নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অপরাজিতা, ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে
আছি—তোমারি আমি, পাশাপাশি
রেল লাইনের মতো,
অথবা জলে ভেসে থাকা হংস মিথুন
সমুখপানে চলছে ছুটে
আমাদের দুজনার প্রেম চিরন্তন —শ্বাশত।
এ আমাদের গণতান্ত্রিক অধিকার—জনতার রায়ে
তোমার পদ্মাসন কেবলই আমার—সুষ্ঠু নির্বাচন
দিয়ে দেখো—পারবে না কেহ হারাতে আর…
পরাধীনতার সূর্য গেছে ডুবে— সেই কবে
গণ-আন্দোলন আর বিপ্লবে— মিথ্যে সন্দেহ!
বুদবুদের উদগীরণে কর্পূরের মতোন গেছে উবে
যা কিছু অবশেষ— তাতে আমাদের ষোলআনা অধিকার।
প্রবঞ্চণা নয় আর—শরতের কাশফুল তুমি আমি শাদা মেঘ
ঐ নীল আকাশের বুকে—তুমি চাইলে বৃষ্টি হয়ে নামি আমি
আমরা যেন বৃষ্টিস্নাত ভূমি—প্রতীক্ষায় কেটে যায় শালিকের উদ্বেগ।
নিজেকে রেখো পুত পবিত্র—প্রস্ফুটিত ফুলের মতো
সুবর্ণ সময়—বেশি দূরে নয়, অযাচিত শৃঙ্খল একদিন ভাঙবেই
আমাদের দুজনার বিপ্লবী প্রেম—চলছে. চলবেই...
ভালোবাসা অভিধানে পরাজয় নেই কোন—
ব্যবধান যতটুকু আজো টিকে আছে—তেলাপোকার মতো
একদিন তা-ও হয়ে যাবে দূর
আঁধার পেরিয়ে আসে নতুন ভোর— শিশির ভেজা ধানের শীষে।
ওগো মোর নোনাজলে ভেসে থাকা ফুল—ভালোবাসা নহে কোন ভুল
ইতিহাস তাই বলে— ইতিহাস হয় বিরচন ইতিহাস স্বর্ণাক্ষরে থেকে যায়।
আবারো ইতিহাস হোক আমাদের গণতান্ত্রিক অধিকার
ভেঙে ফেলে প্রহসনের কারাগার—রাজপথে মিছিলে হয়ে যাবে উৎখাত
মিথ্যের মসনদ—অবৈধ বৈভব সব—
মিছিলে— শ্লোগানে, কবিতায়— গানে ...
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ইস্পাত কঠিন বলা যায়।
২| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪
সৈয়দ ইসলাম বলেছেন:
পুরোটাই পড়লাম। মুগ্ধতায় আচ্ছন্ন করার মত কবিতা।
কবিতায় প্লাস++
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫
সাগর শরীফ বলেছেন: কিছুটা মোটিভেশনাল লাগল !
সুন্দর !
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: মোটিভেশন করছি!! কবিতা কে প্রলুব্ধ করা আর কি? হে আমার কবিতা! তুমি ধরাতে অবতরণ করো পরীর রূপে। হয়ে ওঠো শ্রেষ্ঠ কবিতা। রূপে জৌলুসে ঐশ্বর্যে অনন্য হয়ে ওঠো ।
৪| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫১
বাকপ্রবাস বলেছেন: সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখি সবগুলো ভোট ভরে যাবে প্রেম বাক্সে। প্রেম নিয়ে জবরদস্তি করোনা প্রিয়তমা। তোমায় আমি ভালবাসি। ভরে দিতে চাই তোমার দেহ ব্যালটে ব্যালটে।
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২
সেলিম আনোয়ার বলেছেন: এটা বোধহয় প্রম্পট করা। এট লিস্ট নিজের শ্রেষ্ঠত্ব উপস্থাপনা করা জাহির করা। প্রিয়তমার ভোট সবার উপরে। সে যদি চায় অতি তুচ্ছ কাউকে ভালোবাসার মালা অর্পন করবে তাহলে আর কিছু লাগেনা। সাদৃশ্য বৈসাদৃশ্য ভালোবাসার বন্যায় সব একাকার। কমেন্টের জবাব।। চাপিয়ে দিয়ে হয় না কবিতা ।
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার বলেছেন।নিরন্তর শুভকামনা।
৫| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫১
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল ভাবনা ।
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাবনাতে ভালো লাগায় ধন্যবাদ।
৬| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
ছায়াপথের মতো: আছে, কিন্তু ধরাচোঁয়ার বাহিরে ...
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ভাল বলেছেন। কবিদের ক্ষমতা ব্যাপক। অটালিকা বাসিনীরা কবিদের প্রেমে পরে। কবিতা একধরণের বিলাসিতা। অথবা অলংকার। সোনার অলংকারের চেয়ে লোভনীয় । চাপিয়ে দেয়া কবিতা কবিতা নয় ।
কি বললাম কেন বললাম আল্লাহ মাবুদ ভালো জানে ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯
সনেট কবি বলেছেন: সুন্দর+
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।
৮| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
আখেনাটেন বলেছেন: ভালোবাসা অভিধানে পরাজয় নেই কোন ----- লাইনটি ভালো লাগল।
সুন্দর+
৯| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতায় লাইক।
১০| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
ওমেরা বলেছেন: বেশ ভাল কবিতা ।
১১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রেম- বিরহের কবিতা। কবিতায় প্লাস।
১৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথের 'সাধারণ মেয়ে' কবিতাটি অসাধারন।
১৪| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: মরীচিকা আগুনের মত জ্বলে.....
১৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৩২
কাওসার চৌধুরী বলেছেন:
সময়োপযোগী প্রতিবাদী কবিতা; এদেশে মনে হয় গণতন্ত্র এখনো প্রযোজ্য নয়। জনগনের মৌলিক অধিকার নিশ্চিত না হলে, মানুষ সচেতন না হলে, নেতারা দুর্নীতি মুক্ত না হলে গণতন্ত্রের কোন সুফল মিলবে না। ইলেকশন হবে, "অপেক্ষাকৃত কম চোরদের নির্বাচিত করার একটা ধারা মাত্র।
১৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৭
স্রাঞ্জি সে বলেছেন:
কবি ইদানীং পোস্ট দিয়ে ডুব মারেন। কোন ব্যস্ততা ভাইয়া....
বিরোধীরা নিরামিষ হয়ে গেছে। কিভাবে অবৈধদের মসনদ ভেঙে পেলবে।
কবিতা আরো বিদ্রোহ হয়ে উঠুক এই কামনা।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: আমি আসলে তেলাপোকার মত টিকে থাকা ব্লগার।
অং বং টাইপ কবিতা লিখে নিজেকে বাচিয়ে রাখি ব্লগের পাতায় ব্যাস।
অন্য কিছু ভাবার সুযোগ নেই।
১৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২
নতুন নকিব বলেছেন:
আপনি সুন্দর লেখেন। ইদানিং কবিতায় ভাটা পড়েছে আমার। কবিতা লিখতে হবে।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাই কবিতাই ভরসা। আর কিছু লিখিনা আলস্যের কারণে।
১৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের অংশ দারুন হয়েছে।
সব মিলিয়ে+++++++
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
১৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭
খায়রুল আহসান বলেছেন: "সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখ, পারবেনা কেহ হারাতে আর" - চমৎকার বলেছেন, খুবই প্রেরণাদায়ক।
চতুর্থ এবং পঞ্চম স্তবকদুটো বেশী ভাল লেগেছে।
কবিতায় ভাল লাগা + +
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯
বিজন রয় বলেছেন: পাহাড়সম না বলে অন্যভাবে বলা যায় না?