নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হুমায়ুন আহমেদ এবং আমরা দু"জনা

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২



তিনি পাঠকের বিশাল সমাবেশ ঘটিয়ে—চমকে দিলেন বিশ্বটাকে
বৃষ্টিবিলাসিতায় মগ্ন থেকে পৃথিবীর সব আবর্জনা সাফের লগ্নদিলেন;


সুদীর্ঘরাত— এক বসাতে বই হাতে পার করার প্রেরণা তিনিই কেবল দিয়েছিলেন।
হৃদয়ের গভীরে খুব করে কড়া নেড়ে ভাসিয়েদিলেন—ডুবিয়েদিলেন...
অকপটে অপ্রিয় সত্য বলার সাহস জুগিয়েদিলেন।

তিনি প্রাসাদের বুকে গাঁয়ের সুবাস—দুঃখ মনে খুশির আবাস
গড়েদিলেন দক্ষহাতে।


তিনি একবার ভালোবেসেছিলেন..
তিনি আবারো ভালোবেসেছিলেন....ভালোবাসার নেই কোন কাল শিখিয়ে গেলেন।


সবাইকে সঙ্গে নিয়ে অবাক করা জোছনা স্নানে মেতেছিলেন —ভরা পূর্ণিমা রাতে

তিনি মুখে হাসি ফোটানোর মন্ত্রখানি সবার প্রাণে সপেছিলেন
দূরারোগ্য ব্যাধিতে পরে কোটি মানুষের চোখের জলে ভেসে জলে ভাসা পদ্ম হলেন।


আমাদের দু’জনার দুটি মন একটি সুতোয়—বাবুই পাখির বাসার মতোই
নিপূন হাতে বেঁধে দিলেন।


প্রিয়তমা সেই বাঁধাতেই— অটুট থেকো আমি তো নেই
আজ তোমাদের হাসি খেলায়।


অপরাজেয় এক কথা শিল্পীর জন্মদিনে আমার কথা পড়বে মনে
সেই কামনা করছি আজ মনে মনে।


-------------------
উৎসর্গ: বাংলার অপরাজেয় কথা শিল্পী সাহিত্য সম্রাট হুমায়ূন আহমেদ ।
ছবি: নেট

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
এতদিন কোথায় ছিলেন!!

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আছি ভালো। আপনি কেমন আছেন??? ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।

স্যারের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও ভালবাসা রইল।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাইকেতো দেখাই যায়না। কেমন আছেন ভাই?
কবিতায় প্লাস -

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন। জীবন চলছে জীবনের নিয়মে..।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: একটা সময় ছিল হিমু সেজে দিন-রাত রাস্তায় রাস্তায় ঘুরতাম।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: হিমু চরিত্র আমারও পছন্দ। অনেক সময় আমি হিমু হয়ে ওঠি। হিমুর মত রাস্তায় হাটতে দারুন ভালো লাগে.....

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! হুমায়ুন আহমদ নিয়ে দারুন কবিতা। ভাল লাগলো পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.