নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নজাল কতকাল দেবে হাতছানি?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩



জল্পনা কল্পনা —মিথ্যে গল্প না
আমার ভালোবাসা সখি— অল্প না
শব্দজাল বুনি—স্বপ্নজাল কতকাল
দেবে হাতছানি—গণ্ডিবদ্ধ মানবজীবন
স্বপ্ন সীমাহীন, ভালোবাসার অধিকার তার মিথ্যে না।

যার জীবনের মূল্যবান সময় কেটেছে
আমাকেই ভালোবেসে,

শত বাঁধা গোলকধাঁধাঁ আধা স্বপ্ন আধা সাচা।
কষ্টিপাথরে যাচা— ভালোবাসার পরিকল্পনা
ক’ফোটা ঘাম ক’ফোটা অশ্রুসজল সুন্দর আল্পনা
কতটা অবজ্ঞা ছলনার কত ঘাট জল পান করে
অতঃপর দাবীদার ভালোবাসা ফল— দাবীতো অল্প না
রূপকথার গল্প না।

ভালোবাসা তার তবে কেন হবে নিস্ফল?
ভালোবাসা ভালো না হলে ভবে
ভালো তবে কী?—স্বর্থপর লোকে
ফন্দি এটে করছে কতো কী!
টাকা- গাড়ি- বাড়ি –পণ্যসামগ্রী।

এত লালসার ভীড়ে ভালোবাসার মূল্য তবে কী?
ভালোবাসা তো গোলাপের মতো— সুন্দর শাশ্বত
মৃগনাভীর মতই কাম্য
শুধু পরখ করে নিতে হয়—ভালোবাসা অলিক গল্প না ।
মানুষের তরে নিবেদিত প্রাণ—মন্দ কী করে হয়!!
মানবের সাথে হয় প্রেম—দানবের সাথে নয়।

ভালোবাসার কষ্টি পাথরে করেছো পরিমাপ
তাতে রয়েছে সময়, যোগ্যতা আর দৃঢ়তার সুষ্পষ্ট জলছাপ।

শরতের আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা
তোমার প্রেম হেথা এ প্রাণে করিতেছে খেলা।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: বেশ কিছুদিন পর আপনার কবিতা পেলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

রাকু হাসান বলেছেন: সুন্দর লিখেছেন কবি ! অনেক দিন পর আপনার কবিতা ভালোলাগা +

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা এবং নিরন্তর শুভকামনা ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

ফেনা বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে।
মুগ্ধতা প্রকাশ করলাম।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

ফেনা বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে।
মুগ্ধতা প্রকাশ করলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ কবি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবিতা পাঠে এবং শুভকামনায় ।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে!! কষ্টিপাথরের ভালোবাসা,
শরতের সাদা মেঘের ভেলায় ভেসে,
মুগ্ধতা হৃদয়ে কল্পনার অবগাহন।

বেশকিছু দিন পরে আবার আপনাকে বরণ।
শুভকামনার সঙ্গে ভালোবাসা চিরন্তন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

নিরন্তর শুভকামনা ।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

সনেট কবি বলেছেন: সুন্দর+

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আনোয়ার ভাই
সুন্দর কবিতার জন্য
শুভেচ্ছা

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: মানুষের ভুল হয়—আত্নশুদ্ধি হয় আবার ভুল
মানুষেরে ভালোবাসা সখি নহে কোন ভুল।

এটুকু দিলাম বাদ দিয়ে।

ওটকু আমার কবিতা না। :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আমি লিখি বিশুদ্ধ কবিতা ।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবিতা আমি পড়ি না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আমিও কবিতা লিখি না । ;)

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

স্রাঞ্জি সে বলেছেন:

কবি ভাইয়া কোথায় ডুব মারলেন।?????

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কবতার মাঝখানে। ;) কাজের মাঝে ডুবে আছি ।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আহহহহ কবিতা! কবিতা কারই বা অপ্রিয় হুম? সব বয়সের মানুষের হৃদয়ের এক বিশাল জায়গা দখল করে আছে এই কবিতা।
কবিতাটি ভালো লেগেছে। ধন্যবাদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। আসলে কবিতার তুলনা হয়না।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

আরোগ্য বলেছেন: সুন্দর রচনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.