নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দুইজনাতোমার আমার ঘর

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬



দুইজনা

কবিতা লিখে তোমায় করিগো আহবান
তোমার আগমনে তাতে নিত্য সারা দান...

তুমি মওকা বুঝে কপটরাগে করো জড় লোক
কমেন্ট করো
"কেন অনধিকার চর্চা করো করছি রিপোর্ট!!!"
চৈত্রের দাবদাহে যেন উঠে মরুর ঝড়
তোমার ভয়ে এই প্রাণটা তাতে কাঁপে থরোথর

অথচ অন্য কেহ করলে তা-
তুমি খিল খিলিয়ে হাসো
মনের হরষে যেন তাতে এক উঁঠুন নাচো...

এসব দেখে বুঝে সবাই
মেয়েটার মাথার তার ছেড়া
আর ছেলেটা পাগলাটে
ছেলেটা শান্ত মেয়েটা ঝগড়াটে।

এভাবেই দিনে দিনে-অনেক দিন গেলো
ভালোবাসার এক নদীজল সাগরে জড়ালো
দু'জনার সম্পর্কের টানপোড়ন চলছে কেমন
সবাইকে ভাবালো।



তোমার আমার ঘর


হৃদয়মালতী, কোথায় গেল সেই
তোমার আমার ঘর?
কে যেনো কবে দিয়োছিল বেঁধে
তা মনের ভেতর!!!

সন্দেহের বসে কতোবার এসেছো তেড়ে
কতোবার বলেছো মুখের উপর আগ বেড়ে
ওর সাথে করছি প্রেম
কেন তোমার সাথে করছিনা
প্রতিউত্তরে তার আমি নিরুত্তর...!!

লাগতো তবু বেশ;
সোনার মেয়ে মায়া ভরা
তুমি ছাড়া ছন্নছাড়া-হৃদয় আমার...
হয়তো আমি যাবোই মরে
তোমার অনাদরে...।





উৎসর্গ: তুমি- আমি

ছবি-নেট

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৬

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১২

বলেছেন:
কবিরাজের কবিতা ---
ভিন্ন কিছু কবিতায়।

কে সে হৃদয়মালতী কবি!!! মওকা বুঝে -

মেয়েটার মাথার তার ছেড়া --- হায় হায় মেয়েটা মাইন্ড করবে।


শুভ কামনা কবি।


২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ল.....
ভিন্ন কিছু কি না জানি না :)
এটা কি হয়েছে কবিতা??

হৃদয়মালতী যে কবির হৃদয়ে থেকে থেকে দেয় দোলা
যায় না তারে ভুলা সেই তো মনের অজান্তে লেখায় কবিতা....
কবিতা কি আর আমি লিখি :P
না মাইন্ড করবে না। সে জানে ওটা আদর করে বলা।
আর ভালোবাসায় সাত খুন মাফ....

কবিতা কখন কি যে বলে হা হা হা হা

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ। মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: বরাবরের মতো দারুন কমেন্ট। উৎফুল্ল হওয়ার মতো কমেন্ট।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

হাবিব বলেছেন:




গত কয়েকদিনের ব্যস্ততায় আপনার লেখা মিস হয়েছিলো......
এখন পড়লাম।

অনেক ভালো লিখেছেন। আসলে আপনি ভালোই লিখেন। আপনাদের লেখা পড়েই শিখছি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.