নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এসো খেলি ওগো বনলতা কবিতা লেখা খেলা....

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

একটু বিশ্রাম-
তারপর অবিরাম- কর্মযজ্ঞ

মাথায় লেগেছে যেন- ঢাকা মহানগরীর বৃহৎ ট্রাফিক জ্যাম

এমন সময় গবেষণা পত্র কি আর যায় লেখা?
কিছুটা তো ঠিকই লিখেছি একা একা...

একটু বিরতি দিয়ে- আবার না হয় লিখবো
এবার একটু থামি.

ভালোবাসার ছাঁদনাতলায় এবার নামি
কবিতা লিখার আনন্দ পেতে প্রাণ- ভীষণ ব্যাকুল জানি;
ফুলের ঘ্রাণে যেন মাতাল ভ্রমরের গুনগুনানি।

বেশি কথা লিখবো না আজ- তার মাথায় ভাঙবো না বাজ
ছোট্ট করে বলবো- দুদণ্ড শান্তি দেবে কি না বলো?
আমারে দুহাতে টেনে- আনন্দলোকে চলো।

লেপ মুড়ি দিয়ে অর্ধশায়িত আছি-থাকলে তুমি পাশে বেশ হতো
আজিকে শীতের রাতি। চাঁদ খানা কি থালার মতো আজো?
দেখনা তারে এখন ; তার চেয়ে ভালো তুলো যদি তুমি ময়ূরীর মতো পেখম।

হ্যা তোমাকেই বলছি; বশীকরণ বিদ্যাতে তো বেশ. ব্যস্ততার মাঝেও চলছে তার রেশ
সাময়িক আয়েসি বেলা লাগছে ভীষণ ভালো-

ভাবছি মনে মনে
বসন্ত আসবে বলে হাড়কাঁপুনি শীতের আয়োজন!!
এ কেমনতরো পাগলামি!!

দুষ্টশীত পালিয়ে যা- যাবার বেলা দু'চোখ আমার রাঙিয়ে যা
তাঁরে বাসবো ভালো শুধু-আছে দুরে অনাদরে আমার মন বধু।
ব্যস্ত প্রহর দূরে থাকো-অলস প্রহর মাতিয়ে রাখো আমার ক্লান্ত বেলা।
এসো খেলি ওগো বনলতা কবিতা লেখা খেলা....

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: কোনদিন বনলতা কী, এ ডাক শুনতে পাবে !! ;)



কবিতা ভালো লিখেছেন+++

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: কাজের মাঝে কবিতা লেখা শান্তি দানে প্রাণে
তাই লিখে যাই কবিতা....কি লিখি খুঁজি না তার মানে।

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০০

সনেট কবি বলেছেন: সুন্দর+

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বনলতা সেন যদি এ কবিতা দেখতো, তবে নির্ঘাত এসে আপনার হাত ধরে বলত,
এতো দিন কোথায় ছিলেন,
ও আমার সেলিম সাহেব
এতোদিন কোথায় ছিলেন! ;)


ভালো একটা কবিতা পড়লাম, প্রথমে শাহরিয়ার ভাই আর পরে আপনি কবিতা পোস্ট করলেন, মনে হয় আজকের রাতটা খুব ভালভাবেই ঘুমাতে পারবো ; (বলে রাখছি, যদি বনলতা রাতে এসে আমার ঘুম ভাঙায়, তবে কাল সকালে আপনার বাসায় পাঠিয়ে দিব ;) )

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ও লিখে ফেলেন তিনিও লিখে ফেলুক...বসন্ত নিয়ে আসুক.... :)

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

কাওসার চৌধুরী বলেছেন:



দারুন ছন্দে বনলতাকে প্রেমের বন্ধনে কুপোকাত করা!! ভাল লাগলো কবিতা। শুভ কামনা রইলো প্রিয় কবির জন্য। আর লিখুন নিয়মিত কবিতা আমাদের জন্য। ++++++

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা লেখা খেলা চলুক। সুন্দর!

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন: আহা ! বনলতা- সে যে নিজেই কবিতার মেয়ে।
তার সাথে কবিতা কবিতা খেলা কবির সাথেই মানায়

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

কবিতা তো থাকবে কবির হাতে..ভালবাসা স্নানে.।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

নজসু বলেছেন:




কবিতায় মন ভরে যায়।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর ভালো থাকবেন সবসময় ।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: এই সামুতে আপনি আর জাহিদ অনিক আমার প্রিয় কবি।
আপনাদের কবিতা আমার ভালো লাগে।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: জাহিদ অনিক ভালো লেখেন। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




হা হা হা.... সৈয়দ তাজুল ইসলাম বলেছেন - বনলতা সেন যদি এ কবিতা দেখতো, তবে নির্ঘাত এসে আপনার হাত ধরে বলত,
এতো দিন কোথায় ছিলেন,
ও আমার সেলিম সাহেব
এতোদিন কোথায় ছিলেন!

হাহাপগে.................. =p~

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: তাইতো দেখলাম
হাত বাড়িয়ে থাকলাম..। :P

১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুবকামনা ।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন:





কবিতায় যেন বনলতার শিকড় জন্মালো! সুন্দর খেলা। ভাল লেগেছে।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনোমুগ্ধকর কবিতা!

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.