নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পানকৌড়ির চোখে রামধনু সরোবর

১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪



কবিতার অন্বেষণে, হন্যে হয়ে
কোনজনে — তাঁর ছায়া পেয়েছি;
ছলনার সাতকাহন, কত রঙে
রামধনুর এক অবয়ব হিয়ার কোণে
অনেক যতনে এঁকেছি।


এই বুঝি হারিয়ে গেলো—সে !
সুতোকাটা ঘুড়ির মতো।

এই বুঝি পাওয়া হলো তাকে!!
এক পশলা বৃষ্টির মতো— ভীষণরকম খরতাপে।

এমনি করে,—
আশা নিরাশার দোলায়,
বারে বারে সে আমারে- ডুবায় ভাসায়!

প্রশ্ন শুধাই তাঁর কাছে,
ওগো মায়ার সাগর, প্রেমের বীণা, কায়াটি তোমার অদৃশ্য কিনা!!
—ঘোর অমানিশার শশির মতো।

দৃশ্যবতী হলে পরে ওগো মাটির মানুষ— রঙিন ফানুস,
অহংকার তোমার কী শোভা পায়?
তবে বিনয় কেন দূরের আকাশ?

আমি তো কবি এক সাধারণ,
হারাতে চাইনা তোমায়- অকারণ,
বিচ্ছেদের কাব্য গড়ে…

ব্যথার সাগর বুকেই থাকুক— শোকেই মরুক মরুরবনে
ভালোবাসার প্রলেপখানি একটু মাখো— এই প্রাণে মিলন গানে।

এটা তো নয় বেশি চাওয়া,
হেমন্ত—দিন ফুরিয়ে এলো!
শীতের শিশির দূর্বাঘাসে—ঠিকানা পেলো
পাতাঝরার কাব্য করে বসন্ত— ঐ এলো এলো…



কতো বসন্ত! কতো কবিতা!! কতো কোকিল!!!
এক কবিতা আমি লিখি, সাগর সুনীল
গভীরতায়।


কত শত কবিতার সমাহার, পথে— ঘাটে রাজপ্রাসাদে
ভালোবাসার সমীকরণ, মানে না তারা কোনো ব্যকরণ
প্রতীক্ষার অনলে পোড়া খাঁটিসোনা সোনার অঙ্গে পড়ো তারে ।


ওগো দূরের পাহাড়, এসোগো কাছে করিতেছি আহবান
ওগো নৃত্যমুখর রবীন্দ্রগান বসন্ত ঐ আসে আসে----




ছবি: সুপ্রিয় শায়মা হক


মন্তব্য ৩৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

মীর সাজ্জাদ বলেছেন: বেশ

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: পাখি সব করে রব - আপনিও তাদের মতো রব করে যাবেন, নিজেন আনন্দের জন্য কবিতা লিখে যাবেন, কেউ পড়ুক আর নাইবা পড়ুক, কিইবা আসে যায় ।

সেলিমা নামের মেয়ে নিকে একটি মেয়ে নিকের কার্টুৃন ছবি প্রফাইল পিকচার দিয়ে কবিতাি লিখে দেখুন না - ঝড়ের তান্ডব যদি ব্লগে না বয়ে যায় ! তখন নিজ নামরে ব্লগে করুন দশা নিয়ে কবিতা লিখতে পারবেন - মনের আনন্দে মনের সুখে । কথা দিলাম পাশে থাকবো ।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রস্তাবনা।

আমার কবিতা ভাল হয়না। মনের সুখে লিখি....
আপনার কমেন্ট আমার কবিতার জন্য প্রশংসাজ্ঞাপক। ভালই লাগলো।

বাংলার সব বড় বড় কবি কিন্তু পুরুষ। নারী গুটি কয়েক। নারী কবিদের আইডল ও পুরুষ রবীন্দ্রনাথ, নজরুল অথবা জীবনান্দদাশ...


কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: দৃশ্যবতী হলে পরে ওগো মাটির মানুষ, রঙিন ফানুস,
অহংকার তোমার কী শোভা পায়?
তবে বিনয় কেন দূরের আকাশ?

***নিচের চারটি লাইন প্রিয় সেলিম আনোয়ার ভাই এর জন্য: -

দুর থেকে মনে হয় আকাশ দিগন্তে মিলে গেছে,
কিন্তু আকাশ কখনো দিগন্তে মেলে না,
দুরের আকাশ দুরেই থেকে যায়,
তবে কেনো মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা !

- গুরু আমি তো কবি নই, আপনার মতো লিখতেও পারি না । তারপর ও কবিকে কবিতায় ভালোবাসা।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আসলে প্রিয়তমা অহংকারী নয়... বলতে গেলে কবি অহংকারী রাজার মত..ওটুকু বলে প্রিয়তমার মনটা আরো কোমল করে দেয়া.।ভালোবাসা বেশি বেশি থেকে বেশি কেড়ে নেয়া....

আসলে প্রিয়তমা বিনয়ী...

দুজন মানব মানবী ..উপমায় আকাশ দিগন্ত হয়ে ওঠে...আসলে তারা তা নন..কয়েকদিন আগে জাপানের রাজপরিবারের মেয়ে রাজপরিবার ছেড়ে সব প্রটোকল ত্যাগ করে সাধারণ একজনকে পরিণয় সূত্রে আবদ্ধ করে নিলেন....

আপনি ভালো লিখেছেন।

কমেন্টে আবারো কৃতজ্ঞতা ।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! দারুণ!

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর। প্রানবন্ত।

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সোহানী বলেছেন: অনেকদিন পর মনে হয় কবি ভাই...............

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

জাহিদ অনিক বলেছেন:

দুর্দান্ত
সুন্দর।+

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি।

নিরন্তর শুভকামনা ।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর।

প্রথম ভালো লাগা।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা্।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




" ভালোবাসার সমীকরণ, মানেনা তারা কোনও ব্যকরণ..।"
একদম ঠিক । যদি ব্যকরণই মানতো তবে এমন কবিতা কি লিখতো কোনও কবি ?

তবে পোস্টের ছবিটিতে পানকৌড়ির চোখে রামধনু সরোবর কই ? ওতো চোখের বাইরে পাতায় পাতায় রামধনু মেকাপ !

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা চোখের পাতায় পাতায় চোখের কোনে .....অসাধারণ ছবি। দারুন সুন্দর।। কবিতা তেমন টা হলো না।।।।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । ++

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

পদাতিক চৌধুরি বলেছেন: কল্পনার আলপনায় একরাশ মুগ্ধতা ++

শুভকামনা প্রিয় কবিভাইকে ।


১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

আখেনাটেন বলেছেন: এত তীব্র অাবেগের ডাকে পাহাড় কি দূরে থাকতে পারে!!!!

সুন্দর! সুন্দর!

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: একমত পাহাড় এবার আমার কাছে ছুটে আসবে।
পাহাড় এবার ঝর্ণা হবে....তারপর নদী,,,,,,,

ভালোবাসার পথে ছুটতে থাকবে জন্ম নিরবধি।।।।।।

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: সেলিম ভাই, আপনার এই কবিতাটি বেশ ভালো লাগলো।


কবিতায়++++


২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



বসন্ত ঐ আসে আসে ---



জীবনের বসন্ত সব শেষ । পুরাই সাদা কালো ।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা

জীবন রঙিন—প্রস্ফুটিত গোলাপের মতো!!!!!

১৬| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আনোয়ার ভাই, আপনার কবিতা মানে মুগ্ধতা। এখানে ডুকতে পারাটাই এক বিরাট কর্ম বটে।
ভালোলাগা সকল প্লাস আপনার কবিতার জন্য।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ্অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৭| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২

বলেছেন: আমি যেদিকে তাকাই ভালোবাসায় দেখে আমার চোখ জুড়িয়ে যায়, যে দিকে যাই ভালোবাসার হিমেল হাওয়া হৃদয়ে দোল দিয়ে যায়। আমি চারিদিকে শুধু ভালোবাসারই জয়গান শুনতে পাই


কবিতায়++++

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। কমেন্টে এবঙ পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৮| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! বেশ ;
ভালোলাগা।

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবঙ ভালোলাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.