নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ধূলি যদি জোটে পায়ে
আমার তো নাই অভিযোগ
চলতে গেলে পথে—ধূলি যদি জোটে পায়ে
সেতো দোষের কিছু নয়;
পথচলার প্রামান্য দলিলমাত্র
জীবন মানে থেমে থাকা নয়।
ঝকঝকে তকতকে থালাবাসুনের স্বার্থকতা
উনুন আর ছালুনের দৌরাত্ম্যে
জর্জরিত হওয়াতে—শুধু ধূয়ে নিতে হয়।
জাদুঘরে রেখে তাদের—কী স্বার্থকতা?
কাজেই তার আসল পরিচয়;
রূপতার ক্ষয়ে যায়—ক্ষয়িষ্ণু চাঁদের মতো
পূর্ণ হয়না আর—কারণ থালা তো চাঁদ নয় ।
নাই কাজ যার কে রাখে যতনে তারে
নষ্ট টিউব লাইট রাখেনা কেউ মাথার উপরে
ছুড়ে ফেলে আবর্জনাস্তূপে।
ক্ষণিকের এই চরাচরে— সোনা নয়; লোহা গড়েছে সভ্যতা
নিজেকে আগুনে পুড়ে পুড়ে।
সব বুঝেও এটুকু বুঝনা!!!
মিথ্যার বাক্স করে— মিথ্যার প্রচারণা
যেখানে সত্য বাস করেনা
মিথ্যা দিকভ্রান্ত করে শুধু
মিথ্যায় ভুল কর্মপরিকল্পনা।
বিবিসির কি আর আছে দেশপ্রেম
সে বুঝেনা —কিছু স্বার্থ ছাড়া
তোমাকে আড়ালে অবজ্ঞা করে
তোমার কানে গরল ঢেলে দেয়।
তুমিও কম নও তাদের কথার ফাঁদে পড়ে
ঘুরতে থাকো ঘৃণার চক্রবাকে
জানোতো কয়লা ধুলে ময়লা যায়না
এখনই প্রত্যাখ্যান করো তারে।
তুমি ঠিকই জানো কে তোমার সুহৃদ?
কে লিখে কবিতা? সশ্রদ্ধ ভালোবাসায়
আর কাদের জীবন কেটেছে শয়তানের আড্ডায়?
তোমাদের তুচ্ছতাচ্ছিল্য আর দোষারোপ করে।
তার সঙ্গেই গড় ভিত —যে তোমারে দিয়েছে প্রেরণা
চলার পথে… কাছে থেকে অথবা দূরে।
কাছে গিয়ে গরল ঢেলে —তোমাকে বিষাক্ত করে
এ কেমন কর্মপরিকল্পনা—
হায়!!! সব বুঝেও এটুকু বুঝনা!!!
দিকভ্রান্ত পথিক
শরীরের জন্য মাথা যেমন
দ্বীনের জন্য নামায তেমন
কেনো চলো কেবল বেনামাযী অথবা ….
তুমি কোথায় আছো? বেহেশত খানায় নাকি জাহান্নামে
হে অভিযাত্রী! কোন পথে চলছো?
হয়তো গন্তব্যে পৌঁছতে পারবে না।
বেনামাযী কতটুকু মুসলমান—ভেবে দেখেছো কী??
বয়েসী বট
কি সাবলিল পথচলা তার—তোমার সাথে
পায়ে হেঁটে হেঁটে
আমি কেন পারি না?
বয়েসী বটের সুশীতল ছায়া
তোমারও লাগে ভালো—
আমারও ঠিক তাই
একদিন আমিও হবো বয়েসী বট
আমিও গড়িবো— ছায়া সুনিবিড় শান্তির নীড়
তুমি থাকবে সেথা।
ছারপোকা!!
কথা হলো আমানত
আমানতের খেয়ানত
মুনাফিকের লক্ষণ—
মুনাফিকের বাস
জাহান্নামের সর্বনিম্নস্তরে
তুই তো কিছু নস
পাপিষ্ঠের পিয়ন ছাড়া।
কিসের অহংকার তোর ছারপোকা!!
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালো আছি। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
কাওসার চৌধুরী বলেছেন:
বরাবরের মতোই ইউনিক আর সময়োপযোগী কবিতা। সুখপাঠ্য। +++
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়
আর মনে রাখবেন এই আমাকে
এই কেমনা থাকলো ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭
নজসু বলেছেন: ধূলি যদি জোটে পায়ে[/sb
ধূলি অবহেলায় পথের মাঝে পরে থাকে।
তার আলিঙ্গন করতে ইচ্ছে করে না।
পথিকের পা পেলেই ভালোবেসে আলিঙ্গনে জড়িয়ে রাখে।
সোনা নয় লোহা গড়েছে সভ্যতা।
তবুও সোনার মূল্যটাই আমরা যেন বেশি দিয়ে থাকি।
সব বুঝেও এটুকু বুঝনা!!!
মিথ্যার বাক্স করে— মিথ্যার প্রচারণা
আগে মিথ্যার বাক্স বলতে বিটিভিকে বুঝতাম।
দিকভ্রান্ত পথিক
বেনামাযী কতটুকু মুসলমান—ভেবে দেখেছো কী??
এখন বেশির ভাগ মুসলমান শুধু নামে।
কাজে নয়।
বয়েসী বট
সুন্দর স্বপ্ন
ছারপোকা!!
ঠিক। ঠিক।। ঠিক ।।।
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন:
লোহা কাঠিন্যের প্রতীক।
কঠিনের প্রতীক।
কবি গুরু বলেছেন আমি কঠিনেরে ভালোবাসিলাম।
তবু মানুষ সোনা পছন্দ করে।
নিজেকে সোনার সঙ্গে তুলনা দেয় ।
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: দিকভ্রান্ত পথিক .....এটা প্রেমে বিদ্রোহ......প্রিয়তমাকে একা করে পাবার আকূতি থেকে লেখা ।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: প্রতিটি লাইন প্রতিটি কবিতা সব সুন্দর
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের ভালোলাগা আমার প্রেরণা। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে সকল প্রতিকূলতায় নতুন কবিতা লিখতে উদ্ধুদ্ধ করে।
আমার কবিতাকে আমি আর কষ্ট দিতে চাই না। শ্রেফ আমারই কবিতা ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: কোনওটাকে আলাদা ভাবে বলবো না, প্রত্যেকটা সুন্দর । ++
শুভকামনা প্রিয় কবিভাইকে।
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও পদাতিক চৌধুরি। আপনি দারুন সব কমেন্ট করে আমাকে নিয়ত উৎসাহিত করেন।ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬
হাবিব বলেছেন:
চির সত্য আর আপ্রিয় কিছু কথামালা দিয়ে রচিত অসাধারন কাব্য।
ভালো লেগেছে।
আমার ব্লগ বাড়িতে আমন্ত্রন রইলো।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায়++
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭
বাকপ্রবাস বলেছেন: ছারপোকা বেশ লাগল
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮
সনেট কবি বলেছেন: সুন্দর+
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ, সনেট কবি
নিরন্তর শুভকামনা।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব মনোমুগ্ধকর একটি কবিতা। মন ছুঁয়ে দিলো।
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে ভাল লাগলো ।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪
মহসিন ৩১ বলেছেন: 'কেন আপনি জানেন না'। কবিতা পড়ে বারবার আমার কাছে এই ধারনাই হল। ডেঞ্জারাস ধারণা । --আসলে আমরা কেন জানি অনেক কিছুই জানি না, তবুও আমাদের মনে ''আনকমন'' কিছু সত্য বাসা বাঁধে--- হা এসব তো 'আনকমন' কিন্তু সত্যই। আমার কাছে সত্য হল 'অই একটাই' ----- যেখানে সবাই বাঁধা থাকে।
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা বাঁধাটাই আসল । পবিত্র সারমর্ম হলো এই বাঁধন তথা মিলিয়ে দেয়া ।
১২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: যদি বেছে নিতে বলেন তো আমি ছারপোকা'কেই বেছে নিব।
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর।
১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০১
আখেনাটেন বলেছেন: তাইতো আমরা সবি বুঝি কিন্তু ঐটুকু? বুঝি না।
বয়েসী বটের স্থিতি ভালো লাগল।
*দৌরাত্ম্য
১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৫
সুমন কর বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগা রইলো।
১৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬
নজসু বলেছেন: কবিদের মনের ভাব সত্যিই রহস্যময়।
সবার বোঝার সাধ্য নাই।
১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১
মেহেদী হাসান হাসিব বলেছেন: সবগুলই মোটামুটি মুগ্ধ করার মত।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩
স্রাঞ্জি সে বলেছেন:
প্রতিটি কবিতায় মন ছুঁয়ে গেল....
কবিবর কেমন আছেন...??
++++++++++