নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দুইটি শ্রেষ্ঠ কবিতা

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫



বাংলার শ্রেষ্ঠ দুইটি কবিতার
একটি —মহান একাত্তর আর দ্বিতীয়টি—তুমি
মহান একাত্তর!! আমার পূর্বপুরুষদের সাড়ে নয়মাসের বীরত্বমাখা-অমরগাঁথা;
ছাব্বিশ বছরের বঞ্চনা বৈষম্যের— ইতি।
তুমি— আমার সুদৃঢ় আলিঙ্গনে, সীমাহীন একাগ্রতা
অর্ধযুগের কষ্টিপাথরে পরখ করা— খাঁটিসোনা
—স্বপ্নজাল বুনা নৈস্বর্গ যেন!!

একাত্তরে ত্রিশ লক্ষ লোক প্রাণ দিয়েছিলো—
তোমাতে আমি সঁপেছি প্রাণ অজস্রবার...
একাত্তরে যারা স্বাধীনতার বিরুধিতা করেছিল— তারা ছিল রাজাকার -আল বদর-হানাদার,
আর যারা বিরুধীতা করেছে তোমার-আমার প্রেমে;
তারা আমাদের পরম হিতৈষী— তাদের বদৌলতে
তুমি হয়েছো হাজার কবিতার সমাহার; ঐশ্বর্যের চারনভূমি; আর অপরাজিত আমি।
মহান একাত্তরের অমর কবিতা, স্বাধীন বাংলাদেশ, ছাপ্পান্নহাজার বর্গমাইল জুড়ে
আমার প্রচ্ছন্নতায়— প্রকটতায়, ভালোবাসায়—মননে সে কেবল তোমারই বাস,
সাড়ে তিনহাত সীমানার সীমাহীন ঐশ্বর্যের সম্ভারে লালিত
সেই তুমি, আমার বিরোচিত— শ্রেষ্ঠ কবিতা ...


ছবি-নেট

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন কাব্য!
ছাপ্পান্ন হাজার বর্গমাইল আর সাড়ে তিন হাতের তুমিতে ভালবাসার মিশেলে একাকার :)

+++

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

বাকপ্রবাস বলেছেন: দারুণ

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো কবি

১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
বিজয় দিবসের শুভেচ্ছা নীলপরি....

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস.....

১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

হাবিব বলেছেন: সত্যিই খুব সুন্দর হয়েছে......
ভালো লেগেছে

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনাকে!!!

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ছবি নেট না
ছবি Guernica
Painting by Pablo Picasso লেখেন।
আরো জানতে গুগলে এটা লিখে সার্চ দেন

গোয়ের্নিকা: শত মানুষের কান্না লুকিয়ে আছে যে চিত্রে

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: ত্রিশ লক্ষ মানুষের শরীরে মোট রক্তের পরিমাণ ১.৫ কোটিলিটার, যা শুকনো মৌসুমে পদ্মা নদীতে প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির সমান !

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




ছাপান্ন হাজার বর্গ মাইল

তোমাকে ভালবাসি

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: নিজের দেশকে সবাই ভালোবাসে......... আপনিও বাসেন। দূর্নীতিবাজরা ভালোবাসে টাকা। নিজের জীবনটাও। ক্ষমতা হাতছাড়া হলে .....সবগুলোর জেলে যাওয়া লাগবে.....স্বাধীনতার পক্ষ লেবাসে চুরি দূর্নীতি মানুষ সহ্য করবে না।

দেশকে যারা ভালোবাসে দেশের মানুষকেও তারা ভালোবাসে.......

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

ইসিয়াক বলেছেন: আপনা‌কে ধন্যবাদ ও বিজয় দিব‌সের শু‌ভেচ্ছা

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিজয় দিবসের লেট শুভেচ্ছা।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল অনুভূতির প্রকাশ ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

নজসু বলেছেন:





মুক্তিযুদ্ধ আর প্রিয় মানুষ।
অসাধারণ অভিব্যক্তি।
কাছে এলেও কবিতা হয়।
দূরে গেলেও কবিতা হয়।
এটাই ভালোবাসা; এটাই প্রেম।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

পুলক ঢালী বলেছেন: দারুন সুন্দর প্যাট্রিয়টিক ভাব। স্বাধীনতা বিরোধীরা রাজাকার আর প্রেম ভালবাসার বিরোধীরা পরম হিতৈষী দারুন পংক্তি। ভাল থাকুন।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.