নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ফাগুনের আগুনে পুড়ে কিন্নরী কন্ঠে এবার তুমি গাও......

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৭





লজ্জাবনত চোখে- মনের খেয়ালে
—অবশেষে শোধালে
“তুমি কে ?”
তুমিই জান কি বুঝালে?

জানু আমি তোমার জারুল বন, বুকের কাঁপন, সোনার কাঁকন
পায়ের নূপুর, উদাস দুপুর.....আমি তোমার রাত্রিজাগরণ
.
তাদের জবাব দিয়ে দিও, আমি তোমার
কাগজের ভাঁজে লুকাবার বহুল কাঙ্খিত কলম।

শীতের পোষাকও বলতে পারো
অথবা তোমার মৌচাকের মৌমাছি—
বসন্তে করি গুনগুন।

প্রিয়তমাগো ভণিতা ছাড়ো-
তোমার সরোবরে আমি ক্লান্তিহীন ডুবুরী
পানকৌড়ির মতো ক্ষণে ক্ষণে দেবো ডুব
এই শুনছো কি দাঁড়িয়ে নিশ্চুপ!....

আজ তুমি কামিনীর লজ্জাবনত চোখ—
আমিই তোমার সুপ্রিয় ঝর্ণা কলম
আর তুমি আমার আধার অতল তল— সুগভীর কোমল কমল...

জানিগো ফাগুনের আগুনে পুড়া বসন্ত কোকিলের গান
—আসিবে ভেসে দখিনের হাওয়ায় উদাসীর বায়
তুমি ফুল আমি ভ্রমর ...ভেঙে দিলাম সকল গুমর...

আমি তোমার সরস গদ্য— আমোঘ পরিণতি।
সুনিয়তি, এবার মেলো আঁখি—
সুবিবেচনা, এবার খোলো সব....অহংকার ছুড়ে ফেল দূর সমুদ্দুরে
সুপ্রিয় অমরাবতী নদী- আমি তোমার খেয়া পারের নৌকো
হাড় কাঁপানো এই শীতে—
ফাগুনের আগুনে পুড়ে কিন্নরী কন্ঠে এবার তুমি গান গাও......

ছবি: শায়মা হক

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ বাহ চমৎকার কবিতা। সায়মাপুর আকিঁয়েও দারুণ।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: মাথা নষ্ট আঁকা!!! আর আমার অংবং লেখা......

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৭

বলেছেন: দারুণ ভাবনার প্রকাশ কবিরাজ

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

ডার্ক ম্যান বলেছেন: কি গান গাইবে ??/ মিলনের নাকি বিরহের <<<

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট করলে বুঝতে পারবো......

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

সাইন বোর্ড বলেছেন: অাবেগি কথামালা, ভাল লাগল ।

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: এটা তো কবিতা......। শুধু পাঠের জন্য ।।।।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

অপ্‌সরা বলেছেন: কবিতা পড়ে আমি হাসতে হাসতে শেষ! =p~


গরমে মানুষের পাগলামী বাড়ে শুনেছিলাম। তোমার দেখি শীতেও বাড়ে ভাইয়া!!! :|


১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: সীতা কার বাবা আমার মনে নেই।।।।

তুমি হেসেছো তাতেই আমি খুশি.....
এ ই নিক কেন.... শায়মা নামে আসতে তো পারতে.....বরুণা নামেও......

আমি এখন জিওসাইন্টিফিক রিপোর্ট লিখছি.সেটাও আবার ইংরেজী ...গুলশান এলাকার পানিতে লেডের পরিমান ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি!!! অবশ্য অন্য গুলোর পরিমান আদর্শ মানে আছে
তোমার কি দাঁতে সমস্যা আছে?
ফ্লোরা্ইডের পরিমান পুরো ঢাকা শহরেই বেশি..
এই মাসে রিপোর্ট লিখতে হবে.....
কবিতা লিখে অদ্ভুত আনন্দ লাভ করি..মাথা খুলে..তারপর আবার রিপোর্ট লিখি
প্রতিদিন অফিস করছি....সন্ধ্যার পর পর্যন্ত........
ব্লগে ঢুকে একটু প্রশান্তি লাভ করি ব্যাস। আবার কাজ করি...।
কবিতা লিখাও কাজ......

এবার বুঝলা...সাইকোলোজিস্ট......
ধরে নাও এখন আমার গরম কাল....।শুধু একটা শার্ট গায়ে বসে আছি...।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা.....!!!!!
আমার অং বং কবিতা ভাল না লাগাই স্বাভাবিক.. :)

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: পুনশ্চঃ তোমার ছবিটা সুন্দর হলেও অসম্পূর্ণ মনে হচ্ছে...... আমার কবিতও তেমন মনে হচ্ছে....কবে যে কবিতা লিখে পরিপূর্ণ তৃপ্তি লাভ করবো কে জানে????

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



সুন্দর কবি ।

ফাগুনের আগুনে আমি পুরতে চাই .।.।।।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর আপনার চাওয়া।

আপনি এখনো সবুজ। বৃদ্ধরা কি পারে ফাগুনের আগুনে পুড়তে।।।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার চিত্ররূপময় পোস্ট.....

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

এডওয়ার্ড মায়া বলেছেন: মূলা ঝোলানো ভালবাসা !
কবিতা সুন্দর হয়েছে কবি সেলিম ভাই ।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য!!!

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি তোমার তুমি আমার
আমি নদী তুমি সেই সাগর
আমি রাত্রী তবে তুমি তারা
আমি রোদ্দুর তুমি নীল আকাশ ।।

- ছোট্ট কবিতাটি প্রিয় সেলিম আনোয়ার ভাইয়ের জন্য উপহার
সেলিম আনোয়ার ভাই, এতা সুন্দর কবিতা কিভাবে লিখেন ? আপনি কি জানেন কবিদের কষ্ট অনেক - তাহলে কষ্টকে কেনো দাওয়াত দেওয়া রে ভাই ?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভালো লাগা।

অনেক কষ্টেই কেষ্ট লাভ
কষ্টের কথা ভেবে কি লাভ? আসলেতো লাভ ই লাভ।

ভালো থাকবেন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.