নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চলো দু'জনে ভিজিবো আজি
শীতের পরশে____মনের হরষে
যেন জেগে আছে ঐ রাতের আকাশে অষ্টমীর চাঁদ।
ভালোবাসার আবেশে যেন থমকে গেছে সময়
চমকে গেছে ভীরু মন।
এমন সময় হাতছানি দিয়ে ডাকলো কে রে
এই করে কর রাখলো কে রে
সুখপাখিটা ঘর বাঁধলো কি রে
তার মনের ভিতর প্রেমের টানে।
চলো দু'জনে ভিজিবো আজি____
শীতের রাতে____ সবুজ ঘাস যেমন ভিজে
ভোরের শিশির গায়ে মেখে,
আমরা মাখবো চাঁদের কিরণ___নিয়ন আলো___ গায়ে
ব্যস্ত নগরের বুকে___ মনের সুখে কাটিয়ে বেলা
আমরা না হয় করবো পান___এক পেয়ালা চা
রেস্তোরায় বসে____শুনবো গান...
ওষ্ঠে ওষ্ঠে ভালোবাসা সুধা করবো পান।
পাহাড় চূড়ায় তোমায় চড়িয়ে দেবো
ভালোবেসে কাঁপিয়ে দেবো___সুখের কাঁপন
মনের মাঝে মাদল বাজে___এমন মায়াবী রাতে
থাকলে পাশে দিতাম তোমায়
রজনীগন্ধা ফুলের ডালি___রক্তগোলাপ
খোঁপায় তোমার পড়িয়ে দিতাম
আদর করে হাত বুলিয়ে দিতাম
হৃদয় তোমার কেড়েই নিতাম
মাছরাঙা যেমন জলে মাছ ধরে তেমন করে।
হিমেল হাওয়া বইছে আজি____
উদাস মনে কথা কইছে আজি___
একেলা শীতের রাতে; বাসন্তী রং মাখবো না হয়
আশুবসন্তের সমীরণে____ভাবছি বসে আনমনে,
তুমি আজ কতদূরে___থাকলে পাশে বেশ হতো
চাঁদটা বোধহয় চমকে যেতো____জোছনা স্নানে কাটিয়ে দিতাম
সারারাতি হেঁটে হেঁটে___গায়ে মেখে পরশ তোমার।।
চোখের মণি
কখন উঠিস ঘুম থেকে
কাকে খুঁজিস___ সবার আগে
ঘুম থেকে উঠে
আমাকে কি মনে পড়ে তোর
থাকি আমি কতদূরে
বেদনার সীমানা পেরিয়ে
আমার দু’চোখে তোর মতো নিষ্পাপ— সুন্দর
একজনও নেই ____ এই ভূবনে
চোখের তৃপ্তি, মনের সুখ
তুই ছাড়া নেই ____ কিছুতেই
থাকলে তুই আমার কাছে
আমি সবার চেয়ে সুখি,
না থাকলে জনমদুখী
স্বর্থপর এই ধরণীতে
হন্যে হয়ে খুঁজি তোকে
আসবি কখন —আমার এ শূণ্য বুকে
তোকে ভেবে দু’চোখ মুদি
রাতের শয্যায়—সেই ভাবনা বুকে
ঘুম থেকে উঠি ভোরে,
এভাবেই রাত চলে যায়,
তোর প্রতীক্ষায়,— নদীর জল
যেমন ছুটে সাগরের গভীর বুকে
চাতক যেমন খুঁজে —বৃষ্টির জল
অনেক পিপাসা লাগলে ঠোঁটে।।
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৭
মুক্তা নীল বলেছেন: কি সুন্দর কথাগুলো কবিতার
সারারাতি হেঁটে হেঁটে গায়ে মেখে তোমার পরশ.....
১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১১
রাফা বলেছেন: শীতের আমেজের সাথে কবিতা মিলেমিশে একাকার।
কবিতা ভালো হইছে,সে.আনোয়ার ভাই।ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪১
ল বলেছেন: ভালোবেসে কাঁপিয়ে দেবো___সুখের কাঁপন ---এখানে শেষ করে দিলে ভালো হতো ---
এর পরে মনে হচ্ছে আরেকটি কবিতা।
পাঠকের প্রতিক্রিয়া।
দারুণ++
১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: পরের কবিতার নাম কি হতে পারে???
দুজনে ভেজার পরের কবিতা??
সু্প্রিয় ল, এমনি এমনি লেখা পরীর মন খারাপ..মন ভালো হয়ে যাক.....আমারটা চুলোয় যাক
কমেন্টে ধন্যবাদ। দারুন লিখছেন।।।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা।
১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১
নজসু বলেছেন:
ওরে বাবা............. এই ঠান্ডায়?
১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ঠান্ডা হলে কি হবে.....
ভালোবাসায় যাবো ভিজে
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১
নজসু বলেছেন:
কবিতায় ভালো লাগা ও লাইক।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৪
এম ডি মুসা বলেছেন: চোখের মনি নিয়ে ভালো বলছেন,,
২৬ শে মে, ২০১৯ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩
জাহিদ অনিক বলেছেন:
দেবো খোঁপায় তারার ফুল-------------- সুন্দর ++
২৬ শে মে, ২০১৯ বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। +