নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এসোগো কাছে এবার!!!
তোমার উষ্ণতা —অপরূপ পেহলবতা
বেশ হতো— কাছে পেলেতা...
অকরুন শীতের আর কাজ নেই;
কেবল কাজের ফাঁকে ফাঁকে তোমাকেই
———মনে করিয়ে দেয়।
চাঁদের মতোই—এক টুকরো উষ্ণতা তুমি
এক ফালি নরম কোমল আদর;
বৈরী শীতে—আবেগে শরীরে জড়িয়ে রাখার
যেন রেশমী চাদর!!
এসোগো প্রিয়তমা,
বুকে জড়িয়ে নিই—
চাদরের ভাঁজ ভাঙার মতো
জড়তার ভাজ ভেঙে ভেঙে—অবিরত
আমারই হয়ে থেকো।
ওষ্ঠ তোমার এক পেয়ালা শরাবুনতহুরা
দুনয়নে স্বর্গ-দেহের বাঁকে নদীর বাঁক
হিমেল হাওয়া বহিছে মৃদু মন্দ।
ওগোে মোর কনকনে শীতের আরাম চাদর—গায়ে মাখার সুগন্ধি আতর
বুকের গহীনে মনের ভেতর;
শীত হারাবার মঞ্জুরী—ভালোবাসার অপসরী,
দু'হাত বাড়িয়ে রয়েছি দাঁড়িয়ে...
এসোগো কাছে এবার!!!
মনে রেখো
কি আগলে রেখেছো শুনি?
যক্ষের ধনের মতো;
ওসব সবারই আছে
এবার ধরা দাও ময়ূরীর মতো পেখম তুলে
মনে রেখো কেবল —আমার এই ভালোবাসা
চিরন্তন শ্বাশত।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখে টাইম পাস করি....কমেন্টে ধন্যবাদ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: এই কবিতা পড়ার পর আসতেই হবে
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: হা হা হা। সত্যি??
তবে তাই হোক
ভেঙে কল্পলোক
বাস্তব গল্পহোক......
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
ঝিগাতলা বলেছেন: কোথায় আসবে?
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ঝিগাতলা মন্দ না!!!
মিথ্যে কথার গল্প না
আর নয় কল্পনা
.............................
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর ঝলমলে কবিতা।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
খায়রুল আহসান বলেছেন: "দু''নয়নে স্বর্গ" - কঠিন ব্যাপার!
কবিতার কিছু উপমা বেশ হয়েছে!
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল ও সুন্দর স্নিগ্ধ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৮
মুক্তা নীল বলেছেন: এত সুন্দর করে কিভাবে লিখেন কবিতা? আবেগময় কবিতা আর সেই সাথে ভালোলাগা
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আহা কি ভালোবাসা.....
বেশ বেশ...