নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিতা তুমি লিখতে পারো এমন একেলা শীতের রাতে

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯



কলম কি তুমি লিখবে কেবল?টাকা আর ক্ষমতার লোভে
আদর্শের নামে চেতনার গান শুনিয়ে
জীবন যাদের মিথ্যের বেসাতি করা।
তাদের স্তুতি বন্দনা করে- কি আর হবে পাপ ছাড়া?

তোমার কারনে বসলে তারা---- ক্ষমতার ঐ মসনদে
তাদের করা জুলুম আর অবিচারের হিসাব-তোমার ঘাড়েও বর্তাবে
বিচার দিনের কাঠগড়ায়-হিসাব তার দিতে হবে; নেই ক্ষমা কোন তার—

তার চেয়ে ঢের ভালো- কবিতা লেখা যখন একা ব্যস্ততার অবসরে
ভালোবাসার পরশ মেখে-নিজেকে আরো ঋদ্ধ করা….
ঐ যে দরিদ্র শীতবস্ত্রহীন- শীতের রাতে
পারো যদি শীতের বস্ত্র করো তারে দান
ঐ যে দাঁড়িয়ে পথশিশু-ফুলের মতো নিষ্পাপ
কাঁদছে দুমুঠো অন্নের খুঁজে-দুমুঠো অন্ন দাও তোলে তার মুখে
কষ্ট প্রশমনের সুখে;

ও কলমওয়ালা, কলম তুমি ধরতে পারো সুতীক্ষ্ণ একফলার মতো;
অত্যাচারির বুকে, কি লাভ বলো তার তোষণে? জীবন যার গেল কেটে ধরণী দূষণে---


ভালোবাসার পৃথিবীটা অনেক বড়ো
ভালোবাসায় সবকিছু মাফ- তার লাগিয়া কলম ধরো
শক্ত হাতে-শত প্রতিকূলতায় লিখে যাও তার খাতায়
ভালোবাসা যায় না বৃথা- কবিতা তুমি লিখতো পারো

কথা দিলাম পড়বো তারে –ভালোবাসার প্রলেপ মেখে
তুমি শুধু রংতুলিতে এঁকে দিও-পূর্ণিমাচাঁদ ধ্রুবতারা
নক্ষত্রের আগুনঝরা রাতে-অহেতুক আর লেখোনা স্তূতি আর বন্দনা
পাপিষ্ঠ লোকের কোনো-যদি তুমি কবিতা লিখো আমাকে নিয়ে
ভালোবাসার উষ্ণতা দিয়ে এমন রুপোর শীতের রাতে
মনে রেখো সহস্র কবিতা আমি লিখেছি…অন্যায় করিনি কোনো

ভালোবাসায় সবকিছু মাফ- তার লাগিয়া কলম ধরো
তোমার খাতায়,পানের পাতায়, স্বপ্নজালবুনে---

ছবি- নেট

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



কলমকে কী আর দোষী করা যায়!! এজন্য দায়ী কালি; স্যরি, মানুষ; না, মানুষ নয়!! তারা লেখক, কবি, সাহিত্যিক, দোকানদার, অফিসার আর জজ সাহেব!! আরো আছে..........!! অহ! প্রেমিক/প্রেমিকার কথা বলা হয়নি? এরাও। যারা পড়াশুনা করে বিবেক আর জ্ঞানের চাষবাস করে তিনারাও কলম দিয়ে লিখেন, হৃদয় দিয়ে অনুভব করেন। হয়নি, আরোে আরো অনেকে অনেক আছেন...............!!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কি লিখতে কি লিখে ফেললাম! কলম নিয়ে মনে যা এল তাই লিখলাম। অংবং কবিতা। মনে যা চায় তাই.....এলোমেলো। কবিতা বোধহয় এমনই হয়!!! অথবা অকবিতা....

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: “সময়, সময় আর সময়
সময়ের অপেক্ষা তাই কলম ধরা
সময়ে তালোয়ার হবে শানিত
সময়ে তালোয়ার হবে রক্তে রাঙিত”।।


এই চা্রটি লাইন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইকে উপহার, উপহার গ্রহণ করুন বন্ধু ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: উপহার সাদরে গৃহীত হলো.......সুহৃদ!!!

রাত দুপুরে বিছানায় বুকে বালিশ রেখে
রবীন্দ্রনাথের ঢঙে—
লিখেছি এ কবিতা।

বিশুদ্ধ কবিতা এমনই হয়-----

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

রাজীব নুর বলেছেন: Mind blowing কবিতা।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.