নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কি চাও তুমি ?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪



কার অভিযোগ শুনো— ওগো ছলনাময়ী?
কার কানকথা শুনে—আমায় বিচার করো?

যাদুসোনা বলোতো কি চাও তুমি? চাও কি তবে তুমি আমার থেকে মুক্তি?
তোমার এই মুক্তি চাওয়ার, তোমার কাছে আছে কী কোন যুক্তি?


কেন লেখালে তবে কবিতা?
কেন লেখালে তা?
কেন দেখালে পূর্ণিমা চাঁদ? রুপোলী জোছনা


কেন এবার থামতে বলো? এতো দিনে কি যে হলো!
কেন দেখালে তবে প্রেমের চোরাগলি?


কেনই বা লেখালে আমার কবিতার চরণগুলি!
কেনই বা শেখালে প্রেম ভুলেই যাবে যদি!


ফুলের বাগানে রক্তগোলাপ কী ফোটে না আজকাল?
ডাকে না কি কাননে কোকিল— আসিলে বসন্তকাল?


তবে কী তুমি প্রস্তরখন্ডে হয়েছো রূপান্তর?
তোমার উপর বয়ে গেছে কালবৈশাখি ঝড়!!


তুমি কী চর্ম-অস্থি-মজ্জার বদলে কেবলই দেখার চোখ—
কিশোরীর কৌতুহলে সতত বিয়োগব্যথা বুক।


তোমার মাঝে কী নেই কোন প্রেমের আয়োজন!
তাই বুঝি ফুরিয়ে গেল তোমার আমার কবিতার প্রয়োজন?


যদি বলো কবিতার অবসরে মিলবে তোমার শান্তি,
তবে কবিতা কেন ছাড়েনা আমায় ভাবায় দিবারাত্রি?



মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: আমি কবিতা চাই!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আমার কলমও কবিতা চায়? কবিতা কোথায়? :(

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: আহা! যাদুসোনা!!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা। তা্ইতো!!!!

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেলিম ভাই,

এমন নির্মল প্রেম ছেড়ে থাকা যায় না! কবিতা অসাধারণ ভাল লেগেছে।

তারপর আপনি কেমন আছেন ভাই?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: বেশ আছি। ভাল আছি। আপনি কেমন আছেন??

কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

স্রাঞ্জি সে বলেছেন:

সুন্দর +++

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: কবিতা আছে আপনার কাছে। লুকায়িত। সে মেয়ে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: তাই যেন হয় ।।। কবিতা যেন আমার কাছে রয়!!!

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

এ.এস বাশার বলেছেন: অসীম ভালো লাগা রইলো..... সেলিম ভাই.........

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

নজসু বলেছেন:




ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবি।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল। কবিতা ভালো লেগেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সম্রাট ইজ বেস্ট
আপনাকে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই চমৎকার আছি।
আপনার সাথে কথা বললে আপনার হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠে।

ধন্যবাদ

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

বলেছেন: আহা! যাদুসোনা!
কেন এত অভিযোগ!!
এত অভিমান ----
কেন এত অনুরাগ!!
এত অনুনয়----
তুমি ছাড়া বসন্ত বাউরি হয় না দেখা
তুমি ছাড়া কবিতা হয়না লেখা।

তুমি বিয়োগ ব্যথায় অস্বস্তির নির্ঘুম
তুমি ছাড়া কেমন নেই জীবনের ওম!!



কবিতায় প্রেম টলমল!! ++

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট। ভালোলাগলো। আপনি তো লিখেছেন বেশ!!

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছন্দময় কবিতায় মুগ্ধতা ++

শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবিভাইকে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

হাবিব বলেছেন: অনেক সুন্দর

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: কি চাও তুমি?
মেঘলা দিনে যেন মলিন কমলিনী, জেগেও নেই, নেই ঘুমিয়ে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট।কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৬

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। খুব ভালো লাগল।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় আপনি ভালো বলেছেন আমি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ সময় করে আমার পোস্ট খানি পড়ার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.