বৃষ্টি
বৃষ্টির চোখে জল।
আসলে আপনার সাথে পরিচিত হয়ে নিজেই সমৃদ্ধ হয়েছে সেলিম ভাই।
সহস্র পোস্ট পুর্তির শুভেচ্ছা নিন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনি হলেন ব্লগের রত্ন। আপনার উপস্থিতি মানেই বিশেষ কিছু। দারুন উৎসাহিত হলাম।

দারুন গান।

এদিকে বৃষ্টি তো কেঁদেই চলছে ।

কমেন্টে উৎসাহিত বোধ করছি ।

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মনিরা সুলতানা বলেছেন: প্রথম দ্বিতীয় এই দুইটা বেশি ভালোলেগেছে ...।

অভিনন্দন আপনাকে মাইলফলক অতিক্রমের !!
অনেক অনেক শুভকামনা :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি যদি বাসায় যাবার পর পোস্ট দেবার কথা ভাবতাম তাহলেও হাজারতম পোস্ট করা হয়তো হতো না। কারন পোস্ট তৈরি করার আগেই বাসার রাউটার জ্বলে গেছে। পোস্ট করার সিদ্ধান্তও তাই ঠিকই আছে।

পেয়ারা শতভাগ আমার।
এইখানে কোন ছাড় নাই। :)

আপনি দারুন সব কবিতা লিখছেন।



আমার হঠাৎ করে ইচ্ছে হলো

এই কথাটি জানতে.....
সব কিছুর উর্দ্ধে আমাকে কারা ভালোবাসে।

তাই তৃতিয় কবিতা টি পোস্ট করা।

ভালোবাসার এসিড টেস্ট। !:#P

একজন কবি কোন বিশেষ দলের নয় বা কবি মানুষের কবি সত্যের কবি প্রেমের কবি স্রষ্টার কবি সার্বজনীন।
তোষামদি করা মানুষ কবি নয়। কবিরা মানুষ মানুষের পক্ষে তারা লিখে যাবে । কবির ভাবনার স্বাধীনতা না থাকলে প্রকৃত কবিতা লেখা কারো পক্ষে সম্ভব নয়। কবি ভালোবাসার উপাসক। কবি স্রষ্টার উপাসক। সত্যের সাধক ।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

সোহানী বলেছেন: হাজারতম পোস্টে শুভকামনা কবি.............

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অভিনন্দন ও কৃতজ্ঞত। সুস্বাগতম নবীশ কবির ব্লগে সুপ্রিয় সোহানী। আপনার আগমনে আমার কবিতা ঋদ্ধ সমৃদ্ধ ।

ভালো থাকবেন সবসময়
নিরন্তর শুভকামনা থাকলো আপনার জন্য ।

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: একজন কবি কোন বিশেষ দলের নয় বা কবি মানুষের কবি সত্যের কবি প্রেমের কবি স্রষ্টার কবি সার্বজনীন।
তোষামদি করা মানুষ কবি নয়। কবিরা মানুষ মানুষের পক্ষে তারা লিখে যাবে । কবির ভাবনার স্বাধীনতা না থাকলে প্রকৃত কবিতা লেখা কারো পক্ষে সম্ভব নয়। কবি ভালোবাসার উপাসক। কবি স্রষ্টার উপাসক। সত্যের সাধক ।



খুব সুন্দর বলেছেন !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: আবারো কমেন্টে একরাশ শুভেচ্ছা। কবিরা প্রেমের কবিরা ঘৃণার নয় কখনো। :)

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাজারতম পোস্ট!!!! ওয়াও!!! সশ্রদ্ধ সালাম কবি সাহেব। অনেক অনেক ভালবাসা আর শুভকামনা জানবেন। ভাল থাকুন সবসময়। হাজারতম পোস্ট!!!! ওয়াও!!! সশ্রদ্ধ সালাম কবি সাহেব। অনেক অনেক ভালবাসা আর শুভকামনা জানবেন। ভাল থাকুন সবসময়।



১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ও সূস্বাগতম। আমার কাব্যিক ভ্রমনে আপনি ও ছিলেন সহযাত্রী। অশেষ কৃতজ্ঞতা জানবেন আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

শুভ্র বিকেল বলেছেন: আপনার তিনটে কবিতায় সুন্দর। আর নিচে আপনার মন্তব্য সম্পর্কে বলতে গেলে বলতে হয়, আমরা সবাই কমেন্ট করি, সুন্দর, ভাল হয়েছে, ধন্যবাদ মানে পজেটিভ সাইড গুলি তুলে ধরি, এর থেকে ভুলগুলি পাওয়া কষ্টকর, আমরা প্রত্যেকে যদি কিছু কিছু সমালোচনা করতাম তবে ভাল কিছু আসত এখানে সমস্যা মন মালিন্য হতে পারে, এজন্য কেউ করতে চায় না ফলে ভুলগুলো ভুলই থেকে যায়। ধন্যবাদ প্রিয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও একরাশ শুভেচ্ছা আর অফুরাণ ভালোলাগা। আপনাদের কমেন্ট আমার লেখার জন্য প্রেরণা হয়ে থাকবে।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪০

বলেছেন: হাজারতম পোষ্টে হাজারো মানুষের ভালোবাসা প্রিয় কবি।

আপনার লেখনী হাজার বছর বেঁচে থাকুক পাঠক হৃদয়ে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: খোকন সোনা যাবার সময় হলো
কতো কষ্টে তোকে বিদায় জানাই
বিধাতাই জানেন ভালো
আমি কি আর সাধে যাই চলে
তুইতো এখন অনেক ছোটো
সঙ্গে যদি নিই তোকে
সারাদিন কাঁদবি মা মা বলে
বিদায় বেলায় চেয়ে দেখি
তোর অনেক অভিমান।
টি-শার্ট আমার ফেলে দিলি ফ্লোরে
না বলা কথাতে দিস বলে তুই
তোকে যাইনা যেন ছেড়ে
বুক টা আমার ভীষণ ব‍্যথায়
ডুকরে ডুকরে কাঁদে-যাবোনা যাবো নারে।
তবু চলে যাই অফিসে কাজ জমেছে মেলা
আমি বড্ড অসহায়।
কী যে করি পাইনা ভেবে বিধির নিঠুর খেলা
স্রষ্টার কাছে সতত এই প্রার্থনা করি
আমরা যেন অদূর ভবিষ্যতে একসঙ্গে থাকতে পারি।
সে আমার সাতরাজার ধন স্রষ্টার অপার দান
তারে ছেড়ে থাকতে দূরে প্রাণ করে আনচান।



গাড়ি র চাকা পরিবর্তন চলছে মানে আধাঘন্টা লেট অফিসে সময় মত পৌঁছতে পারবোনা।

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, আপনি কবি মানুষ, আমি কবিতা লিখতে পারিনা তবে আপনার কবিতা পড়ে আপনাকে কবিতা উপহার দিচ্ছি, আপনার উপহার গ্রহণ করুন: -



মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি।
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি ।।


কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি ।।

কেয়া পাতার নৌকা গড়ে
সাজিয়ে দেব ফুলে ফুলে
তালদীঘিতে ভাসিয়ে দেব
চলবে দুলে দুলে ।।

রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাব আজ বাজিয়ে বেণু
মাখব গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি ।।


জীবনের প্রচন্ড ব্যাস্ততায় মাঝে এই গান শুনে ছেলেবেলা মনে পড়ে যায় - যা আর ফিরে পাবো না, সেই সোনালী দিন।


১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: অভিমানী —পাখিটা
জানিনা এখন কি যে করছে
খেলনা গাড়ীগুলো হয়তো
খাটিয়ার আর দেয়ালের মাঝখানে ছুড়ছে
পাষাণী কি আর তার
মনের ভেতরের— অন্তরের কোন খুঁজ রাখছে
হয়তো খোকা মনে মনে
আমার আগমনী ক্ষণটা ভাবছে
"আমাকে না বলে বাবা
কোথা যে যায় চলে
অন্যদের বাবা রোজ ফেরে ঘরে
আমার বাবা কেন যে ফেরে না
তাকে ছাড়া একা ভালো তো লাগেনা"
খোকার কথা ভেবে
সকল ব্যথা সহ্য করে
আমি শুধু প্রার্থনা করি
আমার খোকা যেন আসে ফিরে
আমার কাছে—যেমন পাখিরা ফিরে নীড়ে
সাঁঝের বেলাতে
সব থেকে বেশি সুখ লাগে প্রাণে
খোকাকে সঙ্গে নিয়ে রিকশায় ঘুরাতে
আমরা দেখি নদী—পাখি
মানুষের দল—সরোবরে নিরবে ফুটে থাকা শতদল
অভিমানী পাখিটা আছে কত দূরে!
জানিনা এখন বেলা তার কাটে কী করে।


সালমানকে নিয়ে লেখা কবিতা...................আপনার উপহার সাদরে গৃহীত হলো।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার।

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

আবু মুহাম্মদ বলেছেন: অভিনন্দন ও শুভকামনা। লিখে চলুন অবিরাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আজিকে জানালা হতে গায়ে দমকা হাওয়া লাগিছে
আজিকে যেন মনের ভেতর আচমকা দোলা লাগিছে
মনময়ূরী কী তবে আজি ভালোবাসার পেখমখানি তুলিছে।

????

২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



"হাজারতম পোস্ট" এর মাইলফলক পেরিয়ে যাওয়া, ব্লগের প্রতি আপনার নিবেদনকেই তুলে ধরেছে ।
ব্লগারদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস সুস্বাগতম আমার ব্লগে। এখন লিখলাম এই কবিতা । কমেন্টে ও শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা জানবেন।

এতো বাঁধা— কাব্য সাধা
বনবাসে কৃষ্ণ রাধা
গভীর বন—্ আলোর নাচন
জোনাক জ্বলে তারার মতন।

ঘুমেরর ঘোর— অষ্টপ্রহর
কবিতার ঘন কালো চুল খোলা
কবির মনে দেয় যে দোলা
ওগো শরত বেলার দুধ সাদা ফুল
ভালোবাসা নয় কোন ভুল
তোমায় নিয়ে লিখি তাই—দারুন মায়ায়
ভালোবাসার মৃত্যু যে নাই।
বলে দিলেম কায়দা করে
শরতের এই আলোক-প্রহরে।।

২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৭

শিখা রহমান বলেছেন: সহস্রতম পোষ্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। আমার নাম উল্লেখ করার জন্য কৃতজ্ঞতা। আপনিও নিয়মিত আমাকে মন্তব্যে উৎসাহিত করেছেন এবং করেন।

তিনটা কবিতাই তিন রকমের সুন্দর। তবে আমার মতো বৃষ্টি পাগল মানুষের কাছে প্রথমটা খুব খুব ভালো লেগেছে।

প্রিয় কবি ভালো থাকবেন কবিতার গেরস্থালীতে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভকামনা ব্লগে এসে কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন। খুব ভালো লেগেছে । ভালো থাকুন সবসময় এই কামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.