নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কান্ডারী

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

কান্ডারী,
হও প্রস্তুত তিমির রাতে
জ্বালাতে আলো-জ্বালাও আলো; আলো হাতে ছুটতে থাকো
আঁধারের আকাশ আলোকিত করে- কোথায় হয় যেতে
আর আমরা আছি কোন তলানিতে পড়ে? অনাদরে...
দেখাও পথ—পথোচিত্র এঁকে লেজার রশ্মির মতন।

বীর জনতা দেখে যেন চলতে পারে সেই পথে
সংশয় যেনো আর না থাকে—তাদের বুকে
মুছে নাও ঘুণে ধরা এক ইতিহাস
মানুষতো নয় প্রস্তরখন্ড অথবা ভুল বিশ্বাসে ভরা
অপরিবর্তনীয় শিলালিপি কোন—

হানাদারি খুনি মানসিকতাটা ছিনিয়ে নাও
অত্যাচারীর বুক থেকে; ছুড়ে দাও তারে দূর সাগরের
অথৈ তলে; জাগিয়ে তুলো মানবতা বসন্তেরই অনুরাগে
মানুষ করো; অমানুষ সব ভাবনা থেকে মুক্ত করো।

ভেঙে ফেলো ঐ ঘর যে ঘরে আটকে আছে প্রিয়তমা
আঁধারের বুকে-তারে দাও তোলে স্বর্গীয় উদ্যানে, এই খানে;
কান্ডারী হও প্রস্তুত- এবার। খেলা হবে লাল সবুজের বাংলাদেশে
হারুক তাতে— কাল নাগিনীর প্রলয় নাচন
এবার হবে জয়— ঘুমিও না আর
জাগো এবার— জাগাও সবে, নিদ্রাপুরে-
ভরদুপুরে ঘুমায় যারা....।



মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+



( আবারও একটু টাইপো দেখে নিয়েন)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা সংখ্যা কত?

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: পনেরোশোর বেশি......হবে।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

কথার ফুলঝুরি! বলেছেন: অর্থবহ কবিতা 8-| দারুন

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনি।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা + +।
তবে বিঃদ্রঃ টা বুঝতে একটু অসুবিধা হচ্ছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: বিঃ দ্রঃ ভুলে চলে আসছে।।।

কমেন্টে ধন্যবাদ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



বই চাই বই

কবে পাবো ।

এবার বই মেলায় বই এলে ভাল হতো ।

কবিতায় জাগ্রত +++

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগডে অনুষ্ঠানে যে সমস্ত তরুন ব্লগার উপস্থিত ছিলেন তারা একেক জন সূর্যসন্তান। তাদের মাঝে আমি সম্ভাবনা দেখি আপনি তাদের একজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.