নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার পাখি, দু’হাত বাড়িয়ে দিলাম

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬



বাংলাদেশের মানুষদের হারিয়ে অর্জিত বিজয়
—বিশ্বাসঘাতকতা;
স্বাধীনতার সাথে সুষ্পষ্ট প্রতারণা।

গণতন্ত্রবধ জয় নয় ; ললাটে পরাজয়ের কালিমা।

গোয়েবলসীয় কায়দায়
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে
যে তা কেড়ে নেয় মধ্যযুগীয় বর্বরতায়,
মেতে উঠে আদিম উল্লাসে
তারা ক্রমাগত মিথ্যার অনুগত
যারা মানুষদের জড়পদার্থে পরিণত করে
আকাশবিজয়ের দাবী করে—তারা প্রবঞ্চক।

শঠতা আর বুলেট তাদের ভাষা
বিবেকের শ্রাদ্ধ করে তারা আজ গোর খাদকের
দায়িত্বে ন্যাস্ত—

তারা ভালোবাসতে জানে না; কবিতা লিখতে জানে না
জানেনা হৃদয়ের কত দাম!

বোবাডি খেলায় মত্ত আমি—কলম নিয়েছি হাতে
তাজা প্রস্ফুটিত রক্তগোলাপ সযতনের রেখে দিয়েছি বুকে
তোমার ভালোবাসার মসনদে,
স্বর্ণাক্ষরে
লিখে দিয়েছি একটি নাম…

প্রকৃতির চিরন্তন নিয়মে আজ চন্দ্রগ্রহণ হবে;
তেমন করে গ্রহণ করো তবে— এই কর;
ভালোবাসার পাখি, দু’হাত বাড়িয়ে দিলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

হাবিব বলেছেন:




গণতন্ত্র খেলো যারা ঝালমুড়ি আর ভর্তা করে
মন চাইছে সবকটাকে শিকল বেঁধে আনি ধরে!

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: যখন কোন পাপীষ্ঠ বঙ্গবন্ধু শ্লোগান তুলে তখন হয়তো বঙ্গবন্ধুর আত্নার কষ্ট হয়.....
যখন জিয়াউর রহমানকে রাজাকার বলা হয় তখন......স্বাধীনতার পতাকা হয়তো কেঁপে ওঠে....

সত্য প্রতিষ্ঠিত হোক
মিথ্যার লয় হোক.....

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: গণতন্ত্রের পক্ষে আপনার কবিতা আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী , শুভ কামনা নিরন্তর..

২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

নজসু বলেছেন:



তাদের ঋণ কখনও শোধ হবে না।

২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কখনো নয়....তাদের শ্রদ্ধা করতে হবে। যারা বাংলার স্বাধীনতার ধারক বাহক দাবী করেন স্বাধীনতা যুদ্ধের আগ্রনায়ক যারা তাদের অসম্মান করবে না।।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

শাহারিয়ার ইমন বলেছেন: অনেক দিন পর একটা কবতার মত কবিতা পড়লাম +++

২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ! জ্বালাময়ী ভালোবাসা। ++

শুভকামনা সতত।

২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার চেয়ে উত্তম দাহ পৃথিবীতে নেই।

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

সাইন বোর্ড বলেছেন: ক্ষোভ, দ্রোহ এবং সময়কে ধারণ......সব মিলিয়ে ভাল লাগল ।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা সময়ের কথা বলে.....সর্বকালীন হয়ে ওঠে.....যেমন কবিগুরুর কবিতা।।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।

ভালো থাকুন।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনিও ভালো থাকুন। সুস্থ থাকুন সুন্দর থাকুন কবিতায় গল্পে সত্য সাধনায়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.