নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অনুকবিতা

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৬



অচেনা

এতো দিনেও চেনেনি সে আমায়
তার তরে বিলিয়ে প্রাণ- আছি বিয়োগ ব্যথায়।




আলোর দিশারি

তার বুদ্ধিমতো চলি
পড়লে সমস্যায়-দূরে সরে গেলে সে
পথ খুঁজে না পাই।

এসব কথা জানার পরও
সে কি থাকবে দূরে হায়!

এতোদিন গভীর মায়ায়
আগলে রাখার অর্থ -বুঝতে নাহি পাই;

এখন কেবল শূণ্য শূণ্য লাগে
তার স্মৃতিতে হৃদয় আমার ডুকরে ডুকরে কাঁদে।






প্রেরণা

সকল পাপের মাফ আছে-পরম করুণাময়
আল্লাহ তায়ালার কাছে-

তাই বলে
নিজেকে মস্ত পাপী ভেবে
পূণ্যি থেকে –দূরে থাকার মতো
নির্বুদ্ধিতা কি আর আছে?


বৃক্ষ

হিন্দু –মুসলমান
একবৃক্ষের দুইটি ফল
সোনার বাংলাতে—
আরো ফল আছে তাতে
ভিন্ন ভিন্ন স্বাদে




সেয়ানা পাগল

এক পাগলে প্রলাপ বকে
আরেক পাগল ভাবনায়-বাস্তবতা
বুঝেনা কেহ পাগলের আস্তানায়।
এরি মাঝে সেয়ানা পাগল ফন্দি আঁটে
নিজোস্বার্থটাকে কেমন করে বাগে
আনা যায়।




পাখির বাসা

একটি মা পাখি
আর একটি পাখিছানা-
দূরে থেকে থেকে
ডাকছে আমায় দারুন অনুরাগে,
কবে যে যাই কাছে।

পাখির ছানার ভীষণ মায়া চোখে
মা পাখিটার কপট রাগ মুখে;
জানি ভালোবাসার বসতভিটা
আছে তার কাছে।



অর্পণ

আমার প্রিয়ার মাথার একটি চুল
সোনা নয় রূপা নয় নয় কিছু তার তুল
তাঁর ভালোবাসার তরে—সপেছিনু আমারে
নহে ভুল নহে ভুল
থাকুক এড়িয়ে আমায়— সতত অবজ্ঞায়
তার কাছে আমার অনেক ঋণ আছে
সুযোগ পেলে শুধিয়ে দেবো
দারুন অনুরাগে—হিংসুটের দল
রেখেছে তারে দূরে— মিথ্যে প্রবঞ্চনায়
ভালোবাসার ঋণ শোধ হবে না জানি
হে বিধাতা!!
ধান্দাবাজের খপ্পর রেখে রক্ষা করো তারে
সে যে আমার ভালোবাসার ফুল
হৃদয়ের অর্ঘ্য মোর - সঁপেছিলাম শুধুই তাঁরে।



ছবি: নেট থেকে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মা পাখিটার কপট রাগ মুখে;
জানি ভালোবাসার বসতভিটা
আছে তার কাছে।

...............................................................................

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ছবি। ১ম কমেন্টে অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আবোল তাবোল বুল লাগবে না ভালো যানি
মিথ্যে প্রহসনে— জানে নাই পানি।


আপনার উপস্থিতি সত্যি ভালোলাগার ।


৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
প্রানবন্ত।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.