নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কেবলই মনে পড়ে!!( প্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদি স্মরণে)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯



তিনি গেলেন চলে,
না ফেরার দেশে———নিরবে!
অভিমানে? জীবনদৌড়ে
বন্ধুদের পেছনে ফেলে———সর্বাগ্রে।


তিনি কি বলে গেলেন!!
পারবে না কেহ আর———পৌঁছতে
অতদূরে, অভিনয়ের কক্ষপথে।


তিনি মূখ্য হয়ে ওঠতেন
যত ক্ষুদ্রই হোক —তার উপস্থিতি
তিনি ছড়াতেন দ্যুতি;
লুব্ধকের মতন,
চুম্বকের মতন টেনে নিতেন
মন্ত্রমুগ্ধ দর্শকের দু’নয়ন;
আর কেহ পারবে কি অমন করে?
কেহ পারে না আর.....
তাই না ফেরার দেশে থেকেও
তিনি বারবার আসেন ফিরে, স্মৃতির ক্যানভাসে ভেসে
প্রচন্ড রকম——— সরবে ।।

তার অট্ট হাসি— ঠা— ঠা— ঠা
পারবে না কেহ আর_________
প্রতিটি ফাগুনের প্রথম দিনে
আহা! দুঃখ ভারাক্রান্ত মনে
তার অকাল প্রয়ান
কেবলই মনে পড়ে!!!

.................।
১৩ ফেব্রুয়ারী অথবা ফাল্গুনের প্রথম দিন ফরীদির মৃত্যু দিবস। কাঁচামরিচ ছাড়া ভাত খেতে ভালো লাগে না। ফরীদির অভিনয়, তার ভালোবাসার অসীম ক্ষমতা আমার মনে পড়ে। মুক্তিযুদ্ধা ফরীদি নিজ কর্মগুনে ধ্রবতারার মত অমর হয়ে রইলেন। তার আত্নার মাগফিরাত কামনা করি। আজ ফেব্রুয়ারির ১১ তারিখ। বেশি ক্ষণ বাকি নেই। দেখতে দেখতে তার মহা প্রয়ানের দিনটি চলে আসবে। আমরা কি পারিনা তার মত করে দেশকে ভালো বাসতে। প্রিয়জনকে ভালোবাসতে। ফরীদি যেন ভালোবাসার প্রতীক হয়ে ফোটে ওঠেন ফাগুনের প্রথম দিনে আমার তাই মনে হয়।


মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভার্সেটাইল অভিনেতা ছিলেন...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: তা তো অবশ্যই। ভার্সেটাইল জিনিয়াস.... আজকে হাসের মাংস আর সঙ্গে কাচা মরিচ ভাত খেলাম। ফরীদির আমেরিকাতেও কাচা মরিচ পকেটে নিয়ে ঘুরতেন।।।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁর অভিনয় দ্ক্ষতা ভাল ছিল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: তিনি অভিনয়ের মাইল স্টোন পিচ। তার মত করে রোমান্টিক ডায়লগ কেউ পারে নি দিতে, না কমেডি না ট্রাজেডি না এন্টি হিরো হিসেবেও অতুলনীয়........তিনি স্টান্ডার্ড সেট করে দিয়েছেন যেমন করে WHO খাবার পনিতে লোহা সীসা, ক্যাডমিয়াম ,ফ্লোরিনের স্টান্ডার্ড সেট করছেন। ফরীদির অভিনয় কে ১০০ ধরে কোন অভিনেতার অভিনয় তুলনা করা হবে। কে অভিনয়ের শতকরা কতভাগ পারলেন।।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

রাজীব নুর বলেছেন: দক্ষ শিল্পী।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কোন সন্দেহ নেই......যিনি ভিলেইন চরিত্রে অভিনয় করেও দর্শকের কাছে নায়ক ই থাকতেন।।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

আফসানা মারিয়া বলেছেন: আমার প্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদি স্যার, প্রিয় নায়ক সালমান শাহ্‌। অভিনয়ের দক্ষতা তারাই দেখিয়েছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। ভালো লাগা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৪

সোহানী বলেছেন: একজন অসাধারন প্রানবন্ত অভিনেতা। অনেক যুগের সাধনায় এমন একজন জন্মে.........

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট সোহানী আপু। ভালো থাকবেন সবসময় এই কামনা থাকলো।।।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৯

বলেছেন: বড় ভালো।লোক ছিলেন - বিনম্র শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনায়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন কবিতাটা । এই মহান অভিনেতার প্রতি শ্রদ্ধা রইলো ।

২০ শে মে, ২০১৯ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নীলপরি।

৯| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো, একজন চৌকষ অভিনেতার প্রতি আপনার এ শ্রদ্ধাঞ্জলি, মুগ্ধ হ'লাম!
পাদটীকার শেষ লাইনটির জন্য পোস্টে প্লাস দিয়ে গেলাম। +
কেমন আছেন আপনি? অনেকদিন এ ব্লগে আপনাকে দেখছি না।

২০ শে মে, ২০১৯ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ২৯মে ফরীদির জন্মদিন। আমার প্রিয় অভিনেতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.