নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মহান একাত্তরে
বাংলার জমিনে যারা ঢেলে দিয়েছিলো বুকের তাজা রক্ত
নিঃশেষে যারা দিয়েছিলো প্রাণ
আমার এই কবিতা তাদের জন্য
উৎসর্গকৃত।
প্রেরণার ডিসেম্বর
যার দরাজ কন্ঠে জেগে ওঠেছিল বাঙালি,
যার দৃপ্ত কন্ঠের ঘোষণায় স্বাধীনতা যুদ্ধ
বিজয়ের মাসে তাদেরকেই স্মরি;
মহান একাত্তরে
যে জননী হারিয়েছে স্বামী—সন্তান
যে নারী হারিয়েছে সম্ভ্রম,
মহান মুক্তিযোদ্ধা, হে স্বাধীনতার কারিগর,
তোমাদের জানাই প্রণাম।
যে বৃদ্ধ পিতা সন্তানকে ঠেলে দিয়েছিলো যুদ্ধের ময়দানে
—সন্তান হাতে তুলে নিয়েছিলো অস্ত্র;
যে প্রিয়তমা প্রেমিকের প্রাণে দিয়েছিলো প্রেরণা
—যুদ্ধজয়ের মন্ত্র।
যারা করেছিল পণ—বাংলার মাটি ছুঁয়ে
যে দেখেছিল স্বপ্ন—স্বাধীন বাংলাদেশ নিয়ে
তাদেরকে জানাই আমার সশ্রদ্ধ ছালাম।
যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
বাংলার প্রান্তর ধানক্ষেত নদী আজি মুক্ত বলাকা
তাদের জানাই সম্মান।
তাদের কারণে আজকে আমার সম্মানিত আসন
তাদের কারণেই আমরা অবণীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে
হে মহান একাত্তুরে প্রেরণার ডিসেম্বর, তুমি আমাদের দিয়েছিলে মুক্তি,
সুমহান গণতন্ত্র;
আজও তুমি বাংলার জনতার মনে— গণ-অধিকার রক্ষার মন্ত্র,
তোমাকে জানাই সালাম।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: টাইপো ঠিক করা হলো আজ পণ করেছিলাম বিজয় দিবসের কবিতা পোস্ট না করে কোন কাজে হাত দিবনা......
২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: বিজয়ের মাস ডিসেম্বর,
এ মাসেই আমরা পেয়েছি একটি পতাকা, একটি দেশ।
তার'ই নাম বাংলাদেশ।
আহা বেশ বেশ...
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ না হলে এই চেয়ারে বসতে পারতাম না। বৈষম্য ছিল সবখানে কর্মক্ষেত্রে, রাষ্ট্রযন্ত্রে, আগরতলা ষড়যন্ত্র মামলা ইতিহাসে লেখা আছে।।।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০
হাবিব বলেছেন: অতীব চমৎকার কবিতা++
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
প্রেরণা যেন ডিসেম্বর মাসটাতেই সীমাবদ্ধ না থেকে সারাটি বছরই যেন প্রেরণাময় হয়ে উঠতে পারে , সেদিকটাও মনে রাখতে হবে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ডিসেম্বর তাই বলে। সারাবছর যেন থাকে মনে।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে হত্যা করা কি বিপ্লব মনে হয়েছে আপনার কাছে?
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
সেলিম আনোয়ার বলেছেন: তিনি কি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে রেখেছিলেন????
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী নিরুত্তর থাকলেন । তা্ই আমিও নিরুত্তর!!!
এত টুকু বলতে পারি কেবল হত্যা বিপ্লব নয়।। এখন দেশে বিলিওনিয়ার কারা। নব্য বিলিওনিয়ার কয়জন??
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনার লেখার উপর মন্তব্য করা আমার কম্য নয় ।
দারুন । বিজয়ের মাসে কবিতা । +++
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ওভাবে বলবেন না। আমি অত বড় কিছু নই!!
অতীব সামান্য মানুষ, দেশের প্রতি মুক্তিযুদ্ধাদের প্রতি( চাদগাজী ভাই সহ) বঙ্গ বন্ধু, জিয়াউর রহমান কাদের সিদ্দীকি....উসমানী সকলের প্রতি শ্রদ্ধা থেকে লিখা....এসব লেখা আবেগ এসে যায়..অনেক কথা বাদ পড়ে যায়...পাঠকের মনে অনেক বাদ পড়া জিনিসও মনে পড়ে....আমরাতো বাংলাদেশী ব্যাস ওটুকুই.....
আপনাকে ডিসেম্বরের শুভেচ্ছা.....
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন অর্থবহ কবিতা।
মুক্তিযুদ্ধের কবিতায় শ্রদ্ধা জানাচ্ছি।
কবিতার প্রথম শব্দটা যার হবে।