নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভেঙে গুড়ে তছনছ করে দিও
অবজ্ঞার ষোল আনা ওসুুল করে
ভালোবাসার ফুল বিলিয়ে দিও
সঙ্গে নিও আমার আর্তনাদ—
তোমাকে কাছে পাবার-আকূতি
তুমি আনন্দচিত্তে নিতিনৃত্যে ঝরিয়ে-দিও
যেমন শীতের ঝরা শিউলীফুল,
ঝরে পড়ে থাকে-পথের ধূলোয়।
আহা! কি মনোরম দৃশ্য!!
পথিকের দু'চোখ জুড়ায় তাতে
পথিকতো বুঝেনা ঝরা ফুলের বেদনা...
তুমি না হয় পথিককে -বুকে জড়িয়ে নিও
তবু প্রস্ফুটিত ফুল নয়!
এক সাগর অপেক্ষার—এভাবেই হেয় হতে হয়
নির্মম পরিহাসে....
কেমন অভিধান করছো বিরচন
শোকের অনলে পুড়ে—মুমূর্ষূ এখন
কবিতা, তুমি চাইলেই বৃষ্টি জল—
তৃষিত চাতকের শুষ্ক ঠোঁটে
চাতকের সৌভাগ্য যদি তা ললাটে জুটে?
তোমাকেই মরতে বলেছে
ভালোবাসার শিখরে থেকে
তুমি ভালোবাসার চুড়া থেকে
দুঃখ ছিনিয়ে নাও মিথ্যে —অহমিকায়
ভেবেছো কী কখনো এতো কষ্ট
কেউ কি পেরেছে—দিতে তোমাকে
অথবা সুখের অনুভূতি
যদি না পারে....
যদি শত অবজ্ঞার ভীড়ে
এক অবজ্ঞা —তোমাকে অঙ্গার করে ছাড়ে
সে কি ভালোবাসা নয় প্রিয়তমা?
এক সাগর বুঝো—এতোটুকু বুঝো না
কেবল ঘৃণা খুঁজো—ভালোবাসা খুঁজে পাওনা
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
মনিরা সুলতানা বলেছেন: ভেঙে গুড়ে তছনছ করে দিও
অবজ্ঞার ষোল আনা ওসুুল করে
ভালোবাসার ফুল বিলিয়ে দিও
সঙ্গে নিও আমার আর্তনাদ—
সুন্দর লিখেছেন ! এ ক' লাইনে বেশি ভালোলাগা।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
পদ্মপুকুর বলেছেন: যে জলে আগুন জ্বলে'তে হেলাল হাফিজ লিখেছেন নিউটন বোমা বোঝো, মানুষ বোঝো না...
আপনার কথাটাও ভালো লাগলো, এক সাগর বুঝো- এতটুকু বুঝো না...। সোজা বাংলায় দুনিয়ার সবই বোঝো আর এইডা বুঝলা না টুনির মা...
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট । আসলে বাংলা কবিতা এতো সমৃদ্ধ যে অনেক কিছু কমন পড়ে যায় বা কাছাকাছি হয়। হেলাল হাফিজের এমন শিরোনামে কবিতা আছে জানা হলো।
আসলে আমাদের আবেগগুলো হয়তো একই প্রকাশ ভঙ্গি আলাদা।
শুধু শব্দবিন্যাস আলাদা । শব্দ আর ভাব মিলে কবিতা হয়ে ওঠে অনবদ্য। অগ্রজ হেলাল হাফিজকে সশ্রদ্ধ সালাম ।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুমূর্ষূ এখন
কবিতা, তুমি চাইলেই বৃষ্টি জল—
তৃষিত চাতকের শুষ্ক ঠোঁটে
চাতকের সৌভাগ্য যদি তা ললাটে জুটে? সুন্দর লিখেছেন কবি।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
আরোহী আশা বলেছেন: বুঝি...........
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: আমারে করিও ভয়- জেনো আমি তোমাদের নহি একজন ।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
জাহিদ অনিক বলেছেন: গভীর চিন্তার বিষয়! এক সাগর বোঝে সে, আর এইটুকু কেন বোঝে না!
নাকি কবি নিজেই বোঝে না! কে জানে ?
সুন্দর +
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগল কবিতা
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫
নজসু বলেছেন:
শিরোনামটাই তো লাখে একটা।
অসাধারন।
ঘৃণা খোঁজো, ভালোবাসা খুঁজে পাওনা।
দারুণ।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: শুকর চিনে মানকচু.....
স্বর্ণকার চিনে স্বর্ণ।
যে যেটা খুজবে সেটাই তো পাবে.....।।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা। +