নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নিদ্রাবটিকা

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

আকাশ জুড়ে একটি চাঁদ
লক্ষ তারার মাঝে,
তবু চাঁদের জোছনা গায়ে মেখে
ঐ রাতের আকাশ সাজে।

চাঁদের কি আর নিজের আলো আছে?
রবির কিরণ বুকে নিয়ে সে যে__ রূপোর রূপে সাজে।

রবী বাবু জীবন বাবু আরও কতো কবি আছে
তাদের লেখায় মুগ্ধ পাঠক কবিতা আওরাতে থাকে।

আমি কি আর লিখি কবিতা
তুমি লিখিয়ে দাও;
সেই কবিতা পাঠ করে
রাতের বেলা ঘুমের বাড়ি যাও।

কেউ না জানুক তুমি ঠিকই জানো,
এ কবিতা তুমিই কেবল;
তিমির রাতে দীপশিখা জ্বালো।

এই তো সেদিন গিয়েছো কি ভুলে?
সিক্ত তোমার ঐ দুটি ঠোঁট____আমার সুতীব্র চুম্বনে।

বুকে তোমার ফুলের বাগান____সুবাস ছড়ায় যেন
মনময়ূরী উঠলো নেচে____এমন রাতে কেন।

সোনার মেয়ে, এই মায়াবী রাতে তুমি আসবে নাকি কাছে?
দীঘল কালো কেশের খোঁপায় সাদা শোলার ফুল গুঁজে।

দু'নয়ন তোমার দুষ্টুমিতে ভরা;
সাগর জলে যেন রুপোলী আলোর নাচন,
আনন্দলোকের মায়া দিয়ে ঘেরা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

হাবিব বলেছেন:




দুষ্টু মিষ্টি চাঁদের সাথে তুমি মিশে থাকলে
আমি প্রায়ই ভুল করি.....
কে চাঁদ আর কে তুমি ভুলে যাই সব!
তুমি যে চাঁদের চেয়ে সুন্দর
এইতো অনুভব!!

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: হালকা চটুল কবিতা লিখলাম। বলা তো যায়না দেখা যাবে এটাই তার ভাল লেগে গেছে।। :)

জীবনে আনন্দের অনেক দাম।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

সূচরিতা সেন বলেছেন: বেশ মায়াবী ছঁন্দ মাখা কবিতা হয়েছে দাদা।এটা পড়ে বৌদি খুশি হবে । :)

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ঠিকই বলেছেন কবিতা পড়ে আপনার বৌদি আজকে একটু আগেই ঘুমিয়ে পড়েছে । কবিতা লিখে আজকে আমি হাসতে হাসতে শেষ......

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

সূচরিতা সেন বলেছেন: কেন কেন দাদা বৌদি কি অভিমান করেছে ?

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: না তা হবে কেন? কবিতা না পড়লে তার ঘুম হয়না। আসলে সে লগ আউট হয়ে কমেন্ট পড়ছে আর হাসছে। আগে আমরা একসঙ্গে লগ আউট হয়ে পোস্ট/কমেন্ট পড়তাম আর আলোচনা সমালোচনা করতাম। :P

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: আহা ---
অতি চমৎকার।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় একটা ছবি দরকার কার কাছে থেকে যে নেই। ময়ূরীর ভীষণ রাগ :(

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

জাহিদ অনিক বলেছেন: বাহ সুন্দর মিষ্টী কবিতা ++

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

জাহিদ অনিক,
ভালোথাকবেন সবসময়
এই শুভকামনা থাকলো।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.