নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তারাখসা
কেমন করে— হারিয়ে যাও!
তারাখসার মতো— ঝরে যাও!! এই হৃদয়ের আকাশ থেকে
খুব সহজে। —অত সহজে দাওনা তুমি ধরা,পাইনা তোমার সারা।
শুধু জানো অত সহজে নেই ওগো তোমার— নিস্তার
আমার কলমের কালিতে আছে মিশে— তোমার ভালোবাসা বিস্তর
তুমি সন্তর্পনে এসে —তাই আমারেই যাও ভালোবেসে।
চাতকপাখি
এক আকাশ জেদ নিয়ে
তুমি আমাকেই বলো— জেদি!
আমার উপর এক সাগর রাগ— ঢেলে
আমাকেই বলো অপরাধী!!
আমার মতো করে সেই— প্রাগৈতিহাসিক কাল থেকে
অপেক্ষার ডানায় ভর করে আর কেহ হয়নি চাতকপাখি।
জেদ নয় ভালোবাসা থেকেই আমি তোমায় কাছে ডাকি।
ব্রত
দুঃখ দিতে চাইনি তোমায়
চাইনিগো করিতে— বিব্রত;
আমি কেবলই চাতকের মতো
তোমাকেই করেছি— এই জীবনের ব্রত।
পরাজিতা
আজো তুমি খুঁজে খুঁজে হয়রান
পেলে কি তেমন করে?
জানি পাবে না আমার মতো— আর কাহারে!
এখানেই তুমি বারে বারে যাও —হেরে।
সাময়িকী তো নহে সমাধান, বিচ্ছেদের অনলে পুড়ে
ভস্ম হও তুমি তাতে, অতঃপর আমারেই মনে পড়ে।
ভালোবাসাতে —হতে নেই বিব্রত
ভাগ্যবতীর ললাটে তা জুটে
গ্রহণ করো তারে—সেই তো জীবনের পরম ব্রত।
৪৭ বছর পর
স্বাধীনতার ৪৭ বছর পর মহান ডিসেম্বরে
আমিতো দেখছিনা সমান অধিকার;
রাজনীতি চর্চার-
আপনারা কী দেখছেন?
আমাকে একটু কি বুঝিয়ে বলবেন?
এ কীসের স্বাধীনতা?
এ যেন আরেক পরাধীনতা!
তাই বলি মুক্ত করো স্বদেশ এবার
আমি বলছি মাটির কথা—
আমি বলছি মানুষের কথা—
বলছি ওরা কারা? নির্বিচারে যারা
করিতেছে মানুষের অধিকার হরণ আজো
মহান স্বাধীনতার ৪৭ বছর পরো!!
ভোটদান
যুদ্ধে যাবার কথা বলছি না,
আমি বলছিনা করিতে জীবন দান;
বলছি শুধু কথা— গনতন্ত্র চর্চার ।
ভোট দিন সকলে—
ভোটদান আমাদের নাগরিক অধিকার।।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: মাহের ইসলাম,
যে কবিতা প্রিয়তমার অপছন্দনিয় তাকে অকবিতা না বলে উপায় নেই!!
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১
ফয়সাল রকি বলেছেন: অকবিতায় অমন্তব্য রেখে গেলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৪
প্রামানিক বলেছেন: অকবিতাই চমৎকার কবিতা। ধন্যবাদ
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামন রইলো আপনার জন্য।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৩
মাস্টারদা বলেছেন: ভাললাগারা এসেছে গেছে।
কবিতারা গুচ্ছ পুচ্ছে ভালোই সেজেছে।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০১
ল বলেছেন: ভালবাসাতে হতে নেই বিব্রত ---
সেই রকম অকবিতাগুলো চমৎকার।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: কতিপয় অকবিতা, চাতক পাখির মত , ব্রত নিয়ে, 47 বছর পরে, ভোট দিয়ে( ভোটদান), পরাজিত হয়ে , উল্কা বেগে তারা খসার ন্যায় ছুটে পালালো ।
ক্ষমাপ্রার্থী কবি ভাইয়ের কাছে এরকম অর্থবিহীন বাক্য গঠন করার জন্য।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কথা হলো কবিতা হারে বা পরাজিত হয় অহংকারে কবি থেকে যান অপরাজিত....
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: ভোটদান টা আমার কাছে খুব ভালো লেগেছে।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
নজসু বলেছেন:
আপনার অকবিতাগুলোই আমার কাছে প্রচন্ড রকমের ভালোলাগা, ভালোবাসা।
ভালো থাকবেন প্রিয় কবি।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও ভালো থাকবেন আর মনে রাখবেন আমাকে। অসংখ্য ধন্যবাদ।।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কতিপয় অকবিতা ভালো লাগল। অকবিতা বললেন কেন সেটা বুঝতে পারলাম না। পোস্টে প্লাস।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
স্রাঞ্জি সে বলেছেন:
ভাল লাগলো আপনার অকাব্যগুলো।
ভোট কিভাবে দিবে আওয়ামীরা যেভাবে ভোটারদের অত্যাচার করে।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ওসব অত্যাচারে ভয় পেলে চলবে না।।। ভোট দিতে হবে..আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছে আর আমরা কি পারবো না সামান্য একটা ভোট দিতে???
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সুমন কর বলেছেন: অকবিতাসমূহ ভালো লাগল। +।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনারও ভালোলাগলে তো কবিতা হয়ে গেছে।।।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬
মাহের ইসলাম বলেছেন: অকবিতা বলছেন কেন?
আমার কাছে তো কবিতা বলেই মনে হচ্ছে।
ভালো থাকবেন।