নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অপার সুখ নিহিত তাতে

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

এক পা দুই পা করে
সামনে বেড়ে—বাঁধলো কে রে
ভালোবাসার রঙিন সুতোয়—
বাবুই পাখি যেমন বাঁধে বাসা।


তার চেয়ে বড়ো কেহ কি আছে?
তুই কি হবি সঙ্গীহারা না কি হয়ে গেলি ছন্নছাড়া?—তাতে
এই অবনীর বুকে —বাহুডোরে থাকলে তাঁর!!
কেন যাবি অনেক দূরে হবি কেন— বাঁধনহারা।


ক্ষণিকের স্বার্থ ছেড়ে—আয় বেড়িয়ে,
লোভে পড়ে—যারা করে চুগোলখুড়ি
ফায়দা লুটে যাবে সরে____ তাদের ছেড়ে।


ভালোবাসার এক পৃথিবী আকড়ে ধরে,
এর থেকে বড়— আর কেহ নয়,
প্রয়োজনে আর সব ছেড়ে দে
— স্বার্থপর সব পৃথিবী—ইচ্ছে হলে
দে রেখে দে তারে
বলে দিলাম
আবর্জনার স্তূপ, দূর্গন্ধ ছড়াবে কেবল
বাক্সবন্দী জাল ভোটের মতো
জীবন যাবে শাক দিয়ে মাছ ঢেকে।


ভালোবাসার এক পৃথিবী যার আছে
তার কাছে সবি আছে—
ভালোবাসার খোলা জানালায়—এক পশলা বৃষ্টি
নয় অনাসৃষ্টি, সুখের অনুভূতি বুকে—না হয় গড়বো ধূসর
দুইজনেতে এটাই হোক— পরম পাওয়া।


শূণ্যতাকে আকাশ করে ভেসে বেড়াবো
মেঘের মতন—বৃষ্টি হয়ে ভিজবো দু’জন
চারিদিকে পাখির কূজন— আসবে ভেসে
ফুলের ঘ্রাণ; পায়ের নূপুর, রক্তজবা—
সোনার পাহাড়— রুপোর বাঁটি— রাঙা ঠোঁট
কুসুম কোমল প্রেরণার ফাটলে আসা যাওয়া
—মুক্ত বিহঙ্গ যেমন; ভালোবাসার অপার সুখ নিহিত তাতে।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
আপনার কবিতা খুব সুন্দর।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ ঘুম ঘুম দুপুর আর সাথে কবিতায় ভালো লাগা।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর । :)

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

আরোহী আশা বলেছেন: ঠিক তাই কি???

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

সাইন বোর্ড বলেছেন: বাস্তব অনুবব ও ভালবাসা, ভাল লাগল ।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

হাবিব বলেছেন: খুব সুন্দর কবিতা........

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কবিতার কথামালায়

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.