নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মুখ ফুটে বলার কিছু নেই
কারা যেন ওৎ পেতে থাকে সবখানেই
হয়তো মনের ভ্রম—আমি ভেবে ভেবে অধীর
তোমার সম্ভ্রম। মন তো মানে না সখি,
তুমিহীনতা,
আমার ময়না পাখি....
আজ স্পর্শ না করেই লিখি—
তোমাকে না দেখেই লিখি—
অধীর হয়ে থাকলে
প্রতীক্ষার কবিতারা কেমন হয়
তুমি বুঝবে! হয়তো আমায় খুঁজবে—
পথহারা নাবিক যেমন খোঁজে ধ্রুব তারা ।
এই শুনো ! আমি কী তোমার ধ্রুব তারা?
তুমিও কী হারাও পথ—আমি ছাড়া?
আমি অধীর হয়ে থাকি—
নাকি আজ তুমি ক্ষণিকের বিড়ম্বনা থেকে মুক্ত?—
কেমন স্বচ্ছন্দ তুমি? সেটাই দেখাবো অথবা দেখবো আজ।
আমি মখমলের গালিচা বিছিয়ে দেবো তোমার পদতলে
কন্টক তার ছুঁয়া যেন না পায় ।
মুখ ফুটে বলার কিছু নেই
ভালোবাসার থার্মোমিটার বলে দিয়েছে
আমার প্রমানিত ভালোবাসার মাত্রা—তোমার প্রতি
তাতে সন্দেহের কোন অবকাশ নেই।
তোমার প্রখর স্মরণ শক্তি—জানিগো দেবে না তোমায় মুক্তি
আমার ছোঁয়ায় উছলিয়া ওঠে তোমার দেহের ভাঁজ —নদীর কারুকাজ
একদিন ভালোবাসবো না হয়—একসাগর ভালোবাসা..
এই জানোতো !
শুধু রূপ দেখে হয়না প্রেম
স্বর্গ থেকে আসে তা—সব প্রেম হয়না কবিতা।
ঝগড়া-ঝাটি-হানাহানি-কোন্দলে লিপ্ত মানুষ শ্রেষ্ঠ মাখলুক
কারণ একটাই—তারা ভালোবাসতে জানে; সংসারটা গড়তে জানে।
ভালোবাসেন স্রষ্টা—ভালোবাসা প্রতিহত করে সকল অনাসৃষ্টি
ভালোবাসা যেন তপ্ত মরুর বুকে সুশীতল বৃষ্টি।
ভালোবাসা করে যায় সৃষ্টি—নিরবে নিভৃতে বসন্ত বাতায়নে
ঘুঘু ডাকা হিজলের বনে।
মনে রেখো —মনে রেখো
সঙ্গোপনে আমারে মনে মনে এঁকো—তোমার খাতায়
আবার ঢের বেশি বাস্তবতায়।
ভালোবেসে পরিপূর্ণ মানুষ হয় —নারী আর নর;
আমার ভালোবাসা প্রিয়তমা করেছে ভর— তোমার উপর।
আজ না হয় না ছুঁয়ে দেখি—
তবু বুঝবে তুমি— ভালোবাসা সত্য না মেঁকি...
যদি আমি থাকি —একা।
আমার ভালো কি আর লাগে?
অশান্ত যৌবন যেন পূর্ণিমার আকাশের পূর্ণ শশীর মতো জাগে।
আজ না হয় না দেখি—আজ না হয় না ছুঁই
একদিন খুব করে ছুঁয়ে দেবো—আদরে সোহাগে ভরিয়ে দেবো
সুপ্রিয় রক্ত গোলাপ, খুব ভালো থেকো...
ভোরের হাওয়ায়
ফুলেরা
যেমন
থাকে।
আমার সফলতা তোমায় কাছে পাওয়ায়।
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১
সায়ন্তন রফিক বলেছেন: ভালো লেগেছে।
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তন শুভকামনা ।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১
বিজন রয় বলেছেন: আপনার অন্যান্য অনেক কবিতার চেয়ে এটি অনেক ভাল হয়েছে।
এই ধারাটি বজায় রাখেন।
আর, ফন্ট ইটালিক করার দরকার নেই।
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা তো ধারা মানে না। কবিতা চলে নিজের মতো।...বাকা করে দিতে ভালো লাগে।
মাঝে মাঝে সোজা করে দিই ।
কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনাকে বিজন রয় ।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
সেই একই অনুযোগ, একই মন-ভুলানোর প্রচেষ্টা, শুধু কবিতার লাইন বেড়েই চলেছে!
০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম এমনই হয়। অনুযোগ, মন ভুলানোর চেষ্টা করে যাওয়া লাগে অবিরাম। এমন বিয়ে হয়ে যাওয়ার পরও। প্রেম যত দিবেন তত বাড়তে থাকবে। তাই লাইন বাড়তে থাকবে। কবিতা মুক্ত বিহঙ্গের মত।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫
মোস্তফা সোহেল বলেছেন: সেলিম ভাই এত কবিতা কি ভাবে লেখেন!আমাকে একটু কবিতা লেখার টিপস দিয়েন।
কবিতা ভাল লেগেছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখতে লিখতে কবিতার হাত পাকা হয়ে যাবে। ভিতরে একটা ভালোবাসার অসীম আকাশ সৃষ্টি করতে পারলেই হলো ব্যাস। কবিতা বেড় হতে থাকবে। আর কবিতা সাহিত্যের সবচেয়ে অভিজাত পার্ট। কবিতা হলো ভালোবাসা বিলাসিতা। কবিতায় থেকে যায় অন্তরে। কবি হলে ন রাজা। রাজার মত লিখতে হবে।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনোমুগ্ধকর একটি কবিতা। কবিতায় +++
০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: এ কবিতার বিশেষত্ব হচ্ছে এটিতে অসীমের বিলাসিতা চেপে বসেছে..লিখার সময় শেষ হতে চাইছিলো না.।কথার ফুলঝুরি যাকে বলে । এ কবিতা কেবলই আমার..... এন্ড আই নো আই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি .........ইটস অনলি মি হু ডিজার্ভ টু ক্লিয়েট ইট।
৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতারয় মুগ্ধতা আনোয়ার ভাই
ভালো লাগলো, শুভেচ্ছা রইলো।
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮
বাকপ্রবাস বলেছেন: চাঁদগাজী বলেছেন:
সেই একই অনুযোগ, একই মন-ভুলানোর প্রচেষ্টা, শুধু কবিতার লাইন বেড়েই চলেছে!
দাদার কমেন্ট পড়ি আর হাসি হা হা হা
কবিতা সুন্দর। ভাল লেগেছে। হাজার হোক মনে ভোলানো কবিতা, ভালতো লাগবেই।
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার সফলতা তোমায় কাছে পাওয়ায়
ব্যাপারটি আসলে
তোমার সফলতা আমায় কাছে পাওয়ায়!!!!!
বর দিয়ে দিলাম এ কবিতা প্রেমিকপ্রেমিকার পাথর হৃদয়ও বিগলিত করবে । ছু মন্তর ছু।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।++++
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১
সনেট কবি বলেছেন: পড়লাম
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০১
শিখা রহমান বলেছেন: কবিতাটা আপনার অন্যান্য কবিতার চেয়ে একটু অন্যরকম। বক্তব্যে হয়তো নয়, তবে নির্মাণ আর শব্দ চয়নে। শেষের দিকটা একটু খাপছাড়া লেগেছে কেন জানি!! কবিতার শুরুটা, বিশেষ করে প্রথম তিনটা স্তবক খুবই ভালো লেগেছে।
শুভকামনা কবি।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভকামনা। ভালো থাকবেন সবসময় ।
১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২২
জাহিদ অনিক বলেছেন: চমৎকার +
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: শেষের লাইনটা দরকার ছিল না।
সেরা লাইন
"আজ না হয় না দেখি, আজ না হয় না ছুঁই"
টাইপো: ছুঁয়া<ছোঁয়া
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: শেষের লাইনটা আসলে তোমার সফলতা আমাকে কাছে পাওয়ায় ।
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:০২
সূর্যালোক । বলেছেন: কবিতা আমার ভালো লেগেছে ।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো সূর্যালোক ।
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯
নজসু বলেছেন: পরপর দুবার পাঠ করলাম।
বুকের কোথাও যেন একটা শুন্যতা অনুভব করছি।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা শুন্যতা শব্দটি আমার খুব পরিচিত।
শুন্যতা চাইলেই পূর্ণতা হতে পারতো।
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: একদম সঠিক বলেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও শুভকামনা ।
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ!! দারুন লিখেছেন।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ।
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হ'লাম, এবং কিছু কিছু প্রতিমন্তব্য পড়েও।
প্রথম দু'টো স্তবক, আর দু'লাইনের তৃতীয় স্তবকটা- ব্যস, এটকুতেই একটা চমৎকার পূর্ণাঙ্গ কবিতা হয়ে যেত!
কবিতায় ভাল লাগা + +
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই .....বাকী অংশটুকু স্বতস্ফূর্তভাবে আসতে থাকলো....আমি আর বাধ সাধিনি.....
কমেন্টে অশেষ ধন্যবাদ।
২০| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩
এ.এস বাশার বলেছেন: সেলিম ভাই কবিতা হৃদয়ের প্রতিটা পাঁপড়ি স্পর্শ করেছে। অসাধারন বস....
আই লাভ ইউ..........
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো ।
২১| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯
মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত হয়েছে।
অনেক অনেক ভাল লাগা সেলিম ভাই।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
মনোমুগ্ধকর।