নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মহান ডিসেম্বর, তোমায় লাল সেলাম

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪


মহান ডিসেম্বর, তোমায় লাল সেলাম
হায় বীর বাঙালি আজও রয়ে গেল
শাসকগোষ্ঠীর গোলাম!!

মহান একাত্তরে কত আশায় বীর জনতা ধরেছিল অস্ত্র
আজও এখানে কতেক আছে বিলাসিতায়
আর কতেকের নেই-শীতের বস্ত্র!!

চাকুরীর বাজারে আজও বৈষম্য আছে
আজও আছে পক্ষপাতদুষ্ট ধরপাকড় গ্রেফতার
স্বাধীনতার চেতনা তাই এখনও আছে ভীষণ লাজে

বিজয়ী ডিসেম্বর তোর পরাক্রমে পাকহানাদার পালালো
বিনিময়ে ওদেরই মতো ওরা কারা এলো.....?
মহান ডিসেম্বর চুপ থেকো না এবার মুখ খুলো।
সত্যের মুখে দেয়া লাগাম এবার খুলে ফেলো

লাখো শহীদের রক্ত
লাখো মায়ের ক্রন্দন আর লাখো বীরাঙ্গনা
আর সাড়ে সাত কোটি বাঙালীর ত্যাগ বৃথা যেতে পারে না

বিজয়ী ডিসেম্বর, বীরের বেশে এসো
বিজয়ের লাল -সবুজ পতাকা উড়িয়ে
গণতন্ত্রের শত্রু আর দূর্ণীতিবাজের
কালোহাত ভেঙে দিয়ে------

বিজয়ী ডিসেম্বর!
প্রিয়তমার মতোই প্রিয়ো তুমি----- তোমায় লাল সেলাম,
আজিকের এই দিনে, গণতন্ত্র সমুন্নত হোক দাবি জানিয়ে গেলাম।


মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

রাকু হাসান বলেছেন:

কবির মনোবাসনা পূর্ণ হোক ।

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা।।।

২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

নজসু বলেছেন:



বিজয়ের মাসের প্রাক্কালে বিজয়ের প্রথম কবিতা পাঠ করলাম।
শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই।
কবির কন্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও মেলালাম-গণতন্ত্র সমুন্নত হোক।

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন কবিবর, ভালো লাগলো কথামালা।

গণতন্ত্র আছে এখন ভাই, কোন একসময় ছিলো না, গণতন্ত্রকে জীবন্ত কবর দেয়া হয়েছিল, বর্তমান বাংলাদেশ সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে এগুচ্ছে সামনের দিকে দুরন্তর গতিতে, সকল বাঁধা অপশক্তি মাড়িয়ে।

বাকস্বাধীনতা কোন একসময় ছিলো না, মানুষের মুখে তালা ঝুলিয়ে দেয়া হয়েছিল, এখন মানুষ এত্ত স্বাধীনতা পেয়েছে যে যা বলবার নয় তাও বলে যাচ্ছে নির্বিচারে।
গ্রেফতার ধরপাকড় চলছে চোর বদমাইশ সন্ত্রাসীদের, বিচার পাচ্ছে বাঙালি জাতির বিবেক, জাতি কলঙ্ক মুক্ত হচ্ছে দেশ বিরোধী রাজাকারদের বিচার বাংলার মাটিতে দেখে।

ধীরে ধীরে বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নতি করছে আমাদের সোনার বাংলা, বিশ্ববাসীর সামনে উন্নয়নের অনুপ্রেরণা হয়ে ওঠেছে পাঁচ বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমাদের বাংলাদেশ, সোনার কালার নয় খাঁটি সোনায় পরিণত হচ্ছে 'সোনার বাংলা'।

শুভকামনা জানবেন সবসময়

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ইয়াবা বদির বউ নির্বাচন করবেন, অনেক দূর্নীতিবাজ নির্বাচনে মনোনয়ন পায়নি আওয়ামীলীগের। তাদের আবার জেলে যেতে হয়নি। আর যারা আছেন তারা দূর্নীতি বাজ কি না তা বুঝা যাবে নির্বাচনে হারলে। নির্বাচনে জিতে গেলে এই দলে কোন দূর্ণীতি বাজ নেই বলার সুযোগ হবে না। গণতন্ত্র মানে সবার অংশ্ গ্রহনে সুষ্ঠ নির্বাচন। নির্বাচনে পুকুর চুরি হয়। আমাদের এলাকায় প্রতিপক্ষে ভাগ্নেকে জিম্মি করে সামান্য ইউনিয়ন নির্বাচনে অনিয়ম করেছে এই সরকার।

আমি চাই সুষ্ঠ নির্বাচন হোক। বাংলাদেশের স্বাধীন ভাবে সত্য বলা সুযোগ লাভ করুক।

কমেন্টে এবং পাঠে ধন্যবাদ কবি। নিরন্তর শুভকামনা আর বিজয়ের মাসের শুভেচ্ছা।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

অব্যক্ত কাব্য বলেছেন: কবির জন্য শুভকামনা। কবির ইচ্ছেগুলো পূর্নতা পাক

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। বিজয়ের মাস ডিসেম্বরের শুভেচ্ছা।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


ডিসেম্বর আসবে যাবে, যারা দেশের জন্য অবদান রাখেনি, তারা বড় গলায় বক্তব্য রাখবে, পিগমী রাজ্য

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: যৌক্তিক কমেন্ট। পিগমী রাজ্যের পরিবর্তন হোক। দেশের জন্য যারা প্রাণ দিলেন যুদ্ধ করলেন তারা মহান । বীরের জাতিদের পিগমী রাজ্য অসহনীয় !!

৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ! বিজয়ের মাসের আগমনে চমৎকার কবিতা। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায়।

বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন হওয়ায় বেদনাবিঁধূর এক শোকগাথার মাসও এই ডিসেম্বর। এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি পাক হানাদার বাহিনীর এদেশীয় দোসর– রাজাকার, আল-বদর, আল-শামস দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। একটি জাতিকে মেধাহীন করে দেওয়ার এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের কোনও নজির বিশ্বে নেই।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: বিজয়ের মাস ডিসেম্বরের শুভেচ্ছা। ভালোথাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ডিসেম্বর নিয়ে আমার একটা কবিতা আছে।
যদিও কবিতাটা আপনার মতোন সুন্দর না।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে পোস্ট করে ফেলুন। আমার অংবং কবিতার চেয়ে আপনার কবি ভালো হতে পারে। কমেন্টে অশেষ ধন্যবাদ।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫০

আরোগ্য বলেছেন: দারুণ কবিতা। পাঠে মুগ্ধতা।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভালো লিখেছেন++


বিজয়ের মাসের শুভেচ্ছা রইল ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিজয়ের মাসের শুভেচ্ছা রইলো।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই,
বিজয়ের মাস আনন্দের না, লাল সবুজ শাড়ী আর নতুন জামা পরে রমনা শাহবাগে চক্কর কাটা না, বিজয় মাস অর্থ আদরের ছোট ভাইটি ঘরে না ফেরার মাস, আহা কষ্ট বেদনার মাস ডিসেম্বর ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: তারপরও বিজয়। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত মহান বিজয়... বিজয় মাসের শুভেচ্ছা ও অভিনন্দন।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: মহান ডিসেম্বরকে জানাই শ্রদ্ধা। ভালো কবিতা হয়েছে। তবে কবির ক্ষেদ থেকে বোঝা যাচ্ছে যে স্বপ্নগুলোর কিছুটা যদি বাস্তবে প্রতিফলিত হতো তাহলে মানুষের জীবনের রঙটা অনেকটা বদলে যেত। বদলে যেত মহান ডিসেম্বরের তাৎপর্যটাও। কবিতায় মুগ্ধতা ++

শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবিরভাইকে ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনি যথার্থ বলেছেন।

আপনাকে অনেক শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা ।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

অগ্নি সারথি বলেছেন: গতরাতে বীরপ্রতিক তারামন বিবি মারা গিয়েছেন। আপনার কবিতা সুন্দর হয়েছে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: আমি যখন জনতা ব্যাংক ফরেন এক্সেঞ্জ শাখা সিলেটের এক্সিকিউটিভ অফিসার তখন তারামন বিবি বীরপ্রতিক আমাদের অফিসে এসছিলেন। ওনার সংগে ছবি তুলেছিলাম। মনে আছে। তার জন্য শ্রদ্বাঞ্জলী ও নিরন্তর শুভকামনা।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিজয়ের মাসে বিজয়ের কবিতা ভাল লাগলো।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার উপস্থিতিও আমার ভালো লাগলো। কমেন্টে অনেক ধন্যবাদ।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

মনিরা সুলতানা বলেছেন: দেশে কে নিয়ে আপনার ভাবনা বাস্তবে পরিণত হোক !
লেখায় ভালোলাগা।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা সুলাতানা। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: গতকালই পড়েছিলাম, মন্তব্য করা হয়নি। বিজয় মাসে পড়া ১ম কবিতা। সুন্দর লিখেছেন।
+।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.