নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রতিযোগিতা

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

কতক্ষণ তুমি ছিলে——কার মনে?
মর্ত্যের ক্ষণিকালয়ে!


কে ভাবিয়েছে তোমায় সব থেকে বেশি আর কার গলে হলে মালা?


মনে মনে কার হতে পেরে হাতে পেয়ে যাও যেন ঈদের চাঁদ?
বলো কার আঘাত?
সবথেকে অসহনীয় লাগে—তোমার প্রাণে?


কার অনুপস্থিতিতে অমাবস্যার আঁধার যেন লাগে তোমার প্রাণে ?
কার চলার পথ—পথের ধূলি
হৃদয়ে তোমার সবার থেকে বেশি কাটে দাগ?


কার ভালোবাসায় হলে পরিপূর্ণ কবিতা?
কার ভালোবাসায় হয়েছিলে গান!
কার জন্যে হৃদয়ে তোমার লাগে_____ সবথেকে বেশি টান?


কার হতে বলো তোমার ভালো লাগে — যেন ভালোবাসার সূর্য ইশানকোণে জাগে?

ভালোবাসার ব্যারোমিটারে মেপে বলো—কার হৃদয়ে সব থেকে বেশি আহলাদ?


কে লিখে কবিতা?___ কার কবিতায় হয়ে ওঠো তুমি ____মাঘী পূর্ণিমার চাঁদ;
বসন্তের আগমনি গানে রুপোলী আলোর নাচন____ তরঙ্গিনীর বুকে।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতোন সুন্দর কবিতা লিখতে পারতাম!!!

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: আমি তো লিখিনা.....
কোন কবিতা!!!

২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতোন সুন্দর কবিতা লিখতে পারতাম!!!

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার চেয়ে অনেক ভালো আপনি লিখতে পারবেন।।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

হাবিব বলেছেন: মনোমুগ্ধকর+++

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আপনি একজন উদীয়মান তারকা। আপনার জন্য নিরন্তর শুভকামনা।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

সূচরিতা সেন বলেছেন: অনেক সুন্দর কবিতা লিখেছেন প্রিয় কবি দাদা।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা আপনার জন্য।।।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৫

শিখা রহমান বলেছেন: সেলিম কবিতায় একরাশ ভালোলাগা।

আপনার কবিতারা আজকাল প্রথম পুরুষে কাঊকে উদ্দেশ্য করে কথা বলছে।
আমার নিজের অবশ্য এমন কবিতাই ভালো লাগে।

শেষের দুটো লাইন দুর্দান্ত!!

শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: শিখা রহমান


এমন কবিতা ভালো লাগে জেনে ভালো লাগলো।।

সতত শুভকামনা আপনার জন্য।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: শেষ দু লাইন হৃদয় উঠলো বড় নেচে। মনোমুগ্ধকর!
সপ্তম লাইনের তৃতীয় শব্দটা অমাবস্যা হবে কিনা আরেকবার ভাবার অনুরোধ করবো।
যদিও ইতিপূর্বে আপনার কবিতা পাঠে জেনেছি আপনি পাঠকের জন্য এরকম কিছু রাখেন বৈকি।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।


২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

আকতার আর হোসাইন বলেছেন: সত্যিই, চমৎকার হয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা গড়েছেন কবি, ভালো লাগলো কবিতার কথামালা।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.