নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আর কতোকাল চলবে খেলা হাসি খেলায়
আর কতোকাল বাঁচবে তুমি বলো ?
এমনি করে চাতকচোখে সন্ধ্যা ঘনিয়ে এলো।
কতো রবির উদয় হলো কতো গেলো অস্ত
কানামাছি ভু ভু করে কতো সময় হলো বলো নষ্ট।
এমন ঘুর লাগা সন্ধ্যায়, ওগো পূর্ণিমা চাঁদ জোছনা তোমার চাই
হাজার কবিতা বেকার হলে বলবে লোকে কী?
ভালোবাসার মরণ হলে কবিতার মেয়ে কবিতা ছেড়ে
পড়বে তুমি কী?
কবিতা লিখে পাঠিয়ে দিলাম—তোমার ঠিকানায়
ভালোবেসে ধন্য করো—করোনা সময় অপচয়
___________________মিথ্যে অহমিকায়!
দিনে দিনে এই তুচ্ছ জলবিন্দু
ভালোবাসার মন্ত্রযপে গড়েছে এক সিন্ধু।
ভালোবাসায় নাইতে তোমার
এই চাতকচোখে বলো আর কতো জল চাই!!
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
হাবিব বলেছেন:
জলের খেলা কেমনে বুঝি
কোন জলেতে জীবন বাঁচে
কোন জলেই বা প্রিয়া খুঁজি?
২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২
সেলিম আনোয়ার বলেছেন: হাবিব স্যার,
আপনার কমেন্টগুলো বেশ ছন্দময় এবং তাৎপর্যপূর্ণ।
কমেন্টে এবং ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা জানবেন।।।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১
জাহিদ অনিক বলেছেন: কবিতা ভালো লেগেছে কবি সেলিম আনোয়ার।
এত জল ও – কাজল চোখে পাষানী আনলে বল কে ?
টলমল জল মোতির মালা দুলিছে ঝালর –পলকে
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: দারুন সুন্দর কবিতা।
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! এই চাতকচোখে আর কতো জল চাই !! কবিতা সুন্দর হয়েছে ।
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
ল বলেছেন: প্রেমের কবিতায় মুগ্ধতা।
তোমাকেই শুধাই---- এডিট করলে ভালো।
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: বাদই দিয়ে দিলাম। এখন কেমন হলো??
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭
সিগন্যাস বলেছেন: শাহরিয়ার ভাইয়ের সাথে সহমত
২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ! কবি চমৎকার।