নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চাঁদেরও অভিমান হয়!!—তা্ই বুঝি অমাবস্যার ঘুটঘুটে আঁধার নামে
অবলা অবনীর বুকে—
সময়ের পরিক্রমায় তবু পূর্ণিমা হয়
নিয়নের আলোর আভা থেকে ক্ষুদ্র চাতক ঠিকই খুঁজে নেয়
চাঁদের রুপোলী আগুন।
চাঁদ কী জানেনা—চাঁদের অভিমান করতে নেই
ক্ষুদ্র চাতকের কাছে; চাঁদ যে তার ভালোবাসার আকাশ হয়ে গেছে।
আর ভালোবাসতে বাসতে ক্ষুদ্র চাতক আজ ধ্রুবতারা হয়ে গেছে আকাশের বুকে।
ভালোবাসার ডাকে অভিমান ভেঙে যায়- অভিমান উবে যায় কর্পূরের মতন।
অভিমান হাওয়ায় ভাসতে থাকে পেজা তুলোর মতো দখিনের বাতায়নে
অভিমানী চাঁদ বধূয়া সাজতে থাকে-সঙ্গম কামনায়
চাতক কী মরে কভু বৃষ্টির জল না পেয়ে
অভিমান ভেঙে আকাশটা কাঁদতে জানে
অভিমানী আকাশ জানে। ক্ষুদ্র চাতক ভিজবে বৃষ্টি জলে
করবে তারে পান; বৃষ্টি তার আকন্ঠ সুমিষ্ট শীতল জল তৃষ্ণা হারাবার।
তুমিতো চাঁদ অথবা আকাশ
অভিমান ভেঙে এসোগো আমার বাহুডোরে.
...নাহলে অভিমান নিয়েই এসো তবে
অমন প্রগাঢ় অভিমান তাঁর থাকে— যে ভালোবাসে ধ্রুবতারার মতো
অমোঘ ভালোবাসার পরিণতি নহে বিচ্ছেদ
ভালোবাসার শক্তিতে—অভিমান খসে পরে তারাখসার মতন
হয় অভিষেক মিলনের।
অবশেষে ভালোবাসা থেকে যায় অপরাজিত
সোনার মেয়ে রুপোর রূপে সান্ধ্য প্রদীপ হয়ে না হয় এসো—হৃদয়ে আমার
চলো লিখি অমর কবিতা!!!!——— তুমি আমি মিলে
চলো করি ভালোবাসা শুধু দু’জনে মিলে.....আকাশের বুকে যেমন ধ্রুবতারা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: রুপোর রূপ চাঁদের আছে..... আপনার কি মনে হয় হাবিব স্যার!!!
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
হাবিব বলেছেন: হলে ভালো হয়......
নিচ থেকে ৩য় লাইন এবং ৪র্থ লাইনে বানান ভুল আছে। রেুপোর< রুপোর, অপারিজত< অপরাজিত
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দেয়া হলো......ধন্যবাদ।।।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
হাবিব বলেছেন: অভিমানী চাঁদ < অভিমানী চাদ........
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: তাইতো হাবিব স্যার!!!
আর কোথায় আছে???
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
কিরমানী লিটন বলেছেন: সুন্দর- ছুঁইয়ে গেলো...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। শুভসন্ধ্যা.....
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
হাবিব বলেছেন: "অবেশেষে ভালোবাসা থেকে যায় অপরাজিত" ...... অবেশেষে< অবশেষে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভসন্ধ্যা। ওটাও ঠিক করে দেয়া হলো.........অশেষ কুতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১
অপু দ্যা গ্রেট বলেছেন:
আসবে না । সে তো চলে গিয়েছে অন্য ঘরে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? কোন ঘরে? কার ঘরে। পোড়ামুখি অভিশপ্ত হয়ে মরবে!!!! মানুষ হত্যা মহাপাপ আর যদি দেবতা হত্যা করে থাকে....তাহলে নজরুলের মতো আফসুস করতে....শরৎবাবুর মঠের কুকুর হয়ে মারা যাওয়ার প্রার্থনা করবে স্রষ্টার কাছে.....
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিতা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
মিথী_মারজান বলেছেন: বাহ্!
কত সুন্দর ভালোবাসার আহবান!
কবিতায় ভালোলাগা।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৪
কাওসার চৌধুরী বলেছেন:
"কিসের এতো অভিমান! এতো দূরে যাওয়া
চাইলে তুমি পড়তে পারো আমার হৃদয়খানি
চক্ষু বুজিয়া, অনুভব করিয়া, স্মৃতি ভাবিয়া।"
চমৎকার কবিতা; কবির হৃদয় নিংড়ানোে আকুতি আর ভাবনা।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
জাহিদ অনিক বলেছেন:
ভালোবাসা থেকে যায় অপরাজিত- চমৎকার।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
হাবিব বলেছেন: কবিতায় আবেগ আছে। ভালো হয়েছে। নিচ থেকে ৩য় লাইনে "সোনার মেয়ে রুপোর রূপে" হবে কি?