নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য এক পৃথিবী কবিতা লিখে !!!

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩

মেঘবালিকা মেঘের পাখি,
এবার কি তবে বৃষ্টি হবে?
খুলো তোমার সজল আঁখি,
কবিতার বইয়ের মতো।

তোমার জন্য এক পৃথিবী কবিতা লিখে
ছুড়ে দেবো গ্রহ করে সৌরজগতটাতে
মহাকর্ষের শক্তি বুকে ঘুরবে সে আপন কক্ষপথে।

মেঘ বালিকা মেঘের পাখি,
উড়েছো কেবল গাছে গাছে,
খোলা হাওয়ায় মেলে আঁখি
অচিনবৃক্ষ দিয়ে ঘেরা —একটি বনানী
————আমার আছে হৃদয় মাঝে…

বাবুই পাখির মতো শব্দবুনে আপনমনে
একটি প্রাসাদ গড়েছি কেবল গড়বো আরো
ভিত্তি প্রস্তর তোমার সবুজ সতেজ হৃদয়
শ্রবনদিনের আকাশ যেমন সরস ভারি
সাগর তীরের —একটি নূড়ি
কুড়িয়েছি কেবল—আরোতো ঢের বাকী আছে
ভালোবাসার আকাশটাতে —সাগর মাঝে...

মেঘের পাখি থম থম; ঝরাও বৃষ্টি ছম ছম,
তোমার জন্য কাব্য গড়ে
বসিয়ে দেবো আকাশটাতে;
জ্বলবে কেবল মিটি মিটি
নক্ষত্রের আগুনজ্বলা— কোন এক মায়াবী রাতে
দেখবে লোকে অবাক চোখে।

মনে রেখো ভালোবাসা নয়তো কেবল
কবিতা লেখা, ঘরে বসে রামধনুর সাত রঙ দেখা
বৃষ্টি শেষে।
ভালোবাসা কবিতার রঙে রাঙা অলসদুপুর
কোন একনির্জনে দুইজনে বসে থাকা আনমনে
যৌবনের অনুরাগে কুসুমবাগে কুহু-কেকা...


মেঘ বালিকা অপসরা এক মেঘের দেশে শরৎকালে
শীতের শেষে বসন্তে এসে প্রস্ফুটিত রক্তগোলাপ;
পরীর মতো নূপুর পায়ে শোলার ফুল খোঁপায় গুজা
ভালোবাসার এক পৃথিবী কবিতা মাখা হোক বিরচন
মায়াবতীর কাজলকালো দু’চোখ দেখে স্বপ্ন এঁকে বাস্তবতায় ।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ভালো লাগলো। ++

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

হাবিব বলেছেন:




তোমায় পেলে ভালোবাসার মানে ভুলে যাই
কি হবে সব তত্ত্ব কথা ভেবে?
তারচে' বরং তোমার দিকেই তাকিয়ে থাকি
এতেই আমার মনে শান্তি পাবে!

ভালোবাসার পাঠ সমাপ্ত করে
হাতে কলমে শিখিয়ে দিও
যেওনা দূরে থেকো পাশে পাশে
আপন করে নিও!
....................

কবিতার উত্তরে কিছু লিখার বৃথা চেষ্টা। যার জন্য এক পৃথিবী তার জন্য শুভ কামনা.......
কবির জন্যও শুভেচ্ছা

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট। আপনার শুভকামনা গুলি বাস্তবতা লাভ করুক।

আপনার জন্য নিরন্তর শুভকামনা ।।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

সিগন্যাস বলেছেন: কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম B-)

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা ।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

আহসানের ব্লগ বলেছেন: ভাল হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত কবিতা।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

শিখা রহমান বলেছেন: সেলিম আপনার এই কবিতাটায় আবেগের আকাশে শব্দেরা ঝরেছে বৃষ্টির মতো।

জয় গোস্বামী প্রিয়তম কবিদের একজন আর "মেঘবালিকার জন্য রূপকথা" আমার কি যে প্রিয় একটা কবিতা। সেই ভালোলাগার অনেকটাই আপনার কবিতাকে দিলাম।

মেঘবালিকার জন্য এক পৃথিবী লেখা শেষ না হোক কবি। তার জন্যে লেখা হলেও আমরা যে পড়তে পারছি। :)

শুভকামনা কবি। ভালো থাকুন কবিতাদের নিয়ে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আশ্রয় হয়ে ওঠে সমস্ত প্রতিকূলতায় এমনকি ভালোবাসায়।

অনুপ্রাণিত করার মতো কমেন্ট।

কবিতার এক পৃথিবী তুচ্ছ কোন ব্যাপার নয়।


তবে ভলোবাসা অমন একটা পৃথিবী গড়তে পারে।।।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

জাহিদ অনিক বলেছেন:
চমতকার এবং সুন্দর ++

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ লিখেছেন প্রিয় কবি।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

সাইন বোর্ড বলেছেন: ছন্দময় আবেগের প্রকাশ, ভাল লাগল ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাহ বাহ
ভাসছে কবি প্রেমাকাশে
সারা দুনিয়া তুচ্ছ করে
প্রেমের নতুন ভুবন গড়ে ;)
:)

+++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা বিদ্রোহী ভৃগু।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.